Cyclone Yaas Landfall in Dhamra: এখনও আসেনি সে, ল্যান্ডফলের আগেই ইয়াস-তাণ্ডব শুরু ধামরায়! জানুন পরিস্থিতি...

Last Updated:
আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড় ইয়াস (Yaas) আছড়ে পড়তে চলেছে ওড়িশায়। কিন্তু এখনই হাওয়ার তাণ্ডবে তছনছ হওয়ার মুখে ধামড়া (Dhamra)।
1/5
দুপুরের মধ্যেই ওড়িশায় ল্যান্ডফল করতে চলেছে ইয়াস (Yaas)। এমনকী এগিয়ে এসেছে ল্যান্ডফলের সম্ভাব্য সময়। মৌসম ভবন সূত্রে খবর, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তীব্র গতিবেগে এগিয়ে আসছে ৷ আর তা ওড়িশার ভদ্রক জেলার ধামরা এবং বালেশ্বরের মধ্যবর্তী উপকূলভাগে আছড়ে পড়তে চলেছে। ধামড়া থেকে ঝড়ের দূরত্ব এখন মাত্র ৬০ কিলোমিটার।
দুপুরের মধ্যেই ওড়িশায় ল্যান্ডফল করতে চলেছে ইয়াস (Yaas)। এমনকী এগিয়ে এসেছে ল্যান্ডফলের সম্ভাব্য সময়। মৌসম ভবন সূত্রে খবর, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তীব্র গতিবেগে এগিয়ে আসছে ৷ আর তা ওড়িশার ভদ্রক জেলার ধামরা এবং বালেশ্বরের মধ্যবর্তী উপকূলভাগে আছড়ে পড়তে চলেছে। ধামড়া থেকে ঝড়ের দূরত্ব এখন মাত্র ৬০ কিলোমিটার।
advertisement
2/5
যদিও তার আগেই ধামড়ায় শুরু হয়েছে তাণ্ডবনৃত্য। হাওয়ার তীব্রতা অত্যন্ত বেশি। এখনই হাওয়ার তাণ্ডবে তছনছ হওয়ার মুখে ধামড়া (Dhamra)। সমুদ্রের জলচ্ছাস আছড়ে পড়েছে, জল ঢুকে গিয়েছে এলাকায়।
যদিও তার আগেই ধামড়ায় শুরু হয়েছে তাণ্ডবনৃত্য। হাওয়ার তীব্রতা অত্যন্ত বেশি। এখনই হাওয়ার তাণ্ডবে তছনছ হওয়ার মুখে ধামড়া (Dhamra)। সমুদ্রের জলচ্ছাস আছড়ে পড়েছে, জল ঢুকে গিয়েছে এলাকায়।
advertisement
3/5
গোটা ধামড়া জুড়েই ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ছোট ছোট বাড়িগুলির অবস্থা এখনই শোচনীয়। বিস্তীর্ণ এলাকা এখনই জলে ভেসে গিয়েছে।
গোটা ধামড়া জুড়েই ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ছোট ছোট বাড়িগুলির অবস্থা এখনই শোচনীয়। বিস্তীর্ণ এলাকা এখনই জলে ভেসে গিয়েছে।
advertisement
4/5
ঘটনায় ১২ কিলোমিটার গতিতে এগোচ্ছে ইয়াস। ফলে স্থলভাগ থেকে এখন যা দূরত্ব রয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই ল্যান্ডফল করতে চলেছে ইয়াস। কিন্তু তার আগেই যে খেল দেখাচ্ছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, তাতে আশঙ্কায় ধামড়াবাসী।
ঘটনায় ১২ কিলোমিটার গতিতে এগোচ্ছে ইয়াস। ফলে স্থলভাগ থেকে এখন যা দূরত্ব রয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই ল্যান্ডফল করতে চলেছে ইয়াস। কিন্তু তার আগেই যে খেল দেখাচ্ছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, তাতে আশঙ্কায় ধামড়াবাসী।
advertisement
5/5
ধামড়ায় যখন ইয়াস পৌঁছতে চলছে, তখন ঘূর্ণিঝড়ের গতি পৌঁছে যেতে পারে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ইয়াস বাংলায় সরাসরি আছড়ে না-পড়লে, আমফানের মতো অতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম কলকাতা এবং লাগোয়া এলাকায়। তবে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মহানগরে। বইবে ঝোড়ো হাওয়াও। সবচেয়ে বেশি দুশ্চিন্তা অবশ্য উপকূল ও পশ্চিমাঞ্চল নিয়ে।
ধামড়ায় যখন ইয়াস পৌঁছতে চলছে, তখন ঘূর্ণিঝড়ের গতি পৌঁছে যেতে পারে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ইয়াস বাংলায় সরাসরি আছড়ে না-পড়লে, আমফানের মতো অতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম কলকাতা এবং লাগোয়া এলাকায়। তবে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মহানগরে। বইবে ঝোড়ো হাওয়াও। সবচেয়ে বেশি দুশ্চিন্তা অবশ্য উপকূল ও পশ্চিমাঞ্চল নিয়ে।
advertisement
advertisement
advertisement