কর্ণাটকে ২৮ টি আসনের মধ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় ও চতুর্থ দফায় ১৪ টি করে আসনে ভোট হয়েছে ৷ BJP-প্রথম দফায় ৭ থেকে ৯টি আসন পাওয়ার সম্ভবনা রয়েছে ৷ UPA পেতে পারে ৩-৫ টি আসন ৷ এরমধ্যে কংগ্রেসের কাছে ১-৩ টি আসন যেতে পারে ৷ দ্বিতীয় দফার ভোটে ১৪ টি আসনের মধ্যে ১৩ থেকে ১৪ টি আসন পেতে পারে BJP৷ আর UPA পেতে পারে ১ টি আসন ৷