কলসির ভিতর হলুদ রঙের পাঁচটি ধাতুর মুদ্রা। এক দিকে দেবী লক্ষ্মী ও অন্য দিকে সম্রাট চন্দ্রগুপ্তের ছবি। মুনেশ ও বাকি তিনজন ঠিক করেন, মুদ্রাগুলি পরীক্ষা করাবেন, যদি সোনার হয়, তা হলে তা বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেবেন। খবর ছড়াতে সময় লাগেনি। স্থানীয় এক স্বর্ণকার মুনেশদের থেকে একটি মুদ্রা ২১০০০ টাকায় কিনে নেন ।
Photo Source: Collected