হোম » ছবি » দেশ » IN PICS: জীবনের অনেকটা সময় কেটেছে এখানে, বিজেপির সদর দফতরে পৌঁছল বাজপেয়ীয়ের মরদেহ
IN PICS: জীবনের অনেকটা সময় কেটেছে এখানে, বিজেপির সদর দফতরে পৌঁছল বাজপেয়ীয়ের মরদেহ
Bangla Editor
1/ 9
গতকাল দিল্লির এইমসে তিরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অটলবিহারী বাজপেয়ী। আজ তাঁর শেষ যাত্রা ৷ (Image: PTI)
2/ 9
বাজপেয়ীর দেহ গতকাল তাঁর কৃষ্ণ মেনন মার্গের বাসভবনে শায়িত থাকার পর শুক্রবার সকালে সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বিজেপির সদর দফতরে। (Image: PTI)
3/ 9
তারপর সেখান থেকে দুপুর একটার সময় তাঁর মরদেহ নিয়ে অন্তিমযাত্রা শুরু হবে। বিকেল চারটের সময় যমুনার তীরে হবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। (Image: PTI)
4/ 9
গতকাল রাত থেকেই তাঁকে শেষ দেখা দেখার জন্য দূরদূরান্ত থেকে এসে পৌঁছেছেন বহু মানুষ। তাঁর বাড়ির বাইরে প্রায় এক কিলোমিটার লম্বা লাইন পড়েছে। (Image: PTI)
5/ 9
সেনাবাহিনীর লরিতে করে অটলবিহারী বাজপেয়ীর দেহ নিয়ে যাওয়া হয়, সেই লরিতে বাজপেয়ীর আত্মীয়স্বজনের সঙ্গেই থাকবেন স্বয়ং অমিত শাহ। (Image: PTI)
6/ 9
বাজপেয়ীর মরদেহ নিয়ে শববাহী শকট তাঁর কৃষ্ণ মেনন মার্গের বাড়ি থেকে বেরিয়ে এখন বিজেপির দীনদয়াল উপাধ্যায় মার্গের সদর দফতরে পৌঁছেছে। (Image: PTI)
7/ 9
গতকাল রাত থেকেই তাঁকে শেষ দেখা দেখার জন্য দূরদূরান্ত থেকে এসে পৌঁছেছেন বহু মানুষ। (Image: PTI)
8/ 9
যমুনা নদীর তীরের স্মৃতিস্থলে বাজপেয়ীর অন্তিম সংস্কার করার ব্যাপারে গতকালই সিদ্ধান্ত নিয়ে নেয় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা।(Image: PTI)
9/ 9
বিজেপির দীনদয়াল উপাধ্যায় মার্গের সদর দফতরে বাজপেয়ীর মরদেহ শায়িত থাকবে আজ দুপুর একটা পর্যন্ত। (Image: PTI)
IN PICS: জীবনের অনেকটা সময় কেটেছে এখানে, বিজেপির সদর দফতরে পৌঁছল বাজপেয়ীয়ের মরদেহ
গতকাল দিল্লির এইমসে তিরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অটলবিহারী বাজপেয়ী। আজ তাঁর শেষ যাত্রা ৷ (Image: PTI)
IN PICS: জীবনের অনেকটা সময় কেটেছে এখানে, বিজেপির সদর দফতরে পৌঁছল বাজপেয়ীয়ের মরদেহ
যমুনা নদীর তীরের স্মৃতিস্থলে বাজপেয়ীর অন্তিম সংস্কার করার ব্যাপারে গতকালই সিদ্ধান্ত নিয়ে নেয় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা।(Image: PTI)