প্রাণের ঝুঁকি নিয়ে জলের খোঁজে শিশুরা

Last Updated:
গরমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েঅ চলেছে জলসঙ্কট ৷ একফোঁটা জলের জন্য হাহাকার পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের দিন্দোরি গ্রামে। জলের খোঁজে বাড়ির বড় থেকে ছোটরা সবাই ৷ স্কুল না গিয়ে প্রায় শুকিয়ে যাওয়া একটি কুয়ো থেকে জল আনতে দেখা গেল ছোট ছোট পড়ুয়ারা ৷ বেশ কয়েকটি বাচ্চা স্কুলের ইউনিফর্ম পরেই নেমে পড়ছে কুয়োয় ৷ প্রাণের ঝুঁকি নিয়ে গভীর এই কুয়োয় সামান্য এখটু জলের খোঁজে নেমে পড়ছে শিশুরা ৷ সূত্রের খবর, এই গ্রামের মহিলারা সকাল হলেই বেড়িয়ে পড়ে জলের খোঁজে ৷ প্রতিদিন প্রায় কয়েক কিলেমিটার হেঁটে জল আনতে যান ৷ আবার কয়েকবার হতাশ হয়ে খালি কলসি নিয়েও ফিরে আসতে হয় ৷ মধ্যপ্রদেশের নিমার ও মালওয়া এলাকায় জলসঙ্কট আরও তীব্র ৷ কিছু জায়গায় ৪ দিনে একবার আবার কোনও জায়গায় ৮ দিনে একবার জল সরবরাহ করে হয় প্রশাসনের তরফে ৷
1/4
গরমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েঅ চলেছে জলসঙ্কট ৷ একফোঁটা জলের জন্য হাহাকার পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের দিন্দোরি গ্রামে। জলের খোঁজে বাড়ির বড় থেকে ছোটরা সবাই ৷ স্কুল না গিয়ে প্রায় শুকিয়ে যাওয়া একটি কুয়ো থেকে জল আনতে দেখা গেল ছোট ছোট পড়ুয়ারা ৷ বেশ কয়েকটি বাচ্চা স্কুলের ইউনিফর্ম পরেই নেমে পড়ছে কুয়োয় ৷ প্রাণের ঝুঁকি নিয়ে গভীর এই কুয়োয় সামান্য এখটু জলের খোঁজে নেমে পড়ছে শিশুরা ৷ সূত্রের খবর, এই গ্রামের মহিলারা সকাল হলেই বেড়িয়ে পড়ে জলের খোঁজে ৷ প্রতিদিন প্রায় কয়েক কিলেমিটার হেঁটে জল আনতে যান ৷ আবার কয়েকবার হতাশ হয়ে খালি কলসি নিয়েও ফিরে আসতে হয় ৷ মধ্যপ্রদেশের নিমার ও মালওয়া এলাকায় জলসঙ্কট আরও তীব্র ৷ কিছু জায়গায় ৪ দিনে একবার আবার কোনও জায়গায় ৮ দিনে একবার জল সরবরাহ করে হয় প্রশাসনের তরফে ৷
গরমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েঅ চলেছে জলসঙ্কট ৷ একফোঁটা জলের জন্য হাহাকার পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের দিন্দোরি গ্রামে। জলের খোঁজে বাড়ির বড় থেকে ছোটরা সবাই ৷ স্কুল না গিয়ে প্রায় শুকিয়ে যাওয়া একটি কুয়ো থেকে জল আনতে দেখা গেল ছোট ছোট পড়ুয়ারা ৷ বেশ কয়েকটি বাচ্চা স্কুলের ইউনিফর্ম পরেই নেমে পড়ছে কুয়োয় ৷ প্রাণের ঝুঁকি নিয়ে গভীর এই কুয়োয় সামান্য এখটু জলের খোঁজে নেমে পড়ছে শিশুরা ৷ সূত্রের খবর, এই গ্রামের মহিলারা সকাল হলেই বেড়িয়ে পড়ে জলের খোঁজে ৷ প্রতিদিন প্রায় কয়েক কিলেমিটার হেঁটে জল আনতে যান ৷ আবার কয়েকবার হতাশ হয়ে খালি কলসি নিয়েও ফিরে আসতে হয় ৷ মধ্যপ্রদেশের নিমার ও মালওয়া এলাকায় জলসঙ্কট আরও তীব্র ৷ কিছু জায়গায় ৪ দিনে একবার আবার কোনও জায়গায় ৮ দিনে একবার জল সরবরাহ করে হয় প্রশাসনের তরফে ৷
advertisement
2/4
 বুন্দেলখণ্ডের বিস্তীর্ণ এখন খরার কবলে ৷ এখনাকার মানুষদের প্রতিদিন এই সংস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে ৷
বুন্দেলখণ্ডের বিস্তীর্ণ এখন খরার কবলে ৷ এখনাকার মানুষদের প্রতিদিন এই সংস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে ৷
advertisement
3/4
 মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে জলের সমস্যা এখন তীব্র আকার ধারণ করেছে ৷
মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে জলের সমস্যা এখন তীব্র আকার ধারণ করেছে ৷
advertisement
4/4
জলের অভাবে আপাতত তাড়াতাড়ি ছুটি দেওয়ায় হচ্ছে যাতে জল খুঁজতে তারা নিজেদের পরিবারকে সাহায্য করতে পারে ৷
জলের অভাবে আপাতত তাড়াতাড়ি ছুটি দেওয়ায় হচ্ছে যাতে জল খুঁজতে তারা নিজেদের পরিবারকে সাহায্য করতে পারে ৷
advertisement
advertisement
advertisement