Delhi Air Pollution: দীপাবলির ৩ দিন পরেও দূষণের গ্রাসে দিল্লি-এনসিআর, শ্বাস নেওয়াই কষ্টকর
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Delhi Air Pollution: দিল্লির অবস্থা তো ভয়াবহ। দেওয়ালির পর ৩ দিন ধরে বিষাক্ত কালো ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে রাজধানী।
দিওয়ালী মিটতেই দিল্লির দূষণ সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। দেওয়ালির (Diwali) পর তিন দিন ধরে বিষাক্ত কালো ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে রাজধানী। রবিবার সকালেও দিল্লির বেশিরভাগ এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৪৫০-র কাছাকাছি ছিল। একই সময়ে, গাজিয়াবাদের লোনিতে একিউআই ৬৬৪ এবং নয়ডার সেক্টর ৬২-এ তে ছিল ৫৪৭। শুক্রবার, দিল্লি-এনসিআর-এর একিউআই ছিল ৯৯৯। দিল্লিতে দূষণে গত পাঁচ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে (Delhi Air Pollution)। গত কয়েক বছর ধরে দিল্লির দূষণ কার্যত উদ্বেগের জায়গাতে পৌঁছে গিয়েছে। যার কারণে দিল্লি-এনসিআরে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
advertisement
দিওয়ালি উদযাপনে দিল্লি জুড়ে ফাটল একের পর এখ বাজি। এছাড়াও পঞ্জাব ও হরিয়ানায় কৃষকদের খড় পোড়ানোর কারণেও দূষণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এই কারণে, শুক্রবার এবং শনিবার দিল্লি-এনসিআর অঞ্চলে কুয়াশার ঘন স্তর ছিল (Delhi Air Pollution), তা রবিবারও দেখা গেল। রাজধানীর লাগোয়া নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, গাজ়িয়াবাদে এ দিন একিউআই ছিল দিল্লির চেয়েও বেশি।
advertisement
দিল্লির মধ্যে জাহাঙ্গীরপুরের অবস্থা সবচেয়ে খারাপ এবং একিউআই ৫৯৭ রেকর্ড করা হয়েছে। এছাড়াও উজিরপুরে ৫২৫, সোনিয়া বিহারে ৫৩৪, মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামের কাছে ৪৫১, শহীদ সুখদেব কলেজের কাছে ৪৯০, শাহদারায় ৫৫১, আনন্দ বিহারে ৪৬৯ সহ অনেক এলাকা একিউআই ছিল ৪৫০-র উপরে। অন্য দিকে লোনি, গাজিয়াবাদের একিউআই ছিল ৬৬৪, বসুন্ধরায় ৪৪৪, সঞ্জয় নগরে ৫৭২। নয়ডার কথা বললে, তাহলে ৬২ সেক্টরে ছিল ৫৪৭, ১২৫ সেক্টরে ৫০৮ সহ বেশিরভাগ এলাকায় এটি ৪০০ উপরেই ছিল। একই সময়ে, গ্রেটার নয়ডায় একিউআই ৪০০-র উপরে রেকর্ড করা হয়েছে।
advertisement
বায়ু মানের সূচকের শূন্য থেকে ৫০-র মধ্যে থাকলে ধরা হয় ভালো। ৫১ থেকে ১০০- মধ্যে সন্তোষজনক, ১০১ থেকে ২০০র আঁকি-র মধ্যে সহনীয় , ২০১ থেকে ৩০০-র মধ্যে খারাপ, ৩০১ থেকে ৪০০-র মধ্যে খুব খারাপ, ৪০১ থেকে ৫০০-র মধ্যে গুরুতর। ইতিমধ্যেই দিল্লি ও তার আশেপাশের এলাকা থেকে খবর পাওয়া যাচ্ছে অনেক মানুষেরই গলার সমস্যা এবং চোখ থেকে জল বেরনোর সমস্যা দেখা দিয়েছে।
advertisement
শনিবার সকালে আনন্দ বিহার ও ফরিদাবাদের মতো জায়গায় এয়ার কোয়ালিটি ছিল ৬০০। এছাড়া ইন্ডিয়া গেট, মন্দির মার্গের মতো জায়গায় একিউআই লেভেল ছিল ৪০০। পরিস্থিতি সামাল দিতে দিল্লির ৯২টি জায়গায় নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ওইসব জায়গায় দূষণ নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ মানা হচ্ছিল না। এমনটাই জানিয়েছেম দিল্লি সরকারের মন্ত্রী গোপাল রাই। পাশাপাশি বাতাসে ধুলিকণা কমানোর জন্য শহরজুড়ে জল স্প্রে করছে ১১৪টি ট্য়াঙ্কার।