

দূষণে বেহাল দিল্লি। মাত্রাছাড়া বায়ুদূষণে রীতিমতো বিপাকে দিল্লিবাসী। অন্য বছরের মতো শীতের মরশুম শুরুর ঠিক আগে থেকেই দিল্লি ঢাকছে দূষণে। দীপাবলির রাতে তা সিভিয়ার ক্যাটেগরিতে পৌঁছে গেল। এবার দীপাবলিতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হলেও অনেক জায়গায় সেই নিয়ম ভাঙা হয়েছে। আর তার ফলেই আরও খারাপ হয়েছে দূষণের মাত্রা।


শনিবার দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪১৪। যা কি না মারাত্মক (সিভিয়ার) দূষণের শ্রেণিতে পড়ে। যা বৃহস্পতি ও শুক্রবার ছিল যথাক্রমে ৩১৪ ও ৩৩৯। অর্থাৎ একদিনে দূষণ অনেকটাই বেড়েছে।


শনিবার দিল্লির সব জায়গাতেই পিএম ২.৫-এর মাত্রা ৪০০-র বেশি ছিল। কোথাও কোথাও তা আবার ৫০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই পিএম ২.৫-এর মাত্রা ৬০-এর উপর হলেই তা মানুষের জন্য ক্ষতিকারক। বেশিরভাগ দিল্লিবাসীরা অভিযোগ করেছেন, তাঁদের চোখ জ্বালা, গলা ব্যথা ও শ্বাসকষ্টের মতো সমস্যা হচ্ছে।


জানা গিয়েছে যে রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সবথেকে বেশি দূষণ দেখা যাচ্ছে দিল্লিতে। প্রতি বছর এই সময় দিল্লির লাগোয়া রাজ্যগুলিতে ফসলের গোড়া পোড়ানোর চলে, আর এর ফলে দিল্লির বাতাসে এই কণা বেড়ে যায়। তার মধ্যে বাজি পোড়ানোর ফলে দূষণ আরও বেড়েছে।


গত বছর দীপাবলির দিনে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৩৭। তার পরের দু’দিনে তা বেড়ে হয় ৩৬৮ ও ৪০০। অর্থাৎ এবছর আরও বেড়েছে দূষণের পরিমাণ।