CAA প্রসঙ্গ এড়ালেন মার্কিন প্রেসিডেন্ট, কাশ্মীর মধ্যস্থতা নিয়েও ভোলবদল, মোদিকে স্বস্তি ট্রাম্পের

Last Updated:
CAA নিয়ে অগ্নিগর্ভ দিল্লি। তারই মধ্যে নরেন্দ্র মোদিকে স্বস্তি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
1/5
CAA নিয়ে অগ্নিগর্ভ দিল্লি। তারই মধ্যে নরেন্দ্র মোদিকে স্বস্তি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CAA নিয়ে প্রশ্নের মুখে পড়েও মন্তব্য এড়ালেন। কাশ্মীরে মধ্যস্থতা নিয়েও অবস্থান পাল্টে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট।
CAA নিয়ে অগ্নিগর্ভ দিল্লি। তারই মধ্যে নরেন্দ্র মোদিকে স্বস্তি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CAA নিয়ে প্রশ্নের মুখে পড়েও মন্তব্য এড়ালেন। কাশ্মীরে মধ্যস্থতা নিয়েও অবস্থান পাল্টে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট।
advertisement
2/5
সফরের আগে থেকেই কি হয় কি হয় অবস্থা। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ভারতে রওনা হওয়ার আগেই চাপ বাড়ায় হোয়াইট হাউস। বার্তা আসে, ভারতে গিয়ে CAA নিয়ে নরেন্দ্র মোদির কাছে জানতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এনিয়ে মন্তব্যও করবেন।
সফরের আগে থেকেই কি হয় কি হয় অবস্থা। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ভারতে রওনা হওয়ার আগেই চাপ বাড়ায় হোয়াইট হাউস। বার্তা আসে, ভারতে গিয়ে CAA নিয়ে নরেন্দ্র মোদির কাছে জানতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এনিয়ে মন্তব্যও করবেন।
advertisement
3/5
দু-দিনের ভারত সফরের একেবারে শেষ লগ্নে CAA প্রসঙ্গ এল। সাংবাদিক সম্মেলমে ট্রাম্পকে প্রশ্ন ছুঁড়লেন মার্কিন সাংবাদিক। মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বাউন্সার সামলালেন দক্ষ ব্যাটসম্যানের মতোই। CAA নিয়ে প্রশ্ন। অথচ উত্তর দিতে গিয়ে CAA-র প্রসঙ্গই তুললেন না মার্কিন প্রেসিডেন্ট। ধর্মীয় বৈচিত্র্যের কথাই তুলে ধরলেন বারবার। বিল ক্লিন্টন থেকে বারাক ওবামা - প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টদের ভারত সফরেও একই কথা শোনা গিয়েছে।
দু-দিনের ভারত সফরের একেবারে শেষ লগ্নে CAA প্রসঙ্গ এল। সাংবাদিক সম্মেলমে ট্রাম্পকে প্রশ্ন ছুঁড়লেন মার্কিন সাংবাদিক। মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বাউন্সার সামলালেন দক্ষ ব্যাটসম্যানের মতোই। CAA নিয়ে প্রশ্ন। অথচ উত্তর দিতে গিয়ে CAA-র প্রসঙ্গই তুললেন না মার্কিন প্রেসিডেন্ট। ধর্মীয় বৈচিত্র্যের কথাই তুলে ধরলেন বারবার। বিল ক্লিন্টন থেকে বারাক ওবামা - প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টদের ভারত সফরেও একই কথা শোনা গিয়েছে।
advertisement
4/5
 CAA নিয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ। এনিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় মার্কিন প্রেসিডেন্টকে ৷ CAA ও সংখ্যালঘু ইস্যুর বাইরেও কাশ্মীর নিয়ে টেনশনে ছিল কেন্দ্র। আগে বেশ কয়েকবার কাশ্মীরে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে কেন্দ্রকে বিড়ম্বনায় ফেলেছেন। তাই এবারও চিন্তাটা আরও বেশিই ছিল।
CAA নিয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ। এনিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় মার্কিন প্রেসিডেন্টকে ৷ CAA ও সংখ্যালঘু ইস্যুর বাইরেও কাশ্মীর নিয়ে টেনশনে ছিল কেন্দ্র। আগে বেশ কয়েকবার কাশ্মীরে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে কেন্দ্রকে বিড়ম্বনায় ফেলেছেন। তাই এবারও চিন্তাটা আরও বেশিই ছিল।
advertisement
5/5
 CAA, কাশ্মীর ও সংখ্যালঘু সমস্যা -- তিনটি ইস্যুর যে কোনও একটিতে ট্রাম্প সরব হলেই অস্বস্তি বাড়ত নরেন্দ্র মোদির। সেই পরিস্থিতি তৈরিই হতে দিলেন না ডোনাল্ড ট্রাম্প। হায়দরাবাদ হাউসে ২৮ পদের মধ্যাহ্নভোজ সেরে সাংবাদিক সম্মেলনে আসেন ডোনাল্ড ট্রাম্প। মেনুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয় তিন লাইনের কবিতা লেখা একটি রুমাল।
CAA, কাশ্মীর ও সংখ্যালঘু সমস্যা -- তিনটি ইস্যুর যে কোনও একটিতে ট্রাম্প সরব হলেই অস্বস্তি বাড়ত নরেন্দ্র মোদির। সেই পরিস্থিতি তৈরিই হতে দিলেন না ডোনাল্ড ট্রাম্প। হায়দরাবাদ হাউসে ২৮ পদের মধ্যাহ্নভোজ সেরে সাংবাদিক সম্মেলনে আসেন ডোনাল্ড ট্রাম্প। মেনুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয় তিন লাইনের কবিতা লেখা একটি রুমাল।
advertisement
advertisement
advertisement