Emergency Landing : মাঝ আকাশে খুলে পড়ল চাকা! রোগী-ডাক্তার নিয়ে মুম্বইয়ে 'এমার্জেন্সি ল্যান্ডিং' বিমানের, দেখুন সেই ছবি...

Last Updated:
রোগী, চিকিৎসক, রোগীর আত্মীয় সহ দু-জন বিমানকর্মী ছিলেন ওই বিমানটিতে। সকলেই নিরাপদে ও অক্ষত অবস্থাতেই আছেন। বৃহস্পতিবার রাত্রি ৯ টা ৯ মিনিটে বিমানটির অবতরণ করানো হয় মুম্বই এয়ারপোর্টে।
1/6
বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল নাগপুর থেকে হায়দরাবাদগামী একটি এয়ার অ্যাম্বুল্যান্স। আকাশ থেকে তার একটি চাকা খুলে মাটিতে পড়ে গেলেও তৎপরতার সঙ্গে এমার্জেন্সি ল্যান্ডিং করিয়ে বিপর্যয় এড়াতে সক্ষম হলেন বিমান চালক।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল নাগপুর থেকে হায়দরাবাদগামী একটি এয়ার অ্যাম্বুল্যান্স। আকাশ থেকে তার একটি চাকা খুলে মাটিতে পড়ে গেলেও তৎপরতার সঙ্গে এমার্জেন্সি ল্যান্ডিং করিয়ে বিপর্যয় এড়াতে সক্ষম হলেন বিমান চালক।
advertisement
2/6
জানা গিয়েছে, নাগপুর (Nagpur) থেকে হায়দরাবাদ (Hyderabad) যাচ্ছিল বিমানটি। তাতে ছিলেন একজন রোগী ও একজন চিকিৎসক। কিন্তু আকাশে ওড়ার পরই ত্রুটি দেখা যায় বিমানটির যন্ত্রাংশে। এমনকি কিছুক্ষণের মধ্যেই বিমানটির একটি চাকা খুলে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানটির জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয় অল্প সময়ের মধ্যেই দ্রুত তাতে সফলও হন বিমান চালক।
জানা গিয়েছে, নাগপুর (Nagpur) থেকে হায়দরাবাদ (Hyderabad) যাচ্ছিল বিমানটি। তাতে ছিলেন একজন রোগী ও একজন চিকিৎসক। কিন্তু আকাশে ওড়ার পরই ত্রুটি দেখা যায় বিমানটির যন্ত্রাংশে। এমনকি কিছুক্ষণের মধ্যেই বিমানটির একটি চাকা খুলে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানটির জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয় অল্প সময়ের মধ্যেই দ্রুত তাতে সফলও হন বিমান চালক।
advertisement
3/6
পরিকল্পনা মতো, মুম্বই (Mumbai) বিমানবন্দরে নামানো হয় VT - JIL এয়ারক্র্যাফ্টটিকে। জানা গিয়েছে, রোগী, চিকিৎসক, রোগীর আত্মীয় সহ দু-জন বিমানকর্মী ছিলেন ওই বিমানটিতে। সকলেই নিরাপদে ও অক্ষত অবস্থাতেই আছেন। বৃহস্পতিবার রাত্রি ৯ টা ৯ মিনিটে বিমানটির অবতরণ করানো হয় মুম্বই এয়ারপোর্টে।
পরিকল্পনা মতো, মুম্বই (Mumbai) বিমানবন্দরে নামানো হয় VT - JIL এয়ারক্র্যাফ্টটিকে। জানা গিয়েছে, রোগী, চিকিৎসক, রোগীর আত্মীয় সহ দু-জন বিমানকর্মী ছিলেন ওই বিমানটিতে। সকলেই নিরাপদে ও অক্ষত অবস্থাতেই আছেন। বৃহস্পতিবার রাত্রি ৯ টা ৯ মিনিটে বিমানটির অবতরণ করানো হয় মুম্বই এয়ারপোর্টে।
advertisement
4/6
তবে অবতরণ খুব সহজ ছিল না। ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করে বেলি ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেছিলেন বিমান চালক। অর্থাৎ বিমানের চাকা ভিতরে না ঢুকিয়েই তাকে মাটিতে নামিয়ে আনা। সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রানওয়েতে ফোমের বন্দোবস্ত করেছিলেন বিমানবন্দর কর্মীরা। উদ্দেশ্য, যাতে কোনও ভাবেই বিমানটিতে আগুন ধরে যায়।
তবে অবতরণ খুব সহজ ছিল না। ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করে বেলি ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেছিলেন বিমান চালক। অর্থাৎ বিমানের চাকা ভিতরে না ঢুকিয়েই তাকে মাটিতে নামিয়ে আনা। সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রানওয়েতে ফোমের বন্দোবস্ত করেছিলেন বিমানবন্দর কর্মীরা। উদ্দেশ্য, যাতে কোনও ভাবেই বিমানটিতে আগুন ধরে যায়।
advertisement
5/6
উত্তেজিত ছিলেন বিমানচালক কেশরী সিংও। তিনি জানিয়েছেন, ‘‘যখন দেখলাম বিমানটির চাকা খসে পড়ে গিয়েছে, তখন বুঝেছিলাম নামতে হলে অনেকটা জ্বালানি পোড়াতে হবে। আমি বেলি ল্যান্ডিংয়ের পক্ষে ছিলাম। তবে জানতাম না রানওয়ের কোনও ক্ষতি হবে কিনা। অবশেষে সব কিছু ঠিক ভাবে মেটায় এবার স্বস্তি।’’
উত্তেজিত ছিলেন বিমানচালক কেশরী সিংও। তিনি জানিয়েছেন, ‘‘যখন দেখলাম বিমানটির চাকা খসে পড়ে গিয়েছে, তখন বুঝেছিলাম নামতে হলে অনেকটা জ্বালানি পোড়াতে হবে। আমি বেলি ল্যান্ডিংয়ের পক্ষে ছিলাম। তবে জানতাম না রানওয়ের কোনও ক্ষতি হবে কিনা। অবশেষে সব কিছু ঠিক ভাবে মেটায় এবার স্বস্তি।’’
advertisement
6/6
প্রসঙ্গত, বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানচালক বেশ টেনশনে ছিলেন ওই ঝুঁকিবহুল অবতরণের আগে। তবে শেষ পর্যন্ত ঘণ্টা তিনেকের চেষ্টায় তিনি সফল হন একদম নিরাপদে বিমানটিকে অবতরণ করাতে। আধা সামরিক বাহিনী ও বিমানবন্দর কর্মীদের যৌথ তৎপরতায় দ্রুত যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। ছবি : ANI
প্রসঙ্গত, বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানচালক বেশ টেনশনে ছিলেন ওই ঝুঁকিবহুল অবতরণের আগে। তবে শেষ পর্যন্ত ঘণ্টা তিনেকের চেষ্টায় তিনি সফল হন একদম নিরাপদে বিমানটিকে অবতরণ করাতে। আধা সামরিক বাহিনী ও বিমানবন্দর কর্মীদের যৌথ তৎপরতায় দ্রুত যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। ছবি : ANI
advertisement
advertisement
advertisement