দক্ষিণ দিল্লিতে প্রতিবছরের মতো এ বছরেও জমে উঠেছে দুর্গাপুজো। বিশেষ ভাবে সাজানো হয়েছে গ্রেটার কৈলাসা ২-এর মণ্ডপ প্রাঙ্গন। এই প্যান্ডেলের বিশেষত্ব মিনিয়েচার। দুর্গা থেকে দুর্গাদালান, ঝাড়বাতি থেকে আলপনা, নজর কারবে মিনিয়েচারই। প্রতি বছর ধূমধাম করে পুজো হয় গ্রেটার কৈলাসা ২-এ। আড়ম্বরও থাকে চোখে পড়ার মতোই। তবে অতিমারীর ভয় থেকে এ বছরে আয়োজন একেবারেই ছিমছাম। যত বড় তত ভালো, এই ভাবনাকে উল্টে দিয়েছে এই প্যান্ডেল। দুর্গার অঙ্গসজ্জা থেকে শুরু করে মণ্ডপসজ্জা, কিছুতেই কমতি নেই। শুধু সব আয়োজনই হয়েছে ছোট করে। মিনিয়েচার ফর্মাটে। মণ্ডপের উচ্চতাও অনেকটা কমানো হয়েছে। প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারছেন শুধু সদস্যরাই। দিল্লি সরকারের স্পষ্ট বার্তা, পুজোর মরশুমে মাস্ক পরতেই হবে।