করোনা যুদ্ধে PPE, মাস্ক তৈরি করছে DRDO, কাঁচামাল পৌঁছে দিচ্ছে বায়ু সেনা  

Last Updated:
হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করে গোটা বিশ্বকে এই মুহূর্তে করোনা যুদ্ধে অক্সিজেন জোগাচ্ছে ভারত। চিকিৎসা কর্মী পৌঁছে অন্য দেশকে সাহায্য করার উদাহরণ তৈরি হল কুয়েতে।
1/6
কোভিড ১৯ মোকাবিলায় পিপিই ও মাস্ক তৈরি করছে ডিআরডিও। ভারতীয় বায়ু সেনা দক্ষতার সঙ্গে পৌঁছে দিচ্ছে কাঁচামাল। করোনা মোকাবিলায় দেশবাসীর সঙ্গে রয়েছে ভারতীয় সেনা। (তথ্য ও ছবি- অর্ণব হাজরা)
কোভিড ১৯ মোকাবিলায় পিপিই ও মাস্ক তৈরি করছে ডিআরডিও। ভারতীয় বায়ু সেনা দক্ষতার সঙ্গে পৌঁছে দিচ্ছে কাঁচামাল। করোনা মোকাবিলায় দেশবাসীর সঙ্গে রয়েছে ভারতীয় সেনা। (তথ্য ও ছবি- অর্ণব হাজরা)
advertisement
2/6
 ভারতীয় বায়ুসেনা গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে চিকিৎসা সরঞ্জাম,  চিকিৎসক,  নিত্য প্রয়োজনীয় জিনিস। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কেরালা, জম্মু-কাশ্মীর, নাগাল্যান্ড, লাদাখ বিভিন্ন নোডাল পয়েন্ট যুদ্ধকালীন তৎপরতায় সবকিছু পৌঁছে দিচ্ছে ভারতীয় বায়ুসেনা। (তথ্য ও ছবি- অর্ণব হাজরা)
ভারতীয় বায়ুসেনা গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসক, নিত্য প্রয়োজনীয় জিনিস। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কেরালা, জম্মু-কাশ্মীর, নাগাল্যান্ড, লাদাখ বিভিন্ন নোডাল পয়েন্ট যুদ্ধকালীন তৎপরতায় সবকিছু পৌঁছে দিচ্ছে ভারতীয় বায়ুসেনা। (তথ্য ও ছবি- অর্ণব হাজরা)
advertisement
3/6
দেশজুড়ে মাস্ক এবং পি পি ই চাহিদা তুঙ্গে। মাস্ক এবং পি পি ই তৈরির কাঁচামাল ডিআরডিও কাছে সযত্নে পৌঁছে দিয়েছে সেনা। ৯০ কুইন্টাল পিপিই তৈরির সরঞ্জাম জওয়ানরা দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছে যথাস্থানে। এন -৯৫,  এন-৯৯ মাস্ক তৈরি'র সরঞ্জামও পৌঁছে দিয়েছে সেনা। (তথ্য ও ছবি- অর্ণব হাজরা)
দেশজুড়ে মাস্ক এবং পি পি ই চাহিদা তুঙ্গে। মাস্ক এবং পি পি ই তৈরির কাঁচামাল ডিআরডিও কাছে সযত্নে পৌঁছে দিয়েছে সেনা। ৯০ কুইন্টাল পিপিই তৈরির সরঞ্জাম জওয়ানরা দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছে যথাস্থানে। এন -৯৫, এন-৯৯ মাস্ক তৈরি'র সরঞ্জামও পৌঁছে দিয়েছে সেনা। (তথ্য ও ছবি- অর্ণব হাজরা)
advertisement
4/6
করোনা কাঁপুনি রুখতে সদা জাগ্রত ভারতীয় সেনা। দেশবাসীর পাশে যেমন ভারতীয় সেনা। একই সঙ্গে প্রতিবেশী বন্ধুত্বপূ্র্ণ দেশ গুলির দিকে হাত বাড়িয়ে দিয়েছে ভারত। তাই কুয়েতে পৌঁছে গিয়েছে ভারতীয় সেনা।
করোনা কাঁপুনি রুখতে সদা জাগ্রত ভারতীয় সেনা। দেশবাসীর পাশে যেমন ভারতীয় সেনা। একই সঙ্গে প্রতিবেশী বন্ধুত্বপূ্র্ণ দেশ গুলির দিকে হাত বাড়িয়ে দিয়েছে ভারত। তাই কুয়েতে পৌঁছে গিয়েছে ভারতীয় সেনা।
advertisement
5/6
কুয়েতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং নানা সরঞ্জাম। সি ১৩০ বিমানে চিকিৎসক দল ও চিকিৎসক কর্মীরা পৌঁছে গিয়েছে কুয়েতে।
কুয়েতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং নানা সরঞ্জাম। সি ১৩০ বিমানে চিকিৎসক দল ও চিকিৎসক কর্মীরা পৌঁছে গিয়েছে কুয়েতে।
advertisement
6/6
হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করে গোটা বিশ্বকে এই মুহূর্তে করোনা যুদ্ধে অক্সিজেন জোগাচ্ছে ভারত। ভারতের ভূমিকার প্রশংসা করেছে আমেরিকা। চিকিৎসক এবং চিকিৎসা কর্মী পৌঁছে অন্য দেশকে সাহায্য করার উদাহরণ তৈরি হল কুয়েতে। (তথ্য ও ছবি- অর্ণব হাজরা)
হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করে গোটা বিশ্বকে এই মুহূর্তে করোনা যুদ্ধে অক্সিজেন জোগাচ্ছে ভারত। ভারতের ভূমিকার প্রশংসা করেছে আমেরিকা। চিকিৎসক এবং চিকিৎসা কর্মী পৌঁছে অন্য দেশকে সাহায্য করার উদাহরণ তৈরি হল কুয়েতে। (তথ্য ও ছবি- অর্ণব হাজরা)
advertisement
advertisement
advertisement