ফুঁসছে নিসর্গ,আছড়ে পড়বে বিকেলেই, যুদ্ধের তৎপরতায় লড়াই শুরু এনডিআরএফ-এর

Last Updated:
মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞলে শুরু হয়েছে ভারী বর্ষণ। কার্ফু জারি সমুদ্র উপকূলে। লড়ছে এনডিআরএফ।
1/6
বুধবার বিকেলেই আছড়ে পড়তে পারে সাইক্লোন নিসর্গ। মঙ্গলবারই সাইক্লোন মোকাবিলায় মুম্বই এসে পৌঁছেছে এনডিআর এফ-এর বিশেষ দল।
বুধবার বিকেলেই আছড়ে পড়তে পারে সাইক্লোন নিসর্গ। মঙ্গলবারই সাইক্লোন মোকাবিলায় মুম্বই এসে পৌঁছেছে এনডিআর এফ-এর বিশেষ দল।
advertisement
2/6
মুম্বইয়ে এনডিআরএফ এর ৮টি টিম, রায়গড়ে ৫টি টিম, পালঘরে ২টি টিম, থানেতে ২টি টিম, রত্নগিরিতে ১টি টিম নামানো হয়েছে।
মুম্বইয়ে এনডিআরএফ এর ৮টি টিম, রায়গড়ে ৫টি টিম, পালঘরে ২টি টিম, থানেতে ২টি টিম, রত্নগিরিতে ১টি টিম নামানো হয়েছে।
advertisement
3/6
 ইতিমধ্যেই ৪৫ হাজার মানুষকে মুম্বইয়ের নীচু অঞ্চলগুলি থেকে সরিয়েছে এনডিআরএফ।
ইতিমধ্যেই ৪৫ হাজার মানুষকে মুম্বইয়ের নীচু অঞ্চলগুলি থেকে সরিয়েছে এনডিআরএফ।
advertisement
4/6
পালগর সংলগ্ন ভাসাই, দাহানু, তালসারি, তালুকাস গ্রাম থেকে সরানো হয়েছে ২১ হাজার গ্রামবাসীকে।
পালগর সংলগ্ন ভাসাই, দাহানু, তালসারি, তালুকাস গ্রাম থেকে সরানো হয়েছে ২১ হাজার গ্রামবাসীকে।
advertisement
5/6
গুজরাট উপকূল থেকে সরানো হয়েছে ৭৮ হাজার মানুষকে।
গুজরাট উপকূল থেকে সরানো হয়েছে ৭৮ হাজার মানুষকে।
advertisement
6/6
ইতিমধ্যেই মহারাষ্ট্রের সমুদ্রতটে কার্ফু জারি করা হয়েছে। শুরু হয়েছে ভারী বর্ষণ।
ইতিমধ্যেই মহারাষ্ট্রের সমুদ্রতটে কার্ফু জারি করা হয়েছে। শুরু হয়েছে ভারী বর্ষণ।
advertisement
advertisement
advertisement