করোনায় আক্রান্ত পৃথিবীর কোন কোন বিশিষ্ট ব্যক্তিত্ব? এক ঝলকে দেখে নিন কীভাবে মারণ ভাইরাস থাবা বসাল তাঁদের শরীরে ...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
কীভাবে আক্রান্ত হলেন একে একে!
advertisement
advertisement
*বরিস জনসনঃ করোনায় আক্রান্ত হন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এক ট্যুইটার ভিডিয়োয় নিজের করোনা-পজিটিভের খবর জানিয়েছিলেন তিনি। সেখানেই তিনি জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় হঠাৎ করেই ভাইরাসের লক্ষণ দেখা যায় তাঁর শরীরে। তাঁর রক্তের যে নমুনা পরীক্ষা করা হয়, তাতে করোনারভাইরাসের জীবাণু পাওয়া যায়, তবে বেশ কয়েকদিন কেটে গেলেও তাঁর শরীরে করোনা ভাইরাস এখনও রয়েছে। এখনও তাঁর গায়ে জ্বর রয়েছে। ফলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক না হাওয়া পর্যন্ত তিনি আইসোলেশনেই থাকবেন।
advertisement
*কণিকা কাপুরঃ বিদেশ থেকে নফেরার পরই করোনা ভাইরাসে আক্রান্ত হন 'বেবি ডল' কণিকা কাপুর। পঞ্চমবারের রিপোর্টেরও তার পজেটিভ রিপোর্ট আসে। তবে আগের চেয়ে অনেকটাই ভাল আছেন কণিকা। বৃহস্পতিবার আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। প্রসঙ্গত, লন্ডন থেকে ফিরে গৃহবন্দি থাকার পরামর্শ উপেক্ষা করে তিনি লখনউয়ের পার্টিতে যোগ দিয়েছিলেন। এরকম সংকটের সময় চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়ায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
* ইয়াকোজ লীজম্যানঃ ৭১ বছর বয়সী ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোজ লীজম্যান করোনায় আক্রান্ত হন। শুধু তিনি একাই নন, আক্রান্ত হয়েছে তাঁর স্ত্রীও। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের তরফে মঙ্গলবার এই খবর প্রকাশ্যে আসে। স্বাস্থ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে আপাতত আইসোলেশন রাখা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। স্বাস্থ্যমন্ত্রীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরকেও আগামী ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
advertisement
advertisement