Photos: একটারই দাম ৪২ লাখ! গাড়ি-বাড়ি নয়, এই ষাঁড় কিনতে হলে নিতে হবে বড় অঙ্কের ব্যাঙ্ক লোন!
- Published by:Satabdi Adhikary
Last Updated:
খাবার বলতে গুড়, মুগ, ভুট্টা, জোয়ার। গির গোযতন সংস্থার মালিক রমেশভাই রূপারেলিয়া তাঁর বন্ধু প্রভাত সিং গঙ্গানার কাছ থেকে ৪২ লক্ষ টাকা দিয়ে এই নন্দী ষাঁড়টি কিনেছিলেন। যার জন্য রমেশভাই ঋণও নিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গুজরাতে এই ষাঁড় নন্দী প্রজাতির ষাঁড় হিসাবে পরিচিত৷ রমেশভাই রূপারেলিয়ার বলেন, "এই রাজওয়াড়ি নন্দীটি ৪২ লক্ষ টাকায় কেনা। এটা আমার বিনিয়োগ বলতে পারেন। গির গো-যতন সংস্থার মাধ্যমে প্রায় শতাধিক পরিবার কর্মসংস্থান করে। এই প্রতিষ্ঠানের ২৫০টি গাভী রয়েছে। এই ষাঁড় ভবিষ্যতে বাছুরের উৎপাদন করতে পারবে। পাঁচ বছরে এই বিনিয়োগের দশগুণ রিটার্ন পাব বলে আমার বিশ্বাস।"