Cyclone Asani Latest Update: শেষবেলাও ভোলবদল অশনির! গতিপথ বদলে ধ্বংসলীলার জন্য ফুঁসছে ঘূর্ণিঝড়, জারি রেড অ্যালার্ট

Last Updated:
Cyclone Asani News: আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালেই অন্ধ্র প্রদেশের কাকিনাড়া উপকূল ছোঁবে অশনি৷ এর পর বিশাখাপত্তনম উপকূল ছুঁয়ে সেটি উত্তর পূর্ব দিকে এগোবে৷
1/6
•ঘূর্ণিঝড় অশনি নিয়ে জারি হল রেড অ্যালার্ট৷ ধ্বংসলীলার জন্য তৈরি হচ্ছে দক্ষিণ-পূর্ব ভারতের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়৷ বুধবার, অর্থাৎ আজ, সকাল ৮.৩০ থেকেই তার দাপট শুরু হয়েছে৷ প্রবল ঝোড়ো হাওয়া, সঙ্গে ব্যাপক হারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ঝোড়ো হাওয়া বইবে ৫৫ থেকে ৬৫ কিমি প্রতি ঘণ্টার বেগে৷ কোথাও আবার তা বেড়ে ৭০ কিমি-প্রতি ঘণ্টা হাওয়ার আশঙ্কা৷ ১২ই মে, বৃহস্পতিবার, পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে৷
•ঘূর্ণিঝড় অশনি নিয়ে জারি হল রেড অ্যালার্ট৷ ধ্বংসলীলার জন্য তৈরি হচ্ছে দক্ষিণ-পূর্ব ভারতের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়৷ বুধবার, অর্থাৎ আজ, সকাল ৮.৩০ থেকেই তার দাপট শুরু হয়েছে৷ প্রবল ঝোড়ো হাওয়া, সঙ্গে ব্যাপক হারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ঝোড়ো হাওয়া বইবে ৫৫ থেকে ৬৫ কিমি প্রতি ঘণ্টার বেগে৷ কোথাও আবার তা বেড়ে ৭০ কিমি-প্রতি ঘণ্টা হাওয়ার আশঙ্কা৷ ১২ই মে, বৃহস্পতিবার, পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে৷
advertisement
2/6
•বারবার নিজের গতিপথ বদলাচ্ছিল আশনি৷ শেষবেলায় তার গতিমুখ বদলে অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে৷ গতকাল পর্যন্ত এটির গতিমুখ ছিল উত্তর পশ্চিম দিকে৷ কিন্তু গত ছ' ঘণ্টায় সেটি পশ্চিম- উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে৷ ফলে সেটি অন্ধ্র উপকূলের খুবই কাছে অবস্থান করছে৷ কিছুটা অপ্রত্যাশিত ভাবেই কাকিনাড়া উপকূল ছুঁতে চলেছে অশনি৷ পূর্বাভাস মতই সকাল থেকে অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে৷ সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে৷
•বারবার নিজের গতিপথ বদলাচ্ছিল আশনি৷ শেষবেলায় তার গতিমুখ বদলে অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে৷ গতকাল পর্যন্ত এটির গতিমুখ ছিল উত্তর পশ্চিম দিকে৷ কিন্তু গত ছ' ঘণ্টায় সেটি পশ্চিম- উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে৷ ফলে সেটি অন্ধ্র উপকূলের খুবই কাছে অবস্থান করছে৷ কিছুটা অপ্রত্যাশিত ভাবেই কাকিনাড়া উপকূল ছুঁতে চলেছে অশনি৷ পূর্বাভাস মতই সকাল থেকে অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে৷ সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে৷
advertisement
3/6
•আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালেই অন্ধ্র প্রদেশের কাকিনাড়া উপকূল ছোঁবে অশনি৷ এর পর বিশাখাপত্তনম উপকূল ছুঁয়ে সেটি উত্তর পূর্ব দিকে এগোবে৷ অশনির কারণে ভারতীয় আবহবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অন্ধ্র প্রদেশের কাকিনাড়া, গনগাভরম এবং ভিমুনিপট্টনম বন্দরে দশ নম্বর বিপদ সঙ্কেত জারি করা হয়েছে৷ শ্রীকাকুলাম, বিজিআনাগরম, বিশাখাপত্তনমে কমলা অ্যালার্ট জারি করা হয়েছে৷ এখানে আবহওয়া দফতর
•আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালেই অন্ধ্র প্রদেশের কাকিনাড়া উপকূল ছোঁবে অশনি৷ এর পর বিশাখাপত্তনম উপকূল ছুঁয়ে সেটি উত্তর পূর্ব দিকে এগোবে৷ অশনির কারণে ভারতীয় আবহবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অন্ধ্র প্রদেশের কাকিনাড়া, গনগাভরম এবং ভিমুনিপট্টনম বন্দরে দশ নম্বর বিপদ সঙ্কেত জারি করা হয়েছে৷ শ্রীকাকুলাম, বিজিআনাগরম, বিশাখাপত্তনমে কমলা অ্যালার্ট জারি করা হয়েছে৷ এখানে আবহওয়া দফতর
advertisement
4/6
•আবারও গতি বদলে তা ঘুরে যাবে মছলিপত্তনম, নসরপুর, ইয়ানম, কাকিনাড়া, তুনি এবং বিশাখাপত্তনম উপকূলের দিকে৷ যদিও বুধবার দুপুরের পর থেকে অশনির দাপট কমবে বলেই জানানো হয়েছে৷
•আবারও গতি বদলে তা ঘুরে যাবে মছলিপত্তনম, নসরপুর, ইয়ানম, কাকিনাড়া, তুনি এবং বিশাখাপত্তনম উপকূলের দিকে৷ যদিও বুধবার দুপুরের পর থেকে অশনির দাপট কমবে বলেই জানানো হয়েছে৷
advertisement
5/6
•গতকাল ভূবনেশ্বরের স্পেশ্যাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা জানান যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগ থেকে উত্তর অন্ধ্র উপকূলের দিয়ে ধেয়ে যাবে৷ ফলে বুধবার থেকেই অন্ধ্রপ্রদেশ জুড়ে প্রবল ঝড়-বৃষ্টি হবে৷ পূর্বাভাস অনুযায়ী সেই পরিস্থিতি তৈরি হয়েছে৷ অন্ধ্রে রেট অ্যালার্ট জারি হয়েছে৷
•গতকাল ভূবনেশ্বরের স্পেশ্যাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা জানান যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগ থেকে উত্তর অন্ধ্র উপকূলের দিয়ে ধেয়ে যাবে৷ ফলে বুধবার থেকেই অন্ধ্রপ্রদেশ জুড়ে প্রবল ঝড়-বৃষ্টি হবে৷ পূর্বাভাস অনুযায়ী সেই পরিস্থিতি তৈরি হয়েছে৷ অন্ধ্রে রেট অ্যালার্ট জারি হয়েছে৷
advertisement
6/6
•ইতিমধ্যেই বিশাখাপত্তনম বিমানবন্দরের সব বিমান বাতিল করা হয়েছে৷ ২৩টি ইন্ডিগোর বিমান এবং ৪টি এয়ার এশিয়ার বিমান রয়েছে তাতে৷ চেন্নাই থেকে আসা ১০টি বিমান বাতিল হয়েছে৷ উদ্ধার কাজের জন্য সবরকম ব্যবস্থা রাখা হয়েছে৷
•ইতিমধ্যেই বিশাখাপত্তনম বিমানবন্দরের সব বিমান বাতিল করা হয়েছে৷ ২৩টি ইন্ডিগোর বিমান এবং ৪টি এয়ার এশিয়ার বিমান রয়েছে তাতে৷ চেন্নাই থেকে আসা ১০টি বিমান বাতিল হয়েছে৷ উদ্ধার কাজের জন্য সবরকম ব্যবস্থা রাখা হয়েছে৷
advertisement
advertisement
advertisement