মানবিকতার নজির ! শিশুর লিভার ট্রান্সপ্লান্টের জন্য ১১ লক্ষ টাকা নিজেই জোগাড় করলেন চিকিৎসক

Last Updated:
1/5
মানবিকতার নজির গড়েছেন নয়াদিল্লির এক চিকিৎসক । ৭ বছর বয়সী এক বালকের পেডিয়াট্রিক লিভার সার্জারির জন্য চিকিৎসকই জোগাড় করেছেন ১১ লক্ষ টাকা ।
মানবিকতার নজির গড়েছেন নয়াদিল্লির এক চিকিৎসক । ৭ বছর বয়সী এক বালকের পেডিয়াট্রিক লিভার সার্জারির জন্য চিকিৎসকই জোগাড় করেছেন ১১ লক্ষ টাকা ।
advertisement
2/5
গুরুতর অবস্থায় আলি হামজা নামক ওই বালককে দিল্লির ম্যাক্স হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার অভিভাবক । সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছিল আলির যকৃৎ।  জন্ডিসের কারণে বারবার জ্ঞানও হারিয়ে ফেলছিল । সঙ্গে সঙ্গেই লিভার ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা কিন্তু সেই অপারেশনের খরচ প্রায় ১৫ লক্ষ টাকা যা ব্যয় করার সামর্থ্য ছিল না আলির বাবা-মার ।
গুরুতর অবস্থায় আলি হামজা নামক ওই বালককে দিল্লির ম্যাক্স হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার অভিভাবক । সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছিল আলির যকৃৎ। জন্ডিসের কারণে বারবার জ্ঞানও হারিয়ে ফেলছিল । সঙ্গে সঙ্গেই লিভার ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা কিন্তু সেই অপারেশনের খরচ প্রায় ১৫ লক্ষ টাকা যা ব্যয় করার সামর্থ্য ছিল না আলির বাবা-মার ।
advertisement
3/5
এরপরই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন চিকিৎসক  শরৎ ভর্মা । নিজেই ১১ লক্ষ টাকা জোগাড় করে আলির অপারেশন করেছেন তিনি ।
এরপরই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন চিকিৎসক শরৎ ভর্মা । নিজেই ১১ লক্ষ টাকা জোগাড় করে আলির অপারেশন করেছেন তিনি ।
advertisement
4/5
আলির বাবা মহম্মদ রেহান ডঃ ভর্মাকে ধন্যবাদ জানিয়েছেন । ছেলের চিকিৎসার জন্য মাত্র ৩ লক্ষ টাকা জোগাড় করতে পেরেছিলেন তিনি । বাকি টাকা হাসপাতালের চিকিৎসকরাই জোগাড় করে দিয়েছেন ।
আলির বাবা মহম্মদ রেহান ডঃ ভর্মাকে ধন্যবাদ জানিয়েছেন । ছেলের চিকিৎসার জন্য মাত্র ৩ লক্ষ টাকা জোগাড় করতে পেরেছিলেন তিনি । বাকি টাকা হাসপাতালের চিকিৎসকরাই জোগাড় করে দিয়েছেন ।
advertisement
5/5
এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে আলি । খুব শীঘ্রই বাবার সঙ্গে লখনউয়ে ফিরে যাবে আলি ।
এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে আলি । খুব শীঘ্রই বাবার সঙ্গে লখনউয়ে ফিরে যাবে আলি ।
advertisement
advertisement
advertisement