ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা তোলার চল এখন প্রায় উঠেই গিয়েছে ৷ এখন বেশির ভাগ মানুষই এটিএম থেকে টাকা তোলেন ৷ এটিএম থেকে ২৪ ঘণ্টা টাকা তোলার সুবিধা পায় গ্রাহকরা ৷ এটিএম ব্যবহার যেমন মানুষের মধ্যে বেড়েই চলেছে তেমনই পাল্লা দিয়ে এটিএম ফ্রডও বেড়েই চলেছে ৷ কিন্তু একটু সাবধান থাকলেই সহজেই নিজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে ৷ এটিএম থেকে টাকা তোলার সময় দেখে নিন এটিএমটি কতটা সুরক্ষিত রয়েছে ৷ হ্যাকাররা সাধারণত এটিএমের মাধ্যমে কার্ড ক্লোনিং ব্যবহার করে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় ৷ কার্ড ক্লোনিং মানে আপনার কার্ডের সমস্ত তথ্য বের করে আরেকটি কার্ড তৈরি করে নেওয়া হয় ৷