দূষণে বেহাল দিল্লি। মাত্রাছাড়া বায়ুদূষণে রীতিমতো বিপাকে দিল্লিবাসী। অন্য বছরের মতো শীতের মরশুম শুরুর ঠিক আগে থেকেই দিল্লি ঢাকছে দূষণে। দীপাবলির রাতে তা সিভিয়ার ক্যাটেগরিতে পৌঁছে গেল। এবার দীপাবলিতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হলেও অনেক জায়গায় সেই নিয়ম ভাঙা হয়েছে। আর তার ফলেই আরও খারাপ হয়েছে দূষণের মাত্রা।