রাত পোহালেই বিপর্যয়ের আশঙ্কা! প্রবল শক্তি বাড়িয়ে সাগরে ফুঁসছে সাইক্লোন 'গতি'! IMD-র চূড়ান্ত সতর্কতা জারি

Last Updated:
আমফান, নিসর্গের বিপুল ক্ষতির পর এবার সাইক্লোন 'গতি' ২৩ নভেম্বর অর্থাৎ আগামিকালই আছড়ে পড়তে চলেছে দক্ষিণভারতের উপকূলবর্তী একাধিক রাজ্য।
1/7
*শক্তি বাড়িয়ে সাগরে ফুঁসছে অতি গভীর নিম্নচাপ। IMD-র পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। আমফান, নিসর্গের বিপুল ক্ষতির পর এবার সাইক্লোন 'গতি' ২৩ নভেম্বর অর্থাৎ আগামিকালই আছড়ে পড়তে চলেছে দক্ষিণভারতের উপকূলবর্তী একাধিক রাজ্য। প্রতীকী ছবি। 
*শক্তি বাড়িয়ে সাগরে ফুঁসছে অতি গভীর নিম্নচাপ। IMD-র পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। আমফান, নিসর্গের বিপুল ক্ষতির পর এবার সাইক্লোন 'গতি' ২৩ নভেম্বর অর্থাৎ আগামিকালই আছড়ে পড়তে চলেছে দক্ষিণভারতের উপকূলবর্তী একাধিক রাজ্য। প্রতীকী ছবি। 
advertisement
2/7
*গভীর নিম্নচাপের জেরে দক্ষিণভারতের উপকূলবর্তী একাধিক রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। রবিবার থেকেই কিছু কিছু জায়গায় 'গতি'র প্রভাব পড়তে শুরু করবে আর তা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। ঝড়ের সর্বাধিক গতি হতে পারে ১২০-১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। অর্থাৎ, তা যে ব্যাপক তাণ্ডব চালাবে, তা বলার অপেক্ষা রাখে না। ফাইল ছবি। 
*গভীর নিম্নচাপের জেরে দক্ষিণভারতের উপকূলবর্তী একাধিক রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। রবিবার থেকেই কিছু কিছু জায়গায় 'গতি'র প্রভাব পড়তে শুরু করবে আর তা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। ঝড়ের সর্বাধিক গতি হতে পারে ১২০-১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। অর্থাৎ, তা যে ব্যাপক তাণ্ডব চালাবে, তা বলার অপেক্ষা রাখে না। ফাইল ছবি। 
advertisement
3/7
*গতি-র জেরে ২৩ নভেম্বর বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের দক্ষিণের একাংশ, রায়ালসীমা এবং তেলঙ্গানায়। অতি ভারী বৃষ্টি হবে  তামিলনাড়ু, পুদুচেরী, কড়াইকালে। ফাইল ছবি। 
*গতি-র জেরে ২৩ নভেম্বর বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের দক্ষিণের একাংশ, রায়ালসীমা এবং তেলঙ্গানায়। অতি ভারী বৃষ্টি হবে  তামিলনাড়ু, পুদুচেরী, কড়াইকালে। ফাইল ছবি। 
advertisement
4/7
*২৪ নভেম্বর রায়ালসীমা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হবে। অতিভারী থেকে তারও বেশী বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরী, কড়াইকাল অঞ্চলে। ভারী বৃষ্টি হবে কর্ণাটকের দক্ষিণ এবং তেলেঙ্গনায়। ফাইল ছবি। 
*২৪ নভেম্বর রায়ালসীমা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হবে। অতিভারী থেকে তারও বেশী বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরী, কড়াইকাল অঞ্চলে। ভারী বৃষ্টি হবে কর্ণাটকের দক্ষিণ এবং তেলেঙ্গনায়। ফাইল ছবি। 
advertisement
5/7
*২৫ নভেম্বরতামিলনাড়ু, পুদুচেরী, কড়াইকালের মাঝে সবথেকে বেশই বৃষ্টিপাত হবে। ২০৪ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে ওই এলাকায়। এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং রায়ালসীমায়। বাকি অংশে ভারী বৃষ্টি হবে। ফাইল ছবি। 
*২৫ নভেম্বরতামিলনাড়ু, পুদুচেরী, কড়াইকালের মাঝে সবথেকে বেশই বৃষ্টিপাত হবে। ২০৪ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে ওই এলাকায়। এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং রায়ালসীমায়। বাকি অংশে ভারী বৃষ্টি হবে। ফাইল ছবি। 
advertisement
6/7
*২৬ নভেম্বরেও বারেয়ে থেকে অতিভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের দক্ষিণের একাংশ, রায়ালসীমা এবং তেলঙ্গানায়। যে অমস্ত এলাকায় বৃষ্টি হবে, তার সঙ্গে জারি থাকবে ঝোড়ো হাওয়া। ফাইল ছবি। 
*২৬ নভেম্বরেও বারেয়ে থেকে অতিভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের দক্ষিণের একাংশ, রায়ালসীমা এবং তেলঙ্গানায়। যে অমস্ত এলাকায় বৃষ্টি হবে, তার সঙ্গে জারি থাকবে ঝোড়ো হাওয়া। ফাইল ছবি। 
advertisement
7/7
*গতি-র প্রভাব পড়তে শুরু করায় ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। IMD-র তরফেও সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যেতে তৎপরতা জারি রয়েছে। ফাইল ছবি।
*গতি-র প্রভাব পড়তে শুরু করায় ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। IMD-র তরফেও সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যেতে তৎপরতা জারি রয়েছে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement