খালের ভিতর গুপ্তধন ! খাল পরিষ্কার করতে গিয়ে কর্মীদের হাতে সোনার কয়েন...

Last Updated:
1/4
খাল পরিস্কার করতে গিয়ে কর্মীদের চোখ কপালে! পাঁকের মধ্যিখান থেকে মিলল   সোনার মুদ্রা! তাও আবার গুপ্ত সাম্রাজ্যের সময়কার !  Photo Source: Collected
খাল পরিস্কার করতে গিয়ে কর্মীদের চোখ কপালে! পাঁকের মধ্যিখান থেকে মিলল সোনার মুদ্রা! তাও আবার গুপ্ত সাম্রাজ্যের সময়কার ! Photo Source: Collected
advertisement
2/4
গল্পকথা মনে হলেও, বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে! কানপুরের দেহাত জেলার একটি খাল পরিষ্কার করছিলেন চার জন শ্রমিক। আচমকাই তাঁরা একটি কলসি খুঁজে পান। কর্মীদের মধ্যে মুনেশ সিং নামের একজন কলসিটি ভেঙে ফেলেন। আর তারপর.... Photo Source: Collected
গল্পকথা মনে হলেও, বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে! কানপুরের দেহাত জেলার একটি খাল পরিষ্কার করছিলেন চার জন শ্রমিক। আচমকাই তাঁরা একটি কলসি খুঁজে পান। কর্মীদের মধ্যে মুনেশ সিং নামের একজন কলসিটি ভেঙে ফেলেন। আর তারপর.... Photo Source: Collected
advertisement
3/4
কলসির ভিতর হলুদ রঙের পাঁচটি ধাতুর মুদ্রা। এক দিকে দেবী লক্ষ্মী ও অন্য দিকে সম্রাট চন্দ্রগুপ্তের ছবি। মুনেশ ও বাকি তিনজন ঠিক করেন, মুদ্রাগুলি পরীক্ষা করাবেন, যদি সোনার হয়, তা হলে তা বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেবেন। খবর ছড়াতে সময় লাগেনি। স্থানীয় এক স্বর্ণকার মুনেশদের থেকে একটি মুদ্রা ২১০০০ টাকায় কিনে নেন ।  Photo Source: Collected
কলসির ভিতর হলুদ রঙের পাঁচটি ধাতুর মুদ্রা। এক দিকে দেবী লক্ষ্মী ও অন্য দিকে সম্রাট চন্দ্রগুপ্তের ছবি। মুনেশ ও বাকি তিনজন ঠিক করেন, মুদ্রাগুলি পরীক্ষা করাবেন, যদি সোনার হয়, তা হলে তা বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেবেন। খবর ছড়াতে সময় লাগেনি। স্থানীয় এক স্বর্ণকার মুনেশদের থেকে একটি মুদ্রা ২১০০০ টাকায় কিনে নেন । Photo Source: Collected
advertisement
4/4
সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের দফতর হয়ে খবর যায় লখনউয়ের আর্কিওলজিকাল সার্ভের দফতরে। জানা গিয়েছে, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মনে করছেন মুদ্রাগুলি গুপ্ত সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ের। অর্থাৎ, খ্রিস্টপূর্ব ৩৮০ থেকে ৪১৫ সালের মধ্যে ভারতে এই মুদ্রার প্রচলন ছিল।   Photo Source: Collected
সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের দফতর হয়ে খবর যায় লখনউয়ের আর্কিওলজিকাল সার্ভের দফতরে। জানা গিয়েছে, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মনে করছেন মুদ্রাগুলি গুপ্ত সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ের। অর্থাৎ, খ্রিস্টপূর্ব ৩৮০ থেকে ৪১৫ সালের মধ্যে ভারতে এই মুদ্রার প্রচলন ছিল। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement