লোকসভা ভোটের মুখে জোরদার ধাক্কা খেল কংগ্রেস ৷ দল ছাড়লেন কংগ্রেস সাংসদ অল্পেশ ঠাকুর ৷
2/ 6
২০১৭ সালে গুজরাতে নির্বাচনের সময় কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন অল্পেশ ৷ বুধবার বিকেলে কংগ্রেসের সঙ্গে থাকা প্রায় দু’বছরের যাত্রা শেষ করলেন তিনি ৷
3/ 6
তবে, লোকসভা ভোটের মুখে তবে কি দলবদলের চিন্তা ভাবনা করছেন অল্পেশ ? স্বভাবতই উঠেছিল প্রশ্নটা ৷ কিন্তু সেই জল্পনার অবসান ঘটালেন অল্পেশ নিজেই ৷
4/ 6
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে জানালেন, ‘আমি বিজেপিতে যোগ দিচ্ছি না ৷ আমি আমার পাঁচ বছরের সময়সীমা শেষ করলাম ৷’
5/ 6
বুধবার রাতে গুজরাতের কংগ্রেস প্রধান অমিত চাবড়াকে চিঠি লিখে দলত্যাগের কথা জানিয়ে দেন ৷ দলত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘যে দলে আমি অবহেলিত হচ্ছি ৷ সেই দলের সঙ্গে সম্পর্ক রাখার কোনও প্রশ্নই নেই ৷’
6/ 6
কংগ্রেসের তরফে কানাঘুঁষো শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে পটনা কেন্দ্র থেকে লড়তে চেয়েছিলেন অল্পেশ ৷ কিন্তু সেই আসনে সম্ভবত টিকিট না মেলাতেই দলের প্রতি ক্ষুব্ধ হয়েই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন অল্পেশ ঠাকুর ৷