মদ খেতে গিয়ে যেন করোনা না হয়...তাই তৈরি নয়া গাইডলাইন্স, থাকবে ডিজিট্যাল মেন্যু !

Last Updated:
রাজধানীকে সুরক্ষিত রাখতে একগুচ্ছ প্ল্যান...
1/6
Delhi Unlock 4.0 : দেশে প্রচণ্ড গতিতে বাড়ছে করোনা সংক্রমণ৷ এই অবস্থায় দিল্লিতে আনলক ৪.০ শুরু হয়েছে৷ দিল্লিতে এই পর্বে খোলা হচ্ছে বার, পাব, ক্লাব ৷ ৯ সেপ্টেম্বর থেকে খুলে যাবে এই সব৷ দিল্লি সরকার সেটা খুলবে নির্দিষ্ট কড়া গাইডলাইন মেনে৷ Photo- File
Delhi Unlock 4.0 : দেশে প্রচণ্ড গতিতে বাড়ছে করোনা সংক্রমণ৷ এই অবস্থায় দিল্লিতে আনলক ৪.০ শুরু হয়েছে৷ দিল্লিতে এই পর্বে খোলা হচ্ছে বার, পাব, ক্লাব ৷ ৯ সেপ্টেম্বর থেকে খুলে যাবে এই সব৷ দিল্লি সরকার সেটা খুলবে নির্দিষ্ট কড়া গাইডলাইন মেনে৷ Photo- File
advertisement
2/6
তবে দিল্লি সরকার ৯ সেপ্টেম্বর এই সব কিছু খুললেও এবার মানতে হবে কড়া লকডাউন৷ ক্লাব হোক বা বার সেখানে মাত্র ৫০ শতাংশ মানুষজন আসতে পারবেন৷ গেস্টদের যে মদ দেওয়া হবে তার সঙ্গে যে চাট দেওয়া হবে তা বোলে দেওয়া হবে৷ তা ঢেলে না দিয়ে সিল প্যাকে দেওয়া হবে৷ Photo- File
তবে দিল্লি সরকার ৯ সেপ্টেম্বর এই সব কিছু খুললেও এবার মানতে হবে কড়া লকডাউন৷ ক্লাব হোক বা বার সেখানে মাত্র ৫০ শতাংশ মানুষজন আসতে পারবেন৷ গেস্টদের যে মদ দেওয়া হবে তার সঙ্গে যে চাট দেওয়া হবে তা বোলে দেওয়া হবে৷ তা ঢেলে না দিয়ে সিল প্যাকে দেওয়া হবে৷ Photo- File
advertisement
3/6
সরকারি নিয়ম অনুসারে পাব, বার, ক্লাবে সোশ্যাল ডিস্টেন্সিং পালন করতে হবে৷ এখন আর কেউ দাঁড়িয়ে মদ খেতে পারবেন না৷ বার কাউন্টারে বসে কেউ খেতে পারবে না৷ শুধু বারে চেয়ারে বসে মদ খাবেন৷ Photo- File
সরকারি নিয়ম অনুসারে পাব, বার, ক্লাবে সোশ্যাল ডিস্টেন্সিং পালন করতে হবে৷ এখন আর কেউ দাঁড়িয়ে মদ খেতে পারবেন না৷ বার কাউন্টারে বসে কেউ খেতে পারবে না৷ শুধু বারে চেয়ারে বসে মদ খাবেন৷ Photo- File
advertisement
4/6
বারে ঢোকার সময় থার্মাল স্ক্রিনিং মাস্ট৷ বারে স্যানেটাইজেশন মেশিন লাগাতেই হবে৷ তাপমাত্রা ঠিক হলে তবেই বারে ঢোকার অনুমতি দেওয়া হবে৷ বারে শুধুমাত্র অনলাইন পেমেন্ট নেওয়া হবে৷ Photo- File
বারে ঢোকার সময় থার্মাল স্ক্রিনিং মাস্ট৷ বারে স্যানেটাইজেশন মেশিন লাগাতেই হবে৷ তাপমাত্রা ঠিক হলে তবেই বারে ঢোকার অনুমতি দেওয়া হবে৷ বারে শুধুমাত্র অনলাইন পেমেন্ট নেওয়া হবে৷ Photo- File
advertisement
5/6
পাব, বার, ক্লাবে মদ দেওয়ার সময় যে মেন্যু ডিজিট্যাল হতে হবে৷ ৩০ সেপ্টেম্বর থেকে এই ট্রায়াল শুরুও হয়ে গেছে বিভিন্ন বারে৷ এটা সফলভাবে চললে এটাই নিয়ম হয়ে যাবে৷ Photo- File
পাব, বার, ক্লাবে মদ দেওয়ার সময় যে মেন্যু ডিজিট্যাল হতে হবে৷ ৩০ সেপ্টেম্বর থেকে এই ট্রায়াল শুরুও হয়ে গেছে বিভিন্ন বারে৷ এটা সফলভাবে চললে এটাই নিয়ম হয়ে যাবে৷ Photo- File
advertisement
6/6
গেস্ট বার ডিজিট্যাল মেন্যু -র দ্বারা কার্ড স্ক্যান করে অর্ডার দেওয়া হয়েছে৷ গ্রাহক যে গ্লাসে খাবেন সেটা স্যানেটাইজ করতে হবে৷ বার ও পাব সেই স্টাফদেরই কাজ করতে হবে যাদের করোনার কোনও লক্ষণ নেই৷ Photo- File
গেস্ট বার ডিজিট্যাল মেন্যু -র দ্বারা কার্ড স্ক্যান করে অর্ডার দেওয়া হয়েছে৷ গ্রাহক যে গ্লাসে খাবেন সেটা স্যানেটাইজ করতে হবে৷ বার ও পাব সেই স্টাফদেরই কাজ করতে হবে যাদের করোনার কোনও লক্ষণ নেই৷ Photo- File
advertisement
advertisement
advertisement