Coromandel Express Accident: করমণ্ডল যেন 'মৃত্যু' এক্সপ্রেস, সকাল থেকে রাত কী পরিস্থিতি বালাসোরে, রইল শিউরে ওঠা ছবি

Last Updated:
Coromandel Express Accident: করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা নিয়ে কোনও ধারণা নেই। জোর কদমে চলছে উদ্ধার কাজ।
1/12
করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা নিয়ে কোনও ধারণা নেই। জোর কদমে চলছে উদ্ধার কাজ।
করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা নিয়ে কোনও ধারণা নেই। জোর কদমে চলছে উদ্ধার কাজ।
advertisement
2/12
শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। তিনটি ট্রেনের সংঘর্ষ হয় বলেই খবর। মুহুর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয় গোটা এলাকা।
শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। তিনটি ট্রেনের সংঘর্ষ হয় বলেই খবর। মুহুর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয় গোটা এলাকা।
advertisement
3/12
দুপুর সওয়া ৩টে নাগাদ হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। প্রায় চার ঘণ্টা পরে ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি।
দুপুর সওয়া ৩টে নাগাদ হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। প্রায় চার ঘণ্টা পরে ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি।
advertisement
4/12
দুর্ঘটনার খবর পাওয়ার মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌছায় উদ্ধারকারী দল। প্রশাসনিক কর্মকর্তা, রেলওয়ের কর্মচারী, উদ্ধারকারী দল ঘটনাস্থলে। পরে ঘটনা স্থলে পৌছায় ডিজাস্টার ম্যানেজমেন্ট দল।
দুর্ঘটনার খবর পাওয়ার মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌছায় উদ্ধারকারী দল। প্রশাসনিক কর্মকর্তা, রেলওয়ের কর্মচারী, উদ্ধারকারী দল ঘটনাস্থলে। পরে ঘটনা স্থলে পৌছায় ডিজাস্টার ম্যানেজমেন্ট দল।
advertisement
5/12
ট্রেনের বগিগুলির দুমরানো মোচড়ানো ছবি দেখলে হাড় হিম হয়ে যাবে। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছিল না হতাহতের সংখ্যা কত। পরে উদ্ধার কাজের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মৃত ও আহতের সংখ্যাও।
ট্রেনের বগিগুলির দুমরানো মোচড়ানো ছবি দেখলে হাড় হিম হয়ে যাবে। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছিল না হতাহতের সংখ্যা কত। পরে উদ্ধার কাজের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মৃত ও আহতের সংখ্যাও।
advertisement
6/12
গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়। নামানো হয়েছে সেনাবাহিনীকেও। দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়। নামানো হয়েছে সেনাবাহিনীকেও। দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
7/12
ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের পদস্থ অফিসারেরা। রেল উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। উদ্ধার কাজ সরেজমিনে খতিয়ে দেখেন খোদ রেলমন্ত্রী। কথা বলেন আধিকারিকদের সঙ্দে।
ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের পদস্থ অফিসারেরা। রেল উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। উদ্ধার কাজ সরেজমিনে খতিয়ে দেখেন খোদ রেলমন্ত্রী। কথা বলেন আধিকারিকদের সঙ্দে।
advertisement
8/12
ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গকে এককালীন ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গকে এককালীন ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
advertisement
9/12
ভয়াবহ পরিস্থিতিতে ওডডিশার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে ওড়িশায় প্রতিনিধিদল পাঠানো হয়েছে। শুক্রবারে গভীর রাতেই তাঁরা পৌঁছে গিয়েছেন বালেশ্বরে। শনিবার ঘটনাস্থলে যাচ্ছেম মুখ্যমন্ত্রী নিজে।
ভয়াবহ পরিস্থিতিতে ওডডিশার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে ওড়িশায় প্রতিনিধিদল পাঠানো হয়েছে। শুক্রবারে গভীর রাতেই তাঁরা পৌঁছে গিয়েছেন বালেশ্বরে। শনিবার ঘটনাস্থলে যাচ্ছেম মুখ্যমন্ত্রী নিজে।
advertisement
10/12
তবে উদ্ধার কাজ যত এগোচ্ছে তাতে আহত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৩০০-র কাছাকাছি। আর আহতের সংখ্যা প্রায় কম-বেশি হাজারের কাছাকাছি।
তবে উদ্ধার কাজ যত এগোচ্ছে তাতে আহত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৩০০-র কাছাকাছি। আর আহতের সংখ্যা প্রায় কম-বেশি হাজারের কাছাকাছি।
advertisement
11/12
ঘটনায় রেলের তরফ থেকে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। হেল্প লাইন নম্বরগুলি হল- হাওড়া ডিভিশনের জন্যে - 033-26382217, খড়গপুর ডিভিশনের জন্যে - 8972073925 // 9332392339, বালেশ্বর হেল্পলাইন - 8249591559 // 7978418322, শালিমার হেল্পলাইন - 9903370746।
ঘটনায় রেলের তরফ থেকে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। হেল্প লাইন নম্বরগুলি হল- হাওড়া ডিভিশনের জন্যে - 033-26382217, খড়গপুর ডিভিশনের জন্যে - 8972073925 // 9332392339, বালেশ্বর হেল্পলাইন - 8249591559 // 7978418322, শালিমার হেল্পলাইন - 9903370746।
advertisement
12/12
দুর্ঘটনার পর থেকেই বাংলা তথা অন্যান্য রাজ্যের যেসকল প্যাসেঞ্জাররা ছিল এই ট্রেন দুটিতে তাদের আত্মীয় পরিজনরা উদ্বিগ্ন। হন্যে হয়ে খবর পাওয়ার চেষ্টা করছেন পরিজনদের। বাতিল করা হয়েছে ৩০টির বেশি ট্রেন। এই মৃত্যু মিছিল কোথায় গিয়ে থামবে তা সকলের অজানা।
দুর্ঘটনার পর থেকেই বাংলা তথা অন্যান্য রাজ্যের যেসকল প্যাসেঞ্জাররা ছিল এই ট্রেন দুটিতে তাদের আত্মীয় পরিজনরা উদ্বিগ্ন। হন্যে হয়ে খবর পাওয়ার চেষ্টা করছেন পরিজনদের। বাতিল করা হয়েছে ৩০টির বেশি ট্রেন। এই মৃত্যু মিছিল কোথায় গিয়ে থামবে তা সকলের অজানা।
advertisement
advertisement
advertisement