Lockdown 3.0: অরেঞ্জ ও গ্রিন জোনে কী কী খোলা থাকবে, জেনে নিন এক ঝলকে

Last Updated:
সব রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলকে লকডাউন নির্দেশিকা কঠোরভাবে মেনে চলারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
1/6
ঘরবন্দি দশা এখনই কাটছে না। ৪ মে থেকে আরও ১৪ দিনের জন্য লকডাউন দেশ। ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা কেন্দ্রের। রেড, অরেঞ্জ ও গ্রিন - জোন ধরে লকডাউনের নির্দেশিকা বেঁধে দিল মোদি সরকার। কনটেইমেন্ট জোনে সবচেয়ে বেশি কড়াকড়ি। রেড জোনের জন্যও কড়া লকডাউন নির্দেশিকা। অরেঞ্জ ও গ্রিন জোনে কিসে ছাড় পাওয়া যাবে জেনে নিন
ঘরবন্দি দশা এখনই কাটছে না। ৪ মে থেকে আরও ১৪ দিনের জন্য লকডাউন দেশ। ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা কেন্দ্রের। রেড, অরেঞ্জ ও গ্রিন - জোন ধরে লকডাউনের নির্দেশিকা বেঁধে দিল মোদি সরকার। কনটেইমেন্ট জোনে সবচেয়ে বেশি কড়াকড়ি। রেড জোনের জন্যও কড়া লকডাউন নির্দেশিকা। অরেঞ্জ ও গ্রিন জোনে কিসে ছাড় পাওয়া যাবে জেনে নিন
advertisement
2/6
অনুমতি ছাড়াই একজন যাত্রী নিয়ে ট্যাক্সি, ক্যাব চলবে। শর্ত মেনে জেলা থেকে জেলায় যাতায়াতে অনুমতি।
অনুমতি ছাড়াই একজন যাত্রী নিয়ে ট্যাক্সি, ক্যাব চলবে। শর্ত মেনে জেলা থেকে জেলায় যাতায়াতে অনুমতি।
advertisement
3/6
৪ চাকার গাড়িতে চালক সহ ৩ জন যেতে পারবেন। টু-হুইলারে ২ জন যেতে পারবেন
৪ চাকার গাড়িতে চালক সহ ৩ জন যেতে পারবেন। টু-হুইলারে ২ জন যেতে পারবেন
advertisement
4/6
৫০‍% যাত্রী নিয়ে বাস চালানো যাবে। বাস ডিপো থেকে ৫০‍% বাস চালানো যাবে
৫০‍% যাত্রী নিয়ে বাস চালানো যাবে। বাস ডিপো থেকে ৫০‍% বাস চালানো যাবে
advertisement
5/6
সব পণ্য পরিবহণে অনুমতি।  কোনও রাজ্য পণ্য পরিবহণে বাধা দিতে পারবে না
সব পণ্য পরিবহণে অনুমতি। কোনও রাজ্য পণ্য পরিবহণে বাধা দিতে পারবে না
advertisement
6/6
মদের দোকান খোলা থাকবে, তবে জারি থাকবে কিছু শর্ত।  দোকানে একসাথে পাঁচ জনের বেশি ভিড় করতে পারবে না। আর দোকানে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে।
মদের দোকান খোলা থাকবে, তবে জারি থাকবে কিছু শর্ত। দোকানে একসাথে পাঁচ জনের বেশি ভিড় করতে পারবে না। আর দোকানে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে।
advertisement
advertisement
advertisement