Cyclone Fengal Update: বঙ্গোপসাগরের উপর ফুঁসছে সাইক্লোন, ব্যাপক শক্তিবৃদ্ধি, ৯০ কিমি/ঘণ্টা গতিতে আছড়ে পড়বে,বাংলার ভাগ্যেও অশনি সংকেত

Last Updated:
Cyclone Fengal Update: পুরনো সব হিসেবে গোলমাল, আদৌ দুর্বল নয়, সুপার ক্ষমতা নিয়ে স্থলভাগের উপর ঝাঁপিয়ে পড়বে সাইক্লোন ফেনজাল
1/9
Cyclone Fengal Update: সাইক্লোন ফেনজাল গত ৬ ঘণ্টায় ১৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে উত্তর-পশ্চিম দিকে সরে গেছে এবং শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় সাইক্লোনে পরিণত হয়েছে৷ ২৯ নভেম্বর ২০২৪ এ রাত ৯ টার আইএমডি-র ওয়েদার আপডেট অনুসারে এটি অক্ষাংশ ১১.৫°উত্তর এবং দ্রাঘিমাংশ ৮১.৯°পূর্বে অবস্থান করছিল৷ ত্রিনকোমালি থেকে প্রায় ৩৩০ কিমি উত্তর-উত্তর-পূর্বে একই অঞ্চলে, নাগাপট্টিনমের পূর্ব-উত্তরপূর্বে ২৪০ কিমি, পুদুচেরির পূর্ব-দক্ষিণ-পূর্বে ২৩০ কিমি এবং চেন্নাইয়ের ২৫০ কিমি দক্ষিণ-পূর্বে এটির অবস্থান ছিল৷
Cyclone Fengal Update: সাইক্লোন ফেনজাল গত ৬ ঘণ্টায় ১৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে উত্তর-পশ্চিম দিকে সরে গেছে এবং শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় সাইক্লোনে পরিণত হয়েছে৷ ২৯ নভেম্বর ২০২৪ এ রাত ৯ টার আইএমডি-র ওয়েদার আপডেট অনুসারে এটি অক্ষাংশ ১১.৫°উত্তর এবং দ্রাঘিমাংশ ৮১.৯°পূর্বে অবস্থান করছিল৷ ত্রিনকোমালি থেকে প্রায় ৩৩০ কিমি উত্তর-উত্তর-পূর্বে একই অঞ্চলে, নাগাপট্টিনমের পূর্ব-উত্তরপূর্বে ২৪০ কিমি, পুদুচেরির পূর্ব-দক্ষিণ-পূর্বে ২৩০ কিমি এবং চেন্নাইয়ের ২৫০ কিমি দক্ষিণ-পূর্বে এটির অবস্থান ছিল৷
advertisement
2/9
এই ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এবং ৩০ নভেম্বর বিকেলে এর জেরে ঘণ্টায় ৭০-৮০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে৷ Photo Courtesy- IMD/ Twitter
এই ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এবং ৩০ নভেম্বর বিকেলে এর জেরে ঘণ্টায় ৭০-৮০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে৷ Photo Courtesy- IMD/ Twitter
advertisement
3/9
তবে ল্যান্ডফলের সময় সাইক্লোনের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিমি পর্যন্ত৷  এই সাইক্লোনের গতিপথ অনুসারে ৩০ তারিখ বিকেলেই হবে এর ল্যান্ডফল৷
তবে ল্যান্ডফলের সময় সাইক্লোনের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিমি পর্যন্ত৷  এই সাইক্লোনের গতিপথ অনুসারে ৩০ তারিখ বিকেলেই হবে এর ল্যান্ডফল৷
advertisement
4/9
করাইকল এবং মহাবালিপুরমের মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করতে পারে এই সাইক্লোন৷
করাইকল এবং মহাবালিপুরমের মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করতে পারে এই সাইক্লোন৷
advertisement
5/9
এই সাইক্লোনের জেরে ৩ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্যে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
এই সাইক্লোনের জেরে ৩ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্যে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
advertisement
6/9
এর জেরে উপকূলীয় তামিলনাড়, অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্নাটক ও লাক্ষাদ্বীপে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে৷
এর জেরে উপকূলীয় তামিলনাড়, অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্নাটক ও লাক্ষাদ্বীপে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে৷
advertisement
7/9
এদিকে ইতিমধ্যেই এই অ্যাকটিভ ওয়েদার চ্যানেলের জেরে বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে, সামনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
এদিকে ইতিমধ্যেই এই অ্যাকটিভ ওয়েদার চ্যানেলের জেরে বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে, সামনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
advertisement
8/9
এর পাশাপাশি বাংলাদেশের উপর দিয়ে একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে৷ এটি বাংলাদেশের উপর লোয়ার ট্রপোস্ফিয়ার লেভেলে বিস্তৃত রয়েছে৷
এর পাশাপাশি বাংলাদেশের উপর দিয়ে একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে৷ এটি বাংলাদেশের উপর লোয়ার ট্রপোস্ফিয়ার লেভেলে বিস্তৃত রয়েছে৷
advertisement
9/9
সাইক্লোন ফেনগালের জেরে একাধিক রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট৷ প্রাথমিকভাবে ঝড়ের গতি সর্বোচ্চ ৬৫ কিমি প্রতি ঘণ্টা গতি হতে পারে আশঙ্কা হয়েছিল কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর বেশিক্ষণ থেকে ঝড়ের গতি ফের একবার অনেকগুণ বাড়িয়ে নিয়েছে৷
সাইক্লোন ফেনগালের জেরে একাধিক রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট৷ প্রাথমিকভাবে ঝড়ের গতি সর্বোচ্চ ৬৫ কিমি প্রতি ঘণ্টা গতি হতে পারে আশঙ্কা হয়েছিল কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর বেশিক্ষণ থেকে ঝড়ের গতি ফের একবার অনেকগুণ বাড়িয়ে নিয়েছে৷
advertisement
advertisement
advertisement