advertisement

সাদা বরফের চাদরে ঢাকল পাহাড়! জম্মু–কাশ্মীর থেকে হিমাচল, উত্তরাখণ্ডে তুষারপাত, নির্দেশিকা জারি পর্যটকদের জন্য

Last Updated:
শিমলা, মানালি, নারকাণ্ডা, কুফরি, চাইল, ডালহৌসি ও কালপা-সহ আবাসিক এলাকাগুলিতে এই মরসুমের প্রথম তুষারপাত হয়েছে। শিমলা, চাম্বা, কুল্লু, লাহুল-স্পিতি ও কিন্নৌরে ভারী তুষারপাতের পাশাপাশি রাতভর জোরালো হাওয়া বইতে থাকে।
1/7
প্রায় তিন মাস ধরে খরার মতো পরিস্থিতির মধ্যে থাকা হিমাচল প্রদেশ অবশেষে স্বস্তি পেল। গত রাত থেকে রাজ্যজুড়ে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। শিমলা, মানালি, নারকাণ্ডা, কুফরি, চাইল, ডালহৌসি ও কালপা-সহ আবাসিক এলাকাগুলিতে এই মরসুমের প্রথম তুষারপাত হয়েছে। শিমলা, চাম্বা, কুল্লু, লাহুল-স্পিতি ও কিন্নৌরে ভারী তুষারপাতের পাশাপাশি রাতভর জোরালো হাওয়া বইতে থাকে।
প্রায় তিন মাস ধরে খরার মতো পরিস্থিতির মধ্যে থাকা হিমাচল প্রদেশ অবশেষে স্বস্তি পেল। গত রাত থেকে রাজ্যজুড়ে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। শিমলা, মানালি, নারকাণ্ডা, কুফরি, চাইল, ডালহৌসি ও কালপা-সহ আবাসিক এলাকাগুলিতে এই মরসুমের প্রথম তুষারপাত হয়েছে। শিমলা, চাম্বা, কুল্লু, লাহুল-স্পিতি ও কিন্নৌরে ভারী তুষারপাতের পাশাপাশি রাতভর জোরালো হাওয়া বইতে থাকে।
advertisement
2/7
শিমলায় তুষারঝড়ের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর এই বৃষ্টি ও তুষারপাত কৃষক, উদ্যানপালক, পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ এবং পর্যটকদের মুখে হাসি ফিরিয়েছে। আবহাওয়া দফতর, শিমলা আজ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে, পাশাপাশি কিছু অঞ্চলে হলুদ সতর্কতা জারি রয়েছে। তুষারপাতের ফলে বহু জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
শিমলায় তুষারঝড়ের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর এই বৃষ্টি ও তুষারপাত কৃষক, উদ্যানপালক, পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ এবং পর্যটকদের মুখে হাসি ফিরিয়েছে। আবহাওয়া দফতর, শিমলা আজ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে, পাশাপাশি কিছু অঞ্চলে হলুদ সতর্কতা জারি রয়েছে। তুষারপাতের ফলে বহু জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
advertisement
3/7
শিমলা জেলা-সহ উঁচু পার্বত্য এলাকাগুলিতে মরসুমের প্রথম তুষারপাত হয়েছে, অন্যদিকে নিচু এলাকায় হয়েছে বৃষ্টি। দীর্ঘদিনের খরার পর এই তুষারপাত কৃষক ও উদ্যানপালকদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। এই সময়ে রিজ ও মল রোডে পর্যটকদের আনন্দ করতে দেখা গেছে।
শিমলা জেলা-সহ উঁচু পার্বত্য এলাকাগুলিতে মরসুমের প্রথম তুষারপাত হয়েছে, অন্যদিকে নিচু এলাকায় হয়েছে বৃষ্টি। দীর্ঘদিনের খরার পর এই তুষারপাত কৃষক ও উদ্যানপালকদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। এই সময়ে রিজ ও মল রোডে পর্যটকদের আনন্দ করতে দেখা গেছে।
advertisement
4/7
Snowfall 2
অন্যদিকে, শুক্রবার জম্মু অঞ্চলের উঁচু এলাকাগুলিতেও ভারী তুষারপাত হয়েছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাহাড়ি জেলাগুলির স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিকূট পাহাড়ের উপর অবস্থিত মাতা বৈষ্ণো দেবী মন্দিরেও মরসুমের প্রথম তুষারপাত রেকর্ড করা হয়েছে, যার জেরে সাময়িকভাবে তীর্থযাত্রা স্থগিত রাখা হয়।
advertisement
5/7
জম্মু শহর-সহ সমতলের এলাকায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যা গত দু’মাসের দীর্ঘ খরার পর সাধারণ মানুষের জন্য স্বস্তি নিয়ে এসেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাত থেকে দেশের উঁচু এলাকাগুলিতে তুষারপাত শুরু হয় এবং সমতলে দফায় দফায় বৃষ্টি হয়। রামবান, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ, রাজৌরি, রিয়াসি, উধমপুর ও কাঠুয়া জেলার উঁচু এলাকায় এখনও তুষারপাত চলছে। কোথাও পাঁচ ইঞ্চি, কোথাও এক ফুটেরও বেশি বরফ জমেছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
জম্মু শহর-সহ সমতলের এলাকায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যা গত দু’মাসের দীর্ঘ খরার পর সাধারণ মানুষের জন্য স্বস্তি নিয়ে এসেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাত থেকে দেশের উঁচু এলাকাগুলিতে তুষারপাত শুরু হয় এবং সমতলে দফায় দফায় বৃষ্টি হয়। রামবান, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ, রাজৌরি, রিয়াসি, উধমপুর ও কাঠুয়া জেলার উঁচু এলাকায় এখনও তুষারপাত চলছে। কোথাও পাঁচ ইঞ্চি, কোথাও এক ফুটেরও বেশি বরফ জমেছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
advertisement
6/7
উত্তরাখণ্ডের পার্বত্য এলাকাতেও শুক্রবার সকালে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। ভোরের দিকে মুসৌরিতে মরসুমের প্রথম তুষারপাত হয়। হালকা বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় মুসৌরির পাহাড়, রাস্তা ও পাইন গাছ বরফে ঢেকে যায়। এর ফলে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করে মুসৌরি। অন্যদিকে দেরাদুন ও সংলগ্ন নিচু এলাকায় সারাদিন ভারী বৃষ্টি হয়েছে।
উত্তরাখণ্ডের পার্বত্য এলাকাতেও শুক্রবার সকালে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। ভোরের দিকে মুসৌরিতে মরসুমের প্রথম তুষারপাত হয়। হালকা বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় মুসৌরির পাহাড়, রাস্তা ও পাইন গাছ বরফে ঢেকে যায়। এর ফলে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করে মুসৌরি। অন্যদিকে দেরাদুন ও সংলগ্ন নিচু এলাকায় সারাদিন ভারী বৃষ্টি হয়েছে।
advertisement
7/7
মুসৌরি, ধানৌলটি, চাকরাতা, আউলি, গঙ্গোত্রী, তেহরি ও আশপাশের উঁচু এলাকায় দফায় দফায় তুষারপাত হয়েছে। কোম্পানি গার্ডেন, কেম্পটি ফলস রোড ও মল রোড সংলগ্ন এলাকা বরফের চাদরে ঢাকা পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এই মনোরম আবহাওয়া উপভোগ করতে দেখা গেছে।
মুসৌরি, ধানৌলটি, চাকরাতা, আউলি, গঙ্গোত্রী, তেহরি ও আশপাশের উঁচু এলাকায় দফায় দফায় তুষারপাত হয়েছে। কোম্পানি গার্ডেন, কেম্পটি ফলস রোড ও মল রোড সংলগ্ন এলাকা বরফের চাদরে ঢাকা পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এই মনোরম আবহাওয়া উপভোগ করতে দেখা গেছে।
advertisement
advertisement
advertisement