জানা গিয়েছে, নাগপুর (Nagpur) থেকে হায়দরাবাদ (Hyderabad) যাচ্ছিল বিমানটি। তাতে ছিলেন একজন রোগী ও একজন চিকিৎসক। কিন্তু আকাশে ওড়ার পরই ত্রুটি দেখা যায় বিমানটির যন্ত্রাংশে। এমনকি কিছুক্ষণের মধ্যেই বিমানটির একটি চাকা খুলে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানটির জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয় অল্প সময়ের মধ্যেই দ্রুত তাতে সফলও হন বিমান চালক।
তবে অবতরণ খুব সহজ ছিল না। ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করে বেলি ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেছিলেন বিমান চালক। অর্থাৎ বিমানের চাকা ভিতরে না ঢুকিয়েই তাকে মাটিতে নামিয়ে আনা। সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রানওয়েতে ফোমের বন্দোবস্ত করেছিলেন বিমানবন্দর কর্মীরা। উদ্দেশ্য, যাতে কোনও ভাবেই বিমানটিতে আগুন ধরে যায়।