কোটিপতি হতে চাইলে এই মুহূর্তে বদলে ফেলুন এই অভ্যাসগুলি !

Last Updated:
1/7
বিলাসবহুল জীবন কাটাতে কে না চায় ? কিন্তু কতজনই বা এই স্বপ্ন পূরণ করতে সফল হন ? এর মূল কারণ হচ্ছে ফিন্যান্সিয়াল প্ল্যানিয়ের অভাব ৷ বেশিরভাগ মানুষ ভবিষ্যতের প্ল্যানিং না করে টাকা খরচ করে ফেলেন ৷ এর জেরে তাদেরই সমস্যায় পড়তে হয় ৷ ভেবে চিন্তে খরচ, সঠিক সঞ্চয় এবং ঠিক জায়গায় বিনিয়োগ আপনার ভবিষ্যত সুরক্ষিত রাখতে সাহায্য করে ৷ জেনে নিন বেশ কয়েকটি উপায় যার জেরে সহজেই আপনি হয়ে উঠতে পারবেন কোটিপতি ৷
বিলাসবহুল জীবন কাটাতে কে না চায় ? কিন্তু কতজনই বা এই স্বপ্ন পূরণ করতে সফল হন ? এর মূল কারণ হচ্ছে ফিন্যান্সিয়াল প্ল্যানিয়ের অভাব ৷ বেশিরভাগ মানুষ ভবিষ্যতের প্ল্যানিং না করে টাকা খরচ করে ফেলেন ৷ এর জেরে তাদেরই সমস্যায় পড়তে হয় ৷ ভেবে চিন্তে খরচ, সঠিক সঞ্চয় এবং ঠিক জায়গায় বিনিয়োগ আপনার ভবিষ্যত সুরক্ষিত রাখতে সাহায্য করে ৷ জেনে নিন বেশ কয়েকটি উপায় যার জেরে সহজেই আপনি হয়ে উঠতে পারবেন কোটিপতি ৷
advertisement
2/7
আয়ের ১০ শতাংশ সঞ্চয়: আপনার ব্যয় সব সময় এমনভাবে করবেন যাতে আপনার মোট আয়ের ১০ শতাংশ আপনি সঞ্চয় করতে পারবেন ৷ যদি আপনার ক্যারিয়ার শুরুর প্রথম থেকেই নিয়ন্ত্রিত ব্যয়, সঞ্চয় ও সঠিক বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার ভবিষ্যতের রাস্তাটা আরও সহজ হয়ে উঠবে ৷ আস্তে আস্তে আপনার সঞ্চয় আরও বাড়াতে হবে ৷
আয়ের ১০ শতাংশ সঞ্চয়: আপনার ব্যয় সব সময় এমনভাবে করবেন যাতে আপনার মোট আয়ের ১০ শতাংশ আপনি সঞ্চয় করতে পারবেন ৷ যদি আপনার ক্যারিয়ার শুরুর প্রথম থেকেই নিয়ন্ত্রিত ব্যয়, সঞ্চয় ও সঠিক বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার ভবিষ্যতের রাস্তাটা আরও সহজ হয়ে উঠবে ৷ আস্তে আস্তে আপনার সঞ্চয় আরও বাড়াতে হবে ৷
advertisement
3/7
খরচের উপর নিয়ন্ত্রণ : সেভিংস করার জন্য খরচের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি ৷ এর জন্য আপনাকে বুঝতে হবে কোনটা দরকারি এবং কোন খরচ কেবল ইচ্ছেপূরণে জন্য ৷ তাহলে প্রথম থেকেই অকারণে করা ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে ৷ আপনার খরচের টাকাটি চার ভাগে ভেঙে নিন ৷
খরচের উপর নিয়ন্ত্রণ : সেভিংস করার জন্য খরচের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি ৷ এর জন্য আপনাকে বুঝতে হবে কোনটা দরকারি এবং কোন খরচ কেবল ইচ্ছেপূরণে জন্য ৷ তাহলে প্রথম থেকেই অকারণে করা ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে ৷ আপনার খরচের টাকাটি চার ভাগে ভেঙে নিন ৷
advertisement
4/7
রোজকার খরচ: র‍্যাশন, লোনের ইনস্টলমেনেট, শিক্ষা, বিল, টেলিফোন, ইনস্যুরেন্সের প্রিমিয়াম এই সমস্ত খরচে বেশি কাটছাঁট করা যায় না ৷ ক্যারিয়ারের প্রথমদিকে ৭০ থেকে ৮০ শতাংশ এই সবেই খরচ হয়ে যায় ৷ তবে সেটি ভবিষ্যতে কাজে লাগবে ৷
রোজকার খরচ: র‍্যাশন, লোনের ইনস্টলমেনেট, শিক্ষা, বিল, টেলিফোন, ইনস্যুরেন্সের প্রিমিয়াম এই সমস্ত খরচে বেশি কাটছাঁট করা যায় না ৷ ক্যারিয়ারের প্রথমদিকে ৭০ থেকে ৮০ শতাংশ এই সবেই খরচ হয়ে যায় ৷ তবে সেটি ভবিষ্যতে কাজে লাগবে ৷
advertisement
5/7
এছাড়া বেশি খরচ হয়ে থাকে যা কেবল একবার বা কয়েকবার হয়ে থাকে  ৷ যেমন ঘুরতে যাওয়া, বিয়ে বা পারিবারিক অনুষ্ঠান, চিকিৎসা ৷ তএগুলি এড়িয়ে চলা যায় না ৷ তবে একটু বুদ্ধিমানের মতো প্ল্যান করে এখান থেকেও অনেক টাকা সেভিংস করতে পারবেন ৷ প্রয়োজনের চেয়ে বেশি খরচ না করায় ভালো ৷
এছাড়া বেশি খরচ হয়ে থাকে যা কেবল একবার বা কয়েকবার হয়ে থাকে ৷ যেমন ঘুরতে যাওয়া, বিয়ে বা পারিবারিক অনুষ্ঠান, চিকিৎসা ৷ তএগুলি এড়িয়ে চলা যায় না ৷ তবে একটু বুদ্ধিমানের মতো প্ল্যান করে এখান থেকেও অনেক টাকা সেভিংস করতে পারবেন ৷ প্রয়োজনের চেয়ে বেশি খরচ না করায় ভালো ৷
advertisement
6/7
যে খরচগুলি এড়িয়ে চললে আপনারই লাভ ৷ মাল্টিপ্ল্যাক্সে সিনেমা দেখতে সবাইরই ভালো লাগে ৷ তবে সপ্তাহের মাঝে মর্নিং শো দেখলে আপনার অনেক টাকা বেচে যাবে ৷ একই ভাবে রেস্তোরাঁয় খেতে গেলে অফারের ব্যবহার করলেও অনেকটাই সেভ করা যাবে ৷
যে খরচগুলি এড়িয়ে চললে আপনারই লাভ ৷ মাল্টিপ্ল্যাক্সে সিনেমা দেখতে সবাইরই ভালো লাগে ৷ তবে সপ্তাহের মাঝে মর্নিং শো দেখলে আপনার অনেক টাকা বেচে যাবে ৷ একই ভাবে রেস্তোরাঁয় খেতে গেলে অফারের ব্যবহার করলেও অনেকটাই সেভ করা যাবে ৷
advertisement
7/7
 কেবল নিজের স্ট্যাটাস বোঝানোর জন্য বেকার টাকা খরচ করবেন না ৷ যেখানে দরকার কেবল সেখানেই খরচ করুন ৷ লোক দেখানোর জন্য কিছু করবেন না ৷
কেবল নিজের স্ট্যাটাস বোঝানোর জন্য বেকার টাকা খরচ করবেন না ৷ যেখানে দরকার কেবল সেখানেই খরচ করুন ৷ লোক দেখানোর জন্য কিছু করবেন না ৷
advertisement
advertisement
advertisement