দেশজুড়ে খবরের শিরোনামে ! বিয়ে করে প্রধানমন্ত্রীর স্বপ্ন সত্যি করলেন এই দম্পতি

Last Updated:
1/6
বিয়ে ৷ কথায় আছে, বিয়ে মানে নাকি সাত জন্মের বন্ধন ৷ এই বিয়েকে স্মরণীয় করে রাখতে এক একজন এক একরকমের নতুনত্ব উপায় বেছে নেয় ৷ সম্প্রতি এমনই এক অদ্ভুত বিয়ের সাক্ষী হল বিহারের দ্বারভাঙা এলাকা ৷
বিয়ে ৷ কথায় আছে, বিয়ে মানে নাকি সাত জন্মের বন্ধন ৷ এই বিয়েকে স্মরণীয় করে রাখতে এক একজন এক একরকমের নতুনত্ব উপায় বেছে নেয় ৷ সম্প্রতি এমনই এক অদ্ভুত বিয়ের সাক্ষী হল বিহারের দ্বারভাঙা এলাকা ৷
advertisement
2/6
‘স্বচ্ছ ভারত’ নিয়ে একাধিকবার প্রচার চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার সেই স্বচ্ছ ভারত অভিযানকে বিয়ের থিম করলেন দ্বারভাঙার বাসিন্দা শ্রবণ ৷ পেশায় তিনি ইঞ্জিনিয়ার ৷ ছোট বেলা থেকেই বিজ্ঞান সংক্রান্ত একাধিক বিষয়ের উপর গবেষণা করতেন শ্রবণ ৷ বেশ কিছু ক্ষেত্রে পুরষ্কারও জিতেছেন তিনি ৷
‘স্বচ্ছ ভারত’ নিয়ে একাধিকবার প্রচার চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার সেই স্বচ্ছ ভারত অভিযানকে বিয়ের থিম করলেন দ্বারভাঙার বাসিন্দা শ্রবণ ৷ পেশায় তিনি ইঞ্জিনিয়ার ৷ ছোট বেলা থেকেই বিজ্ঞান সংক্রান্ত একাধিক বিষয়ের উপর গবেষণা করতেন শ্রবণ ৷ বেশ কিছু ক্ষেত্রে পুরষ্কারও জিতেছেন তিনি ৷
advertisement
3/6
শ্রবণের বিয়েতেও ছিল আরও বেশ কিছু চমক ৷ বিয়ের নিমন্ত্রণ কার্ডে ছিল সুপারি এবং গীতা ৷ ঘোড়ায় চরে নয় ৷ বিয়ে করতে গিয়েছেন তিনি বিশেষ ই-রিকশা চেপে ৷ সেই ই-রিকশা-র চালক ছিলেন খোদ বরের বোন রুচি ৷ কিন্তু ই-রিকশার চালকের আসনে কেন একজন মহিলা ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রুচি বলেন, শুধুমাত্র নারীশক্তি জাগরণের বিষয়টি মাথায় রেখেই এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
শ্রবণের বিয়েতেও ছিল আরও বেশ কিছু চমক ৷ বিয়ের নিমন্ত্রণ কার্ডে ছিল সুপারি এবং গীতা ৷ ঘোড়ায় চরে নয় ৷ বিয়ে করতে গিয়েছেন তিনি বিশেষ ই-রিকশা চেপে ৷ সেই ই-রিকশা-র চালক ছিলেন খোদ বরের বোন রুচি ৷ কিন্তু ই-রিকশার চালকের আসনে কেন একজন মহিলা ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রুচি বলেন, শুধুমাত্র নারীশক্তি জাগরণের বিষয়টি মাথায় রেখেই এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
advertisement
4/6
শ্রবণের বিয়েতেও ছিল আরও বেশ কিছু চমক ৷ বিয়ের নিমন্ত্রণ কার্ডে ছিল সুপারি এবং গীতা ৷ ঘোড়ায় চরে নয় ৷ বিয়ে করতে গিয়েছেন তিনি বিশেষ ই-রিকশা চেপে ৷ সেই ই-রিকশা-র চালক ছিলেন খোদ বরের বোন রুচি ৷ কিন্তু ই-রিকশার চালকের আসনে কেন একজন মহিলা ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রুচি বলেন, শুধুমাত্র নারীশক্তি জাগরণের বিষয়টি মাথায় রেখেই এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
শ্রবণের বিয়েতেও ছিল আরও বেশ কিছু চমক ৷ বিয়ের নিমন্ত্রণ কার্ডে ছিল সুপারি এবং গীতা ৷ ঘোড়ায় চরে নয় ৷ বিয়ে করতে গিয়েছেন তিনি বিশেষ ই-রিকশা চেপে ৷ সেই ই-রিকশা-র চালক ছিলেন খোদ বরের বোন রুচি ৷ কিন্তু ই-রিকশার চালকের আসনে কেন একজন মহিলা ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রুচি বলেন, শুধুমাত্র নারীশক্তি জাগরণের বিষয়টি মাথায় রেখেই এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
advertisement
5/6
বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে বাড়ছে তাপমাত্রা ৷ সাধারণ মানুষ থেকে জীবজগত এবং গাছপালা সবকিছুই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ গ্লোবাল ওয়ার্মিং মূল কারণ প্লাস্টিককেও একেবারে বর্জিত রাখা হয়েছিল এই গোটা বিবাহ অনুষ্ঠানে ৷
বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে বাড়ছে তাপমাত্রা ৷ সাধারণ মানুষ থেকে জীবজগত এবং গাছপালা সবকিছুই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ গ্লোবাল ওয়ার্মিং মূল কারণ প্লাস্টিককেও একেবারে বর্জিত রাখা হয়েছিল এই গোটা বিবাহ অনুষ্ঠানে ৷
advertisement
6/6
অনুষ্ঠানে প্রাপ্ত সমস্ত উপহার এবং টাকা পয়সা-সহ সমস্ত কিছুই একটি সরকারি স্কুলে দান করেন বর-বউ দু’জনেই ৷ সেই টাকা দিয়ে সরকারি স্কুলে তৈরি করা হবে একটি স্মার্ট ক্লাস ৷ প্রসঙ্গত, এই বিয়েতে ছিল না কোনও ডিজে কিংবা অর্কস্ট্রো ৷ বরপক্ষের বাড়ির ছোট ছোট মেয়েরা নাচ গানের মারফত নিজেদের রাজ্যের সংস্কৃতি তুলে ধরেছিলেন এবং পথনাটিকার মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সকলকে সচেতনও করে তুলেছিলেন ৷
অনুষ্ঠানে প্রাপ্ত সমস্ত উপহার এবং টাকা পয়সা-সহ সমস্ত কিছুই একটি সরকারি স্কুলে দান করেন বর-বউ দু’জনেই ৷ সেই টাকা দিয়ে সরকারি স্কুলে তৈরি করা হবে একটি স্মার্ট ক্লাস ৷ প্রসঙ্গত, এই বিয়েতে ছিল না কোনও ডিজে কিংবা অর্কস্ট্রো ৷ বরপক্ষের বাড়ির ছোট ছোট মেয়েরা নাচ গানের মারফত নিজেদের রাজ্যের সংস্কৃতি তুলে ধরেছিলেন এবং পথনাটিকার মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সকলকে সচেতনও করে তুলেছিলেন ৷
advertisement
advertisement
advertisement