বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ, অ্যাকটিভ কেস পেরিয়েছে ১ লক্ষ। স্বভাবতই চিন্তা বাড়ছে কেন্দ্রের স্বাস্থ্য দফতরের। উদ্বেগ একটাই, তবে কি চতুর্থ ঢেউ শুধুই সময়ের অপেক্ষা? এবার তাই স্বাস্থ্যবিধি নিয়ে আরও কড়া (Coronavirus Alert India | New Airport Rules) হচ্ছে মন্ত্রক। শিথিল করোনাবিধির রাশ টানতে এবার নেওয়া হল বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত। প্রতীকী ছবি।
বুধবার কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এক নির্দেশিকায় বিমানযাত্রীদের উপর কিছু নয়া নিয়ম জারি করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি আগত আন্তর্জাতিক ফ্লাইট থেকে যাত্রীদের RT-PCR স্ক্রিনিং নিশ্চিত করতে হবে। তবে সব যাত্রীর নয়, বিক্ষিপ্তভাবে ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষা করতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেন। চিঠির মাধ্যমে, রাজ্যগুলিকে সংশোধিত কৌশল (Coronavirus Alert India | New Airport Rules) বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে বলেছেন তিনি। প্রাথমিকভাবে করোনা যাতে দ্রুত সনাক্ত করা যায়, সেদিকে নজর দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। প্রতীকী ছবি।
পাশাপাশি সন্দেহভাজন এবং পজিটিভ কেসগুলি নিয়ে সময়মত ব্যবস্থা নিতে বলা হয়েছে। করোনভাইরাসের (Coronavirus) নতুন রূপের প্রাদুর্ভাবের নিয়ন্ত্রণের উপর দৃষ্টি দিতে বলা হয়েছে। kendriyo স্বাস্থ্য সচিব এদিন আরও বলেন সমস্ত স্বাস্থ্যসেবা সেন্টারগুলিকে ‘ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস’ অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার মতো রোগীর ক্ষেত্রেও রিপোর্ট (Coronavirus Alert India | New Airport Rules:) করা উচিত। প্রতীকী ছবি।