Emergency Landing : মাঝ আকাশে খুলে পড়ল চাকা! রোগী-ডাক্তার নিয়ে মুম্বইয়ে 'এমার্জেন্সি ল্যান্ডিং' বিমানের, দেখুন সেই ছবি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
রোগী, চিকিৎসক, রোগীর আত্মীয় সহ দু-জন বিমানকর্মী ছিলেন ওই বিমানটিতে। সকলেই নিরাপদে ও অক্ষত অবস্থাতেই আছেন। বৃহস্পতিবার রাত্রি ৯ টা ৯ মিনিটে বিমানটির অবতরণ করানো হয় মুম্বই এয়ারপোর্টে।
advertisement
জানা গিয়েছে, নাগপুর (Nagpur) থেকে হায়দরাবাদ (Hyderabad) যাচ্ছিল বিমানটি। তাতে ছিলেন একজন রোগী ও একজন চিকিৎসক। কিন্তু আকাশে ওড়ার পরই ত্রুটি দেখা যায় বিমানটির যন্ত্রাংশে। এমনকি কিছুক্ষণের মধ্যেই বিমানটির একটি চাকা খুলে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানটির জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয় অল্প সময়ের মধ্যেই দ্রুত তাতে সফলও হন বিমান চালক।
advertisement
advertisement
তবে অবতরণ খুব সহজ ছিল না। ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করে বেলি ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেছিলেন বিমান চালক। অর্থাৎ বিমানের চাকা ভিতরে না ঢুকিয়েই তাকে মাটিতে নামিয়ে আনা। সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রানওয়েতে ফোমের বন্দোবস্ত করেছিলেন বিমানবন্দর কর্মীরা। উদ্দেশ্য, যাতে কোনও ভাবেই বিমানটিতে আগুন ধরে যায়।
advertisement
advertisement