২ বছরে ১৫ কেজি ঝরিয়েছেন! জেলের মধ্যে থেকেও মাসে ১৮ হাজার টাকা রোজগার করেন রাম রহিম

Last Updated:
ধর্মগুরু রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন, খুনের মতো একাধিক অভিযোগ ছিল ৷
1/10
• ডেরা সচ্চা সৌদা-র প্রধান রাম রহিম মামলা নিয়ে বছর দুয়েক আগে উত্তাল হয়েছিল দেশ ৷ ছবি: সংগৃহীত ৷
• ডেরা সচ্চা সৌদা-র প্রধান রাম রহিম মামলা নিয়ে বছর দুয়েক আগে উত্তাল হয়েছিল দেশ ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
2/10
• ধর্মগুরু রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন, খুনের মতো একাধিক অভিযোগ ছিল ৷ ছবি: সংগৃহীত ৷
• ধর্মগুরু রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন, খুনের মতো একাধিক অভিযোগ ছিল ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
3/10
• ২০১৭ সালের ২৫ অগস্ট জেলে যান রাম রহিম ৷ ২০ বছর কারাদণ্ডের সাজা পান তিনি ৷ ছবি: সংগৃহীত ৷
• ২০১৭ সালের ২৫ অগস্ট জেলে যান রাম রহিম ৷ ২০ বছর কারাদণ্ডের সাজা পান তিনি ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
4/10
• বর্তমানে তিনি রয়েছেন সুনারিয়ার জেলে ৷ এই জেলে উচ্চ নিরাপত্তা বলয়ে ঘেরা ৷ যাতে কোনওভাবে মিডিয়া বা প্রচারের আলো সেখানে না পরে তার সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে ৷ ছবি: সংগৃহীত ৷
• বর্তমানে তিনি রয়েছেন সুনারিয়ার জেলে ৷ এই জেলে উচ্চ নিরাপত্তা বলয়ে ঘেরা ৷ যাতে কোনওভাবে মিডিয়া বা প্রচারের আলো সেখানে না পরে তার সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
5/10
• রাম রহিম যে জেলটিতে থাকেন তা সাধারণ কয়েদিদের তুলনায় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ৷ মাত্র তিন জন কয়েদি থাকেন সেখানে ৷ ছবি: সংগৃহীত ৷
• রাম রহিম যে জেলটিতে থাকেন তা সাধারণ কয়েদিদের তুলনায় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ৷ মাত্র তিন জন কয়েদি থাকেন সেখানে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
6/10
• শোনা গিয়েছে, জেলে ঢোকার পর থেকে তাঁর পরিবারের সঙ্গে সপ্তাহে একটি দিনই দেখা করতে পারবেন ৷ ছবি: সংগৃহীত ৷
• শোনা গিয়েছে, জেলে ঢোকার পর থেকে তাঁর পরিবারের সঙ্গে সপ্তাহে একটি দিনই দেখা করতে পারবেন ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
7/10
• তবে জেলে যাওয়ার পর থেকে রাম রহিমের পালিতা কন্যা হানিপ্রীত একবারের জন্যও তাঁর সঙ্গে দেখা করতে আসেননি বলে শোনা যায় ৷ ছবি: সংগৃহীত ৷
• তবে জেলে যাওয়ার পর থেকে রাম রহিমের পালিতা কন্যা হানিপ্রীত একবারের জন্যও তাঁর সঙ্গে দেখা করতে আসেননি বলে শোনা যায় ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
8/10
• জেলে বেশ ভাল ভাবে রয়েছেন রাম রহিম ৷ রোজ জেলের বাগানে সব্জি চাষ করেন তিনি ৷ ছবি: সংগৃহীত ৷
• জেলে বেশ ভাল ভাবে রয়েছেন রাম রহিম ৷ রোজ জেলের বাগানে সব্জি চাষ করেন তিনি ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
9/10
• সেই সব্জি বিক্রি করে নাকি ১৮ হাজার টাকা রোজগারও করেছেন তিনি ৷ ছবি: সংগৃহীত ৷
• সেই সব্জি বিক্রি করে নাকি ১৮ হাজার টাকা রোজগারও করেছেন তিনি ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
10/10
• আর বিপুল পরিশ্রমে ২ বছরে ১৫ কেজি ওজন কমিয়েছেন রাম রহিম ৷ ছবি: সংগৃহীত ৷
• আর বিপুল পরিশ্রমে ২ বছরে ১৫ কেজি ওজন কমিয়েছেন রাম রহিম ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement