পশ্চিমবঙ্গ থেকে ছত্তিসগড়,দ্বিতীয় পর্বে মোট কোন ১২ রাজ্যে হচ্ছে এসআইআর?

Last Updated:
বাংলায় ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন করার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার বিকেল ৪টা ১৫ মিনিট থেকে শুরু হয়েছিল কমিশনের সাংবাদিক সম্মেলন। বাংলা-সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সোমবার রাতেই ‘ফ্রিজ’ করা হবে ভোটার তালিকা! এসআইআর ঘোষণা করে জানাল নির্বাচন কমিশন ৷
1/6
অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গের এসআইআরে কী কী নথি প্রয়োজন? কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে? কারা অবৈধ ভোটার?
বাংলায় ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন করার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার বিকেল ৪টা ১৫ মিনিট থেকে শুরু হয়েছিল কমিশনের সাংবাদিক সম্মেলন। বাংলা-সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সোমবার রাতেই ‘ফ্রিজ’ করা হবে ভোটার তালিকা! এসআইআর ঘোষণা করে জানাল নির্বাচন কমিশন ৷
advertisement
2/6
পশ্চিমবঙ্গে ২০০২ সালে ভোটার তালিকায় শেষ বার আমূল বিশেষ সংশোধন হয়েছিল। গত ১০-১৫ বছরে গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন।
বাংলায় ঘোষণা হলে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর দিনক্ষণ। মঙ্গলবার, ২৭ অক্টোবর থেকে বাংলায় SIR শুরু। ২৩ বছর পরে বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে। এর আগে ২০০২ সালে SIR হয়েছে পশ্চিমবঙ্গে।
advertisement
3/6
কী হল বিহারে?
সোমবার বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে বাংলায় SIR-এর দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। একই সঙ্গে আন্দামান ও নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে হবে এই দ্বিতীয় দফায় SIR।
advertisement
4/6
বসিরহাটে ভূতুড়ে ভোটারের খোঁজ। প্রতীকী ছবি
আগামী ১ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশন সূত্রে খবর। প্রথমেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফ্ট কপি ERO পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তার পরে সেগুলি পাঠানো হবে ছাপার জন্য। এক জন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন।
advertisement
5/6
SIR -এর জন্য কোন ১১টি নথি বৈধ প্রমাণ হিসেবে বিবেচিত হয়? নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে, পরিচয় এবং বয়সের প্রমাণ হিসেবে নিম্নলিখিত ১১টি নথির যে কোনও একটি জমা দেওয়া যেতে পারে:
এখন বাংলার ভোটার সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। অর্থাৎ তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পোঁছে দেবেন বিএলও-রা।
advertisement
6/6
১)যে কোনও কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার/পিএসইউ-এর নিয়মিত কর্মচারী/পেনশনভোগীর নামে জারি করা যে কোনও পরিচয়পত্র/পেনশন সার্টিফিকেট। ২) ০১.০৭.১৯৮৭ সালের পূর্বে সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাঙ্ক/ডাকঘর/এলআইসি/পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনও পরিচয়পত্র/শংসাপত্র/নথিপত্র।
ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি-সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে। অন্যটি বিএলও নিয়ে যাবেন।
advertisement
advertisement
advertisement