ঘরবন্দি দশা এখনই কাটছে না। ৪ মে থেকে আরও ১৪ দিনের জন্য লকডাউন দেশ। ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা কেন্দ্রের। রেড, অরেঞ্জ ও গ্রিন - জোন ধরে লকডাউনের নির্দেশিকা বেঁধে দিল মোদি সরকার। কনটেইমেন্ট জোনে সবচেয়ে বেশি কড়াকড়ি। রেড জোনের জন্যও কড়া লকডাউন নির্দেশিকা। অরেঞ্জ ও গ্রিন জোনে কিসে ছাড় পাওয়া যাবে জেনে নিন