Covid-19 in India 2025: চোখ রাঙাচ্ছে করোনা! দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা ৬০০০ পার! হাসপাতালের প্রস্তুতি দেখতে মকড্রিল কেন্দ্রের

Last Updated:
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার করে গেল।
1/6
*রাজ্যেও থাবা বসাল করোনা। কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু। ৪৩ বছর বয়সী ওই মহিলার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। হৃদযন্ত্র এবং কিডনির সমস্যা ছিল তাঁর। প্রতিবেদনঃ অভিজিৎ চন্দ। 
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার করে গেল। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যুও হয়েছে গোটা দেশে। রবিবার, কেন্দ্রীয় স্বাস্থ্যম্নত্রকের পক্ষ থেকে এমনই তথ্য প্রকাশ করা হয়।
advertisement
2/6
 গত ২৪ ঘণ্টায় মোট ৭৬৯টি নতুন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। করোনা আক্রান্তের দিক থেকে কেরল দেশের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্তের শীর্ষে। এরপরেই রয়েছে গুজরাত, পশ্চিমবঙ্গ, এবং দিল্লি। সারা দেশে এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ হাজার ১৩৩।
গত ২৪ ঘণ্টায় মোট ৭৬৯টি নতুন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। করোনা আক্রান্তের দিক থেকে কেরল দেশের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্তের শীর্ষে। এরপরেই রয়েছে গুজরাত, পশ্চিমবঙ্গ, এবং দিল্লি। সারা দেশে এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ হাজার ১৩৩।
advertisement
3/6
*করোনার উপসর্গ বদলে গিয়েছে। আক্রান্ত অধিকাংশ রোগীরই গলা ব্যথা, গলা বসে যাচ্ছে। কণ্ঠস্বর বদলে যাচ্ছে এমনও দেখা গিয়েছে। এছাড়া পেট ব্যথা, জ্বরের মতো উপসর্গও রয়েছে। ডায়ারিয়ায় জলের মতো পায়খানার সমস্যা রয়েছে। অধিকাংশই ডায়ারিয়ার শিকার হচ্ছেন। ফলে এই ধরনের লক্ষণ দেখা দিলে সাবধান হোন। সংগৃহীত ছবি। 
এই ঘটনার প্রেক্ষিতে গোটা দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মক ড্রিলের আয়োজন করা হয়েছে। প্রতিটি হাসপাতালের দিক খতিয়ে দেখার জন্যই এই ড্রিল।প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত ৫ হাজার ৪৮৪ জন রোগী করোনা থেকে সেরে উঠেছেন। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের চার কেন্দ্র শাসিত অঞ্চল ও রাজ্য- অরুণাচল পর্দেশ, চণ্ডীগড়, মিজোরাম এবং ত্রিপুরা থেকে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি।
advertisement
4/6
Covid19 Image:News18
সরকারি সূত্রের খবর, আক্রান্তরা মূলত ইনফ্লুয়েঞ্জার মতন উপসর্গ এবং প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা (সারি)-সহ সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন।
advertisement
5/6
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই দুই সাবভ্যারিয়েন্টকে “Variants Under Monitoring” হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। অর্থাৎ এগুলি এখনো “Variants of Concern” বা “Variants of Interest” নয়। ফলে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য এখনো বড় ঝুঁকির আশঙ্কা নেই।
এই প্রসঙ্গে সরকারি এক আধিকারিক জানান, "শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হওয়া প্রতি রোগীকেই পরীক্ষা করে দেখা হচ্ছে। একই সঙ্গে জিনোম সিকোয়েন্সিং-সহ একাধিক বিষয় পরীক্ষা করে দেখা হচ্ছে।"
advertisement
6/6
*স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (MOHFW) সরকারি তথ্য অনুসারে, মঙ্গলবার ভারতে মোট সক্রিয় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০২৬। দেশে ৫১২ জন নতুন করে আক্রান্ত। সারা দেশ থেকে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি।
চলতি মাসের ২ এবং ৩ তারিখে ইতিমধ্যেই একটি রিভিউ মিটিং করা হয়, সেখানেই জনস্বাস্থ্যের জেনারেল ডিরেক্টর সুনিতা শর্মার তত্ত্বাবধানে বিভিন্ন হাসপাতালের প্রস্তুতি-সহ নানা বিষয়ে খতিয়ে দেখা হয়।
advertisement
advertisement
advertisement