Parvesh Verma Wife: একা পরভেশ নন, কেজরিওয়ালের বিরুদ্ধে ভোটে লড়েন তাঁর স্ত্রীও! স্বামীর জয়ে কীভাবে অবদান সাথীর?

Last Updated:
পরভেশ যেমন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ছেলে, সেরকমই সাথীর বাবা বিক্রম ভার্মাও বিজেপির প্রভাবশালী নেতা৷
1/6
নতুন দিল্লি কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করে সাড়া ফেলে দিয়েছেন বিজেপি নেতা পরভেশ সাহিব সিং ভার্মা৷ ৪০৭৯ ভোটে আপ প্রধান এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছেন পরভেশ৷
নতুন দিল্লি কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করে সাড়া ফেলে দিয়েছেন বিজেপি নেতা পরভেশ সাহিব সিং ভার্মা৷ ৪০৭৯ ভোটে আপ প্রধান এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছেন পরভেশ৷
advertisement
2/6
এমন কি, দিল্লির সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী হিসেবেও নাম শোনা যাচ্ছে পরভেশ ভার্মার৷ তবে স্বামীর এই সাফল্যে কিন্তু অবদান রয়েছে পরভেশের স্ত্রী সাথী ভার্মারও৷
এমন কি, দিল্লির সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী হিসেবেও নাম শোনা যাচ্ছে পরভেশ ভার্মার৷ তবে স্বামীর এই সাফল্যে কিন্তু অবদান রয়েছে পরভেশের স্ত্রী সাথী ভার্মারও৷
advertisement
3/6
পরভেশের বাবা সাহিব সিং ভার্মা ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ পরভেশ যেমন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ছেলে, সেরকমই সাথীর বাবা বিক্রম ভার্মাও বিজেপির প্রভাবশালী নেতা৷
পরভেশের বাবা সাহিব সিং ভার্মা ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ পরভেশ যেমন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ছেলে, সেরকমই সাথীর বাবা বিক্রম ভার্মাও বিজেপির প্রভাবশালী নেতা৷
advertisement
4/6
মজার বিষয় হল, পরভেশের মতোই নতুন দিল্লি কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তাঁর স্ত্রী সাথীও৷ তবে কোনও দলের টিকিটে নয়, ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাথী৷
মজার বিষয় হল, পরভেশের মতোই নতুন দিল্লি কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তাঁর স্ত্রী সাথীও৷ তবে কোনও দলের টিকিটে নয়, ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাথী৷
advertisement
5/6
মূলত প্রতিপক্ষ দলের প্রার্থীর বিরুদ্ধে একই ধরনের নাম অথবা প্রতীক দিয়ে ডামি প্রার্থীদের নির্বাচনে দাঁড় করায় রাজনৈতিক দলগুলি৷ মূল উদ্দেশ্য থাকে ভোটারদের বিভ্রান্ত করে প্রতিপক্ষের ভোট কাটা৷
মূলত প্রতিপক্ষ দলের প্রার্থীর বিরুদ্ধে একই ধরনের নাম অথবা প্রতীক দিয়ে ডামি প্রার্থীদের নির্বাচনে দাঁড় করায় রাজনৈতিক দলগুলি৷ মূল উদ্দেশ্য থাকে ভোটারদের বিভ্রান্ত করে প্রতিপক্ষের ভোট কাটা৷
advertisement
6/6
পরভেশ এবং সাথীর তিনটি সন্তান রয়েছে৷ পরভেশ ২০১৩ সালে প্রথমবার বিধায়ক হন৷ ২০১৪ এবং ২০১৯ সালে দিল্লি পশ্চিম কেন্দ্র থেকে জিতে সাংসদ হন তিনি৷
পরভেশ এবং সাথীর তিনটি সন্তান রয়েছে৷ পরভেশ ২০১৩ সালে প্রথমবার বিধায়ক হন৷ ২০১৪ এবং ২০১৯ সালে দিল্লি পশ্চিম কেন্দ্র থেকে জিতে সাংসদ হন তিনি৷
advertisement
advertisement
advertisement