কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পুজোর উপহার, ঘুরে বেড়ানোর জন্য বিশেষ টাকা দেওয়ার ঘোষণা

Last Updated:
উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ ঘোষণা সরকারের ৷
1/5
উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ ঘোষণা সরকারের ৷ সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন, উৎসবের ভাতা হিসাবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ও অফিসারদের এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হবে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লিভ ট্রাভেল কনসেশন তথা এলটিসি-র জন্য এদিন নতুন কর ছাড়, ছুটি ও ক্যাশ ভাউচার স্কিমের কথা ঘোষণা করেছে কেন্দ্র। অর্থাৎ এই উৎসবের মরশুমে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেড়ানো অথবা ১০ দিনের ছুটি বিক্রি অথবা কেনাকাটার খরচের জন্য বিশেষ ভাউচার দেওয়া হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷
উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ ঘোষণা সরকারের ৷ সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন, উৎসবের ভাতা হিসাবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ও অফিসারদের এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হবে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লিভ ট্রাভেল কনসেশন তথা এলটিসি-র জন্য এদিন নতুন কর ছাড়, ছুটি ও ক্যাশ ভাউচার স্কিমের কথা ঘোষণা করেছে কেন্দ্র। অর্থাৎ এই উৎসবের মরশুমে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেড়ানো অথবা ১০ দিনের ছুটি বিক্রি অথবা কেনাকাটার খরচের জন্য বিশেষ ভাউচার দেওয়া হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷
advertisement
2/5
 সরকারি কর্মীদের পাওনা বিশেষ সুযোগ সুবিধার মধ্যে একটি হল LTC ৷ এই এলটিসি নিয়েই এদিন অর্থমন্ত্রীর বিশেষ ঘোষণা ৷ এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের LTC নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে সরকার ৷ চার বছরে এক বার LTC স্কিমের লাভ ভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা ৷ ভারতের মধ্যে যে কোনও জায়গায় ঘোরার জন্য এবং নিজের হোমটাউনে যাওয়ার খরচ বহন করবে সরকার ৷File Image
সরকারি কর্মীদের পাওনা বিশেষ সুযোগ সুবিধার মধ্যে একটি হল LTC ৷ এই এলটিসি নিয়েই এদিন অর্থমন্ত্রীর বিশেষ ঘোষণা ৷ এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের LTC নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে সরকার ৷ চার বছরে এক বার LTC স্কিমের লাভ ভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা ৷ ভারতের মধ্যে যে কোনও জায়গায় ঘোরার জন্য এবং নিজের হোমটাউনে যাওয়ার খরচ বহন করবে সরকার ৷File Image
advertisement
3/5
এছাড়াও সীতারমন বলেন, কেউ শুধুমাত্র হোমটাউন যাতায়াত করলে সেক্ষেত্রে দু’বার LTC -এর সুবিধা নিতে পারবেন ৷ এই স্কিমে সমস্ত কর্মচারী তাঁর পদ এবং পে স্কেল অনুযায়ী বিমান অথবা ট্রেনের চাপার খরচ পাবেন ৷ এছাড়া ১০ দিনের বিশেষ ছুটির টাকাও পাবেন কর্মচারীরা ৷ উৎসবের মরসুমে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেড়ানো বা ১০ দিনের ছুটি বিক্রি অথবা কেনাকাটার খরচের জন্য বিশেষ ভাউচার দেবে কেন্দ্র। সেই সঙ্গে কোনও কর্মচারী ১২ শতাংশ বা তার বেশি জিএসটি-যুক্ত পণ্যের কেনাকাটা করলে, সে টাকাও এলটিসি ভাউচারের মাধ্যমে ফেরত পাবেন বলে ঘোষণা কেন্দ্রের Photo: Collected
এছাড়াও সীতারমন বলেন, কেউ শুধুমাত্র হোমটাউন যাতায়াত করলে সেক্ষেত্রে দু’বার LTC -এর সুবিধা নিতে পারবেন ৷ এই স্কিমে সমস্ত কর্মচারী তাঁর পদ এবং পে স্কেল অনুযায়ী বিমান অথবা ট্রেনের চাপার খরচ পাবেন ৷ এছাড়া ১০ দিনের বিশেষ ছুটির টাকাও পাবেন কর্মচারীরা ৷ উৎসবের মরসুমে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেড়ানো বা ১০ দিনের ছুটি বিক্রি অথবা কেনাকাটার খরচের জন্য বিশেষ ভাউচার দেবে কেন্দ্র। সেই সঙ্গে কোনও কর্মচারী ১২ শতাংশ বা তার বেশি জিএসটি-যুক্ত পণ্যের কেনাকাটা করলে, সে টাকাও এলটিসি ভাউচারের মাধ্যমে ফেরত পাবেন বলে ঘোষণা কেন্দ্রের Photo: Collected
advertisement
4/5
 LTC স্কিম আসলে কী? ঘুরে বেড়ানোর বিশেষ ভাতা বলা যেতে পারে এই স্কিমকে ৷ লিভ ট্রাভেল কনসেশন যোজনায় ক্যাশ ভাউচার স্কিম নিয়ে এল সরকার ৷ সমস্ত PSU এবং ব্যাঙ্কে কর্মরত কর্মীরাও এই যোজনার সুবিধা পাবেন ৷ এছাড়া ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ট্রাভেল করলে বিমান বা ট্রেনে যাতায়াতের সমস্ত টাকা কোনও কর না কেটেই দিয়ে দেওয়ার কথা বলেছে ৷
LTC স্কিম আসলে কী? ঘুরে বেড়ানোর বিশেষ ভাতা বলা যেতে পারে এই স্কিমকে ৷ লিভ ট্রাভেল কনসেশন যোজনায় ক্যাশ ভাউচার স্কিম নিয়ে এল সরকার ৷ সমস্ত PSU এবং ব্যাঙ্কে কর্মরত কর্মীরাও এই যোজনার সুবিধা পাবেন ৷ এছাড়া ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ট্রাভেল করলে বিমান বা ট্রেনে যাতায়াতের সমস্ত টাকা কোনও কর না কেটেই দিয়ে দেওয়ার কথা বলেছে ৷
advertisement
5/5
সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, বাজারে চাহিদা তৈরি করার জন্যই এই পথে হাঁটছে কেন্দ্র। আসলে কোভিডের কারণে একমাত্র সরকারি কর্মচারীদের কোনও আর্থিক ক্ষতি হয়নি।তাদের চাকরি ও বেতন একই আছে ৷ তাই তাদের কনজিওমার গুডস কেনায় ও খরচে উৎসাহ দেওয়া হচ্ছে ৷ নির্মলার দাবি, এইভাবে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের খরচের ফলে ২৮ হাজার কোটি টাকার চাহিদা তৈরি হবে অর্থনীতিতে ৷
সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, বাজারে চাহিদা তৈরি করার জন্যই এই পথে হাঁটছে কেন্দ্র। আসলে কোভিডের কারণে একমাত্র সরকারি কর্মচারীদের কোনও আর্থিক ক্ষতি হয়নি।তাদের চাকরি ও বেতন একই আছে ৷ তাই তাদের কনজিওমার গুডস কেনায় ও খরচে উৎসাহ দেওয়া হচ্ছে ৷ নির্মলার দাবি, এইভাবে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের খরচের ফলে ২৮ হাজার কোটি টাকার চাহিদা তৈরি হবে অর্থনীতিতে ৷
advertisement
advertisement
advertisement