সাইক্লোনে মৃতের সংখ্যা বেড়ে ৩৩, ধ্বংসের চিহ্ন রাজ্য জুড়ে

Last Updated:
তামিলনাড়ু উপকূলে গাজা ঘূর্ণিঝড়ের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৩। প্রবল সাইক্লোনের জেরে পড়ে গিয়েছে প্রায় ৩০,০০০ ইলেকট্রিক পোল । ব্যাহত হয়েছে বিদ্যুত সরবরাহ
1/5
তামিলনাড়ু উপকূলে গাজা ঘূর্ণিঝড়ের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৩। প্রবল সাইক্লোনের জেরে পড়ে গিয়েছে প্রায় ৩০,০০০ ইলেকট্রিক পোল । ব্যাহত হয়েছে বিদ্যুত সরবরাহ ।  নষ্ট হয়ে গিয়েছে প্রায় ১ লক্ষ গাছ । (ছবি: PTI)
তামিলনাড়ু উপকূলে গাজা ঘূর্ণিঝড়ের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৩। প্রবল সাইক্লোনের জেরে পড়ে গিয়েছে প্রায় ৩০,০০০ ইলেকট্রিক পোল । ব্যাহত হয়েছে বিদ্যুত সরবরাহ । নষ্ট হয়ে গিয়েছে প্রায় ১ লক্ষ গাছ । (ছবি: PTI)
advertisement
2/5
প্রায় ৮২,০০০ স্থানীয় মানুষকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । রাজ্য জুড়ে প্রায় ৪৭১ টি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, সংবাদমাধ্যমকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী।  (ছবি: News18 Tamil)
প্রায় ৮২,০০০ স্থানীয় মানুষকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । রাজ্য জুড়ে প্রায় ৪৭১ টি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, সংবাদমাধ্যমকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। (ছবি: News18 Tamil)
advertisement
3/5
খাবার ও জরুরি ওষুধপত্রের ব্যবস্থা করেছে রাজ্য সরকার । যদিও ঝড় বিপর্যস্ত বহু এলাকায় স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন তাঁরা খাবার পান নি। (ছবি: News18 Tamil)
খাবার ও জরুরি ওষুধপত্রের ব্যবস্থা করেছে রাজ্য সরকার । যদিও ঝড় বিপর্যস্ত বহু এলাকায় স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন তাঁরা খাবার পান নি। (ছবি: News18 Tamil)
advertisement
4/5
উদ্ধারকাজে নেমেছে নৌসেনাও । কারাইকাল জেলায় রাজ্য সরকারকে সাহায্য করার জন্য চেতলাত ও চেরিয়াম নামের দুটি জাহাজের বন্দোবস্ত  করা হয়েছে। চেন্নাই উপকূলে তিনটি ও বিশাখাপত্তনম উপকূলে আরও দুটি জাহাজের বন্দোবস্ত করা হয়েছে । (ছবি: News18 Tamil)
উদ্ধারকাজে নেমেছে নৌসেনাও । কারাইকাল জেলায় রাজ্য সরকারকে সাহায্য করার জন্য চেতলাত ও চেরিয়াম নামের দুটি জাহাজের বন্দোবস্ত করা হয়েছে। চেন্নাই উপকূলে তিনটি ও বিশাখাপত্তনম উপকূলে আরও দুটি জাহাজের বন্দোবস্ত করা হয়েছে । (ছবি: News18 Tamil)
advertisement
5/5
আবহাওয়া দফতর জানিয়েছে তামিলনাড়ু উপকূলে এখনও সক্রিয় রয়েছে ঘূর্ণিঝড় । এর ফলে শিভাগঙ্গা ও কোদাইকানালে ভারি বৃষ্টিপাতও হয়েছে। (ছবি: News18 Tamil)
আবহাওয়া দফতর জানিয়েছে তামিলনাড়ু উপকূলে এখনও সক্রিয় রয়েছে ঘূর্ণিঝড় । এর ফলে শিভাগঙ্গা ও কোদাইকানালে ভারি বৃষ্টিপাতও হয়েছে। (ছবি: News18 Tamil)
advertisement
advertisement
advertisement