Cyclone Update IMD: সাইক্লোন হুঁশিয়ারি...! বঙ্গোপসাগরে বদলাচ্ছে বাতাস! উইকেন্ডেই ঝাঁপিয়ে পড়বে ঘূর্ণিঝড়? বিরাট আপডেট দিল IMD

Last Updated:
Cyclone Update IMD: নিম্নচাপের অশনি সঙ্কেত! কী হতে চলেছে উইকেন্ডে? IMD দিল চরম আপডেট...!
1/13
শীত শুরুর মুখেই ফের দুর্যোগের বিপদ ঘণ্টা। আইএমডি-র সর্বশেষ পূর্বাভাসে ইঙ্গিত খুব শীঘ্রই বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই মাসে এই ধরনের ইঙ্গিত এই প্রথম।
শীত শুরুর মুখেই ফের দুর্যোগের বিপদ ঘণ্টা। আইএমডি-র সর্বশেষ পূর্বাভাসে ইঙ্গিত খুব শীঘ্রই বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই মাসে এই ধরনের ইঙ্গিত এই প্রথম।
advertisement
2/13
পরিস্থিতি আগামী প্রায় ৪৮ ঘণ্টা বা তারও বেশি সময় মৌসুমী ব্যবস্থার জন্য অনুকূল বলে মনে হচ্ছে। নভেম্বর এমনিতেই ভারতীয় জলভাগে ঘূর্ণিঝড়ের ক্রিয়াকলাপের জন্য সবচেয়ে অনুকূল একটি সময়। তবে এখনও পর্যন্ত সে ভাবে কোনও আশঙ্কা না দেখা গেলেও মাসের শেষে এসেই এবার ঘূর্ণিঝড় প্রবণ হয়ে উঠেছে নভেম্বর।
পরিস্থিতি আগামী প্রায় ৪৮ ঘণ্টা বা তারও বেশি সময় মৌসুমী ব্যবস্থার জন্য অনুকূল বলে মনে হচ্ছে। নভেম্বর এমনিতেই ভারতীয় জলভাগে ঘূর্ণিঝড়ের ক্রিয়াকলাপের জন্য সবচেয়ে অনুকূল একটি সময়। তবে এখনও পর্যন্ত সে ভাবে কোনও আশঙ্কা না দেখা গেলেও মাসের শেষে এসেই এবার ঘূর্ণিঝড় প্রবণ হয়ে উঠেছে নভেম্বর।
advertisement
3/13
নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়গুলি (BoB) সাধারণত ৮°N এবং ১৩°N এবং ৯০°E এবং ৯৫°E এর মধ্যে উৎপন্ন হয়। এই সিস্টেমগুলি সাধারণত পশ্চিম-উত্তর-পশ্চিমে চলে যায় এবং উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে এগোয়।
নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়গুলি (BoB) সাধারণত ৮°N এবং ১৩°N এবং ৯০°E এবং ৯৫°E এর মধ্যে উৎপন্ন হয়। এই সিস্টেমগুলি সাধারণত পশ্চিম-উত্তর-পশ্চিমে চলে যায় এবং উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে এগোয়।
advertisement
4/13
উত্তর অক্ষাংশের উপর গঠিত আবহাওয়া সিস্টেমটি ১০° উত্তর ছাড়িয়ে সাধারণত প্রবলভাবে বাংলাদেশে আঘাত হানে।
উত্তর অক্ষাংশের উপর গঠিত আবহাওয়া সিস্টেমটি ১০° উত্তর ছাড়িয়ে সাধারণত প্রবলভাবে বাংলাদেশে আঘাত হানে।
advertisement
5/13
আসন্ন আবহাওয়া সিস্টেমটি মালাক্কা প্রণালীর পাশে আন্দামান সাগরের দক্ষিণতম অংশের কাছাকাছি নিরক্ষীয় অঞ্চলের উপর থেকে উদ্ভূত হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে অনুমান।
আসন্ন আবহাওয়া সিস্টেমটি মালাক্কা প্রণালীর পাশে আন্দামান সাগরের দক্ষিণতম অংশের কাছাকাছি নিরক্ষীয় অঞ্চলের উপর থেকে উদ্ভূত হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে অনুমান।
advertisement
6/13
কোরিওলিস ফোর্সের অভাবের কারণে সমুদ্র দিয়ে খুব বেশি না এগিয়েই সিস্টেমটি ছড়িয়ে পড়ার প্রবণতার ইঙ্গিত রয়েছে।
কোরিওলিস ফোর্সের অভাবের কারণে সমুদ্র দিয়ে খুব বেশি না এগিয়েই সিস্টেমটি ছড়িয়ে পড়ার প্রবণতার ইঙ্গিত রয়েছে।
advertisement
7/13
তবে, ব্যতিক্রম সর্বদাই থাকে এবং আসন্ন সিস্টেমটি সেই বিরলগুলির মধ্যে একটি হতে পারে বলেও অনুমান আবহাওয়াবিদদের। তারা বলেন, এই অঞ্চলের বাতাসের ধরণটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
তবে, ব্যতিক্রম সর্বদাই থাকে এবং আসন্ন সিস্টেমটি সেই বিরলগুলির মধ্যে একটি হতে পারে বলেও অনুমান আবহাওয়াবিদদের। তারা বলেন, এই অঞ্চলের বাতাসের ধরণটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
advertisement
8/13
আইএমডি তার লেটেস্ট বুলেটিনে জানিয়েছে, একটি সাইক্লোনিক সার্কুলেশন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সেটি আরও ঘনীভূত হবে। ২২শে নভেম্বর অর্থাৎ শুক্রবার শেষের দিকে বা ২৩শে নভেম্বর অর্থাৎ শনিবার দিনের শুরুতে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা।
আইএমডি তার লেটেস্ট বুলেটিনে জানিয়েছে, একটি সাইক্লোনিক সার্কুলেশন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সেটি আরও ঘনীভূত হবে। ২২শে নভেম্বর অর্থাৎ শুক্রবার শেষের দিকে বা ২৩শে নভেম্বর অর্থাৎ শনিবার দিনের শুরুতে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা।
advertisement
9/13
বর্তমানে, বাতাসের ধরণের বিক্ষিপ্ত পরিবর্তন ক্রমশ ওই এলাকায় ঘনীভূত করছে মেঘ। আসন্ন নিম্নচাপ অঞ্চলটি এই সপ্তাহান্তে আরও নিম্নচাপ ও আরও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে।
বর্তমানে, বাতাসের ধরণের বিক্ষিপ্ত পরিবর্তন ক্রমশ ওই এলাকায় ঘনীভূত করছে মেঘ। আসন্ন নিম্নচাপ অঞ্চলটি এই সপ্তাহান্তে আরও নিম্নচাপ ও আরও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে।
advertisement
10/13
আবহাওয়ার সিস্টেমটির জেরেই বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের সূত্রপাতের সম্ভাবনা। আসন্ন এই ঝড়ের জন্য ক্রমশ সমুদ্রের পরিস্থিতি আরও অনুকূল হয়ে উঠছে।
আবহাওয়ার সিস্টেমটির জেরেই বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের সূত্রপাতের সম্ভাবনা। আসন্ন এই ঝড়ের জন্য ক্রমশ সমুদ্রের পরিস্থিতি আরও অনুকূল হয়ে উঠছে।
advertisement
11/13
তবে একইসঙ্গে আইএমডি জানিয়েছে, এই পর্যায়ে এই আবহাওয়া সিস্টেমটি সম্পর্কে আরও বিস্তারিত পূর্বাভাস দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। আবহাওয়াবিদদের কথায়, "সিস্টেমটি একটি সু-চিহ্নিত নিম্নচাপ হিসেবে আবির্ভূত হওয়ার পরেই এই নিয়ে চূড়ান্ত ভবিষ্যদ্বাণী করা সম্ভব।"
তবে একইসঙ্গে আইএমডি জানিয়েছে, এই পর্যায়ে এই আবহাওয়া সিস্টেমটি সম্পর্কে আরও বিস্তারিত পূর্বাভাস দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। আবহাওয়াবিদদের কথায়, "সিস্টেমটি একটি সু-চিহ্নিত নিম্নচাপ হিসেবে আবির্ভূত হওয়ার পরেই এই নিয়ে চূড়ান্ত ভবিষ্যদ্বাণী করা সম্ভব।"
advertisement
12/13
নিম্নচাপ পর্যায় থেকেই আসলে এই ধরণের সিস্টেমগুলি তাদের ট্র্যাক, তীব্রতা এবং আসন্ন ল্যান্ডফলের সময়সীমার জন্য পর্যাপ্ত ইঙ্গিত দিয়ে যায়।
নিম্নচাপ পর্যায় থেকেই আসলে এই ধরণের সিস্টেমগুলি তাদের ট্র্যাক, তীব্রতা এবং আসন্ন ল্যান্ডফলের সময়সীমার জন্য পর্যাপ্ত ইঙ্গিত দিয়ে যায়।
advertisement
13/13
সাইক্লোনের সতর্কতা হিসেবে, ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা মাথায় রেখে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিকে যে কোনও পরিস্থিতির জন্য আগামী কয়েকদিন প্রস্তুত থাকতে হবে এবং জরুরি অবস্থা মোকাবিলা করতে এখন থেকেই তৈরি হতে হবে।
সাইক্লোনের সতর্কতা হিসেবে, ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা মাথায় রেখে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিকে যে কোনও পরিস্থিতির জন্য আগামী কয়েকদিন প্রস্তুত থাকতে হবে এবং জরুরি অবস্থা মোকাবিলা করতে এখন থেকেই তৈরি হতে হবে।
advertisement
advertisement
advertisement