Gold Price Today : সোনার দামে ব্যাপক পতন! ৪ মাসে কলকাতায় আজ সবচেয়ে সস্তা সোনালী ধাতুটি 

Last Updated:
Gold Price Today : বিশেষজ্ঞের মতে সোনার দাম আগামী ৩ থেকে ৫ বছরে ঝড়ের গতিতে বেড়ে দ্বিগুণ হবে। তবে আজ যেভাবে সোনার বাজারে ধস নেমেছে তা গত কয়েক মাসের নিরিখে অভূতপূর্ব।
1/7
সোনা ও রুপোর দাম হু হু করে নামছে ভারতের বাজারে। আন্তর্জাতিক বাজারে দেখা যাচ্ছে সোনা বিক্রির পরিমাণ বাড়ছে। আর তার প্রভাব সোজাসুজি ভারতের বাজারে এসে পড়েছে। ফলে সোনার দাম এক ধাক্কায় হু হু করে পড়েছে। গত ৪ মাসের নিরিখে আজই সবচেয়ে সস্তা সোনা। প্রতীকী ছবি ৷
সোনা ও রুপোর দাম হু হু করে নামছে ভারতের বাজারে। আন্তর্জাতিক বাজারে দেখা যাচ্ছে সোনা বিক্রির পরিমাণ বাড়ছে। আর তার প্রভাব সোজাসুজি ভারতের বাজারে এসে পড়েছে। ফলে সোনার দাম এক ধাক্কায় হু হু করে পড়েছে। গত ৪ মাসের নিরিখে আজই সবচেয়ে সস্তা সোনা। প্রতীকী ছবি ৷
advertisement
2/7
বিশেষজ্ঞের মতে সোনার দাম আগামী ৩ থেকে ৫ বছরে ঝড়ের গতিতে বেড়ে দ্বিগুণ হবে। তবে আজ যেভাবে সোনার বাজারে ধস নেমেছে তা গত কয়েক মাসের নিরিখে অভূতপূর্ব। এদিকে, রুপোর ট্রেন্ডও খুব একটা আশাপ্রদ বিষয়ের দিকে যাচ্ছে না। এদিকে, ডলার মজবুত হওয়ায় 'ইউএস বন্ড' এর বৃদ্ধির জেরে সোনার দাম অনেকটাই কমেছে। দেখা যাক সোনার দাম ৯ অগাস্ট কোনদিকে গিয়েছে।
বিশেষজ্ঞের মতে সোনার দাম আগামী ৩ থেকে ৫ বছরে ঝড়ের গতিতে বেড়ে দ্বিগুণ হবে। তবে আজ যেভাবে সোনার বাজারে ধস নেমেছে তা গত কয়েক মাসের নিরিখে অভূতপূর্ব। এদিকে, রুপোর ট্রেন্ডও খুব একটা আশাপ্রদ বিষয়ের দিকে যাচ্ছে না। এদিকে, ডলার মজবুত হওয়ায় 'ইউএস বন্ড' এর বৃদ্ধির জেরে সোনার দাম অনেকটাই কমেছে। দেখা যাক সোনার দাম ৯ অগাস্ট কোনদিকে গিয়েছে।
advertisement
3/7
সোনার দাম ২০২০ সালে যে মাসে রেকর্ড উচ্চতায় চড়েছিল সেই অগাস্ট মাসেই ২০২১ সালে তা রেকর্ড পতনের দিকে গেল আজ। সোমবার অগাস্টের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে গোল্ড ফিউচার্সে দাম ১.৩ শতাংশ কমেছে। ফলে ৯ অগাস্ট কার্যত ১০ গ্রামের নিরিখে ৬০০ টাকা কমেছে সোনার দাম। ১০ গ্রামে সোনার দাম ৪৬,০২৯ টাকা৷ প্রতীকী ছবি ৷
সোনার দাম ২০২০ সালে যে মাসে রেকর্ড উচ্চতায় চড়েছিল সেই অগাস্ট মাসেই ২০২১ সালে তা রেকর্ড পতনের দিকে গেল আজ। সোমবার অগাস্টের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে গোল্ড ফিউচার্সে দাম ১.৩ শতাংশ কমেছে। ফলে ৯ অগাস্ট কার্যত ১০ গ্রামের নিরিখে ৬০০ টাকা কমেছে সোনার দাম। ১০ গ্রামে সোনার দাম ৪৬,০২৯ টাকা৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
বিশ্বের বাজারে সোনার দাম ৪.৪ শতাংশ নিচের দিকে গিয়েছে। এর নেপথ্যে মার্কিন 'জব ডেটা' প্রকাশ্যে আসায় আতঙ্কের বাতাবরণ দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন যে ফেডারাল রিজার্ভ এর জেরে রেট বাড়িয়ে দেবে। ফলে সোনার দাম কোনদিকে যেতে পারে এরপর , তা নিয়ে রয়েছে বহু আশঙ্কা।প্রতীকী ছবি ৷
বিশ্বের বাজারে সোনার দাম ৪.৪ শতাংশ নিচের দিকে গিয়েছে। এর নেপথ্যে মার্কিন 'জব ডেটা' প্রকাশ্যে আসায় আতঙ্কের বাতাবরণ দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন যে ফেডারাল রিজার্ভ এর জেরে রেট বাড়িয়ে দেবে। ফলে সোনার দাম কোনদিকে যেতে পারে এরপর , তা নিয়ে রয়েছে বহু আশঙ্কা।প্রতীকী ছবি ৷
advertisement
5/7
কলকাতায় ২৪ ক্যারেটে পাকা সোনার দাম ১০ গ্রামে হয়েছে ৪৭,৬৫০ টাকা । পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ১ গ্রাম ৪৭৬৫ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১০ গ্রামে হয়েছে ৪৫২০০ টাকা। ১ গ্রামে হয়এছে ৪৫২০ টাকা। প্রতীকী ছবি
কলকাতায় ২৪ ক্যারেটে পাকা সোনার দাম ১০ গ্রামে হয়েছে ৪৭,৬৫০ টাকা । পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ১ গ্রাম ৪৭৬৫ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১০ গ্রামে হয়েছে ৪৫২০০ টাকা। ১ গ্রামে হয়এছে ৪৫২০ টাকা। প্রতীকী ছবি
advertisement
6/7
হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৯০ টাকা, ১০ গ্রামে হয়েছে ৪৫৯০০ টাকা। প্রসঙ্গত, বিয়ের মরশুম কার্যত আপাতত শেষের দিকে কলকাতা শহরে। সেই জায়গা থেকে সোনার দাম গত কয়েকদিনে অনেকটাই নিচে নেমে গিয়েছে।
হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৯০ টাকা, ১০ গ্রামে হয়েছে ৪৫৯০০ টাকা। প্রসঙ্গত, বিয়ের মরশুম কার্যত আপাতত শেষের দিকে কলকাতা শহরে। সেই জায়গা থেকে সোনার দাম গত কয়েকদিনে অনেকটাই নিচে নেমে গিয়েছে।
advertisement
7/7
২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে হয়েছে ৪৩৮০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে হয়েছে ৪৭,৭৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৫,২৮০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৬,২৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৫০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,২৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৫০০ টাকা, ২৪ ক্যারেটে ছিল ৪৯,৬০০ টাকা।
২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে হয়েছে ৪৩৮০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে হয়েছে ৪৭,৭৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৫,২৮০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৬,২৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৫০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,২৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৫০০ টাকা, ২৪ ক্যারেটে ছিল ৪৯,৬০০ টাকা।
advertisement
advertisement
advertisement