Cyclone Mandous Update: ঘন কালো মেঘে ঢাকছে আকাশ, মনদাউসের আছড়ে পড়ার আশঙ্কা, রইল লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Update : সাইক্লোন মনদাউসের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ায় বড় পরিবর্তন হতে পারে৷ উপকূলের দিকে যখন সাইক্লোন এগোবে তখন আবহাওয়ার পরিবর্তন হতে পারে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে৷
advertisement
মঙ্গলবারের পর থেকে পশ্চিম -উত্তর পশ্চিম দিকে আরও এগোচ্ছে এবং ঘনীভূত হয়েছে৷ নিম্নচাপ এরপর আস্তে আস্তে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে৷ সাইক্লোনিক স্টর্ম তামিলনাড়ুর উত্তর , পুদুচেরি এবং পাশ্বর্বতী অন্ধ্রপ্রদেশ উপকূল এই সাইক্লোনের সবচেয়ে বেশি প্রভাব পাবে৷ আইএমডি-র পক্ষ থেকে ওয়েদার আপডেটে এই খবর জানানো হয়েছে৷ Photo- PTI
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement