Coronavirus COVID-19: একদিনে ২৮ জনের মৃত্যু! দেশে ফের চড়ছে করোনা-গ্রাফ! হুড়হুড়িয়ে সংক্রমণ বাড়ছে যে রাজ্যে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Coronavirus | COVID-19: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী বুধবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (India Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬,১৫৯ জন।
কিছুদিনের স্বস্তি শেষে ফের দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। ফলে ক্রমেই বাড়ছে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার দুশ্চিন্তা। কেন্দ্র থেকে রাজ্য সচেতনতা বেড়েছে সব তরফেই। প্রতিটি রাজ্যে কেন্দ্রের পরামর্শে জোর দেওয়া হচ্ছে টেস্টিং এবং টিকাকরণে (Coronavirus COVID-19)। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় ভারতে ফের ২৩ শতাংশ বাড়ল সংক্রমণের হার।
advertisement
advertisement
advertisement
মহারাষ্ট্রের সংক্রমণের ছবিটা বেশ উদ্বেগজনক। একদিনে সেখানে সংক্রমিতের হার ১০৩ শতাংশ বেড়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮ জন (Coronavirus COVID-19)। অ্যাকটিভ কেসের সংখ্যাও হু হু করে বাড়ছে। সেই তুলনায় স্বস্তিজনক দিল্লির সংক্রমিতের সংখ্যা। রাজধানীতে একদিনে আক্রান্ত ৪২০ জন। পজিটিভিটি রেট ৫.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন একজন।
advertisement
advertisement
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৮ কোটি ২০ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৫৪ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১০ লক্ষের বেশি মানুষ।
advertisement