২০০ হাতির খুনী! ১৮৪ জন মানুষের রক্ত লেগেছিল ভারতের এই দাগী আসামীর হাতে
- Published by:Suman Majumder
Last Updated:
Veerappan: ভারতে এমন ভয়ানক অপরাধী আর জন্মায়নি! মানুষ, হাতি খুন বাঁ-হাতের খেল ছিল তার কাছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২০০০ সালে কন্নড় তারকা রাজকুমারকে অপহরণ করে বীরাপ্পন। জানা যায়, ১০৮ দিন পর রাজকুমারকে ছেড়ে দেয় সে। বদলে ৩০ কোটি টাকা মুক্তিপণ নেয়। ২০০৪ সালে অপারেশন কোকুন-এ মারা পড়ে বীরাপ্পন। তাকে নিকেশ করতে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়। ১৮৪ জন মানুষ খুন করেছিল বীরাপ্পন। তাদের মধ্যে বেশিরভাগ পুলিশকর্মী ও বন বিভাগের কর্মী।