ভয়-হুমকি উপেক্ষা করেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সাধারণ মানুষ

Last Updated:
1/11
একাধিক মাওবাদী হামলা । সাংবাদিকের মৃত্যু । IED পোঁতা রয়েছে যত্রতত্র। ২৪ ঘন্টা প্রহরা সত্ত্বেও একের পর এক মাওবাদী বিস্ফোরণে কেঁপে উঠেছে ছত্তীসগড় । নিরাপত্তার বেষ্টনীর মধ্যেই চলছে প্রথম দফার ভোটগ্রহণ। (Photo: Network18)
একাধিক মাওবাদী হামলা । সাংবাদিকের মৃত্যু । IED পোঁতা রয়েছে যত্রতত্র। ২৪ ঘন্টা প্রহরা সত্ত্বেও একের পর এক মাওবাদী বিস্ফোরণে কেঁপে উঠেছে ছত্তীসগড় । নিরাপত্তার বেষ্টনীর মধ্যেই চলছে প্রথম দফার ভোটগ্রহণ। (Photo: Network18)
advertisement
2/11
দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল চিত্রসাংবাদিক অচ্যুতানন্দ সাহু । সেই ছবি দেখে শিউড়ে উঠেছিল গোটা দেশ।সেই দান্তেওয়াড়াতেই ভোটের দিন দেখা গেল অন্য চিত্র। মাও-আতঙ্ককে উপেক্ষা করেই পোলিং বুথে লম্বা লাইন দিলেন ভোটাররা। (Photo: Network18)
দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল চিত্রসাংবাদিক অচ্যুতানন্দ সাহু । সেই ছবি দেখে শিউড়ে উঠেছিল গোটা দেশ।সেই দান্তেওয়াড়াতেই ভোটের দিন দেখা গেল অন্য চিত্র। মাও-আতঙ্ককে উপেক্ষা করেই পোলিং বুথে লম্বা লাইন দিলেন ভোটাররা। (Photo: Network18)
advertisement
3/11
একই চিত্র দেখা গিয়েছে রাজনন্দগাও এ। কয়েকদিন আগেও গ্রামবাসীদের ভোট বয়কট করার জন্য হুমকি দিয়েছিল মাওবাদী গোষ্ঠীগুলি। তবে আজ সকালে মানপুর ব্লকের পারদোনি গ্রামেও দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন। (Photo:Collected)
একই চিত্র দেখা গিয়েছে রাজনন্দগাও এ। কয়েকদিন আগেও গ্রামবাসীদের ভোট বয়কট করার জন্য হুমকি দিয়েছিল মাওবাদী গোষ্ঠীগুলি। তবে আজ সকালে মানপুর ব্লকের পারদোনি গ্রামেও দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন। (Photo:Collected)
advertisement
4/11
ভোটের একদিন আগেও বিস্ফোরণে কেপেছে ছত্তীসগড় । আজ সকালে কাঙ্কের ও দান্তেওয়াড়ায় জোড়া বিস্ফোরণ হয়েছে । গত দুদিনে এই নিয়ে ৭ টি বিস্ফোরণ হয়েছে । তবে আতঙ্কের মধ্যেই ভোটগ্রহণ চলছে। (Photo: Network18)
ভোটের একদিন আগেও বিস্ফোরণে কেপেছে ছত্তীসগড় । আজ সকালে কাঙ্কের ও দান্তেওয়াড়ায় জোড়া বিস্ফোরণ হয়েছে । গত দুদিনে এই নিয়ে ৭ টি বিস্ফোরণ হয়েছে । তবে আতঙ্কের মধ্যেই ভোটগ্রহণ চলছে। (Photo: Network18)
advertisement
5/11
১১.৩৪ পর্যন্ত মোট ১৬.২৪% ভোট হয়েছে। রাজ্যবাসীর কাছে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী রমন সিং। গণতন্ত্রকে সুদৃঢ় করতে ভোটারদের মতাধিকার প্রয়োগ করা জরুরি, জানিয়েছেন রমন সিং। (Photo: Network18)
১১.৩৪ পর্যন্ত মোট ১৬.২৪% ভোট হয়েছে। রাজ্যবাসীর কাছে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী রমন সিং। গণতন্ত্রকে সুদৃঢ় করতে ভোটারদের মতাধিকার প্রয়োগ করা জরুরি, জানিয়েছেন রমন সিং। (Photo: Network18)
advertisement
6/11
মাওবাদী উপদ্রুত এলাকায় মোতায়েন হয়েছে এক লক্ষ সেনা কর্মী। ৩০ নং জাতীয় সড়কে টহলদারীর জন্য মোতায়েন আধা-সামরিক বাহিনী। মাও-আতঙ্কের মাঝেই চলছে প্রথম দফার ভোটগ্রহণ। (Photo: Network18)
মাওবাদী উপদ্রুত এলাকায় মোতায়েন হয়েছে এক লক্ষ সেনা কর্মী। ৩০ নং জাতীয় সড়কে টহলদারীর জন্য মোতায়েন আধা-সামরিক বাহিনী। মাও-আতঙ্কের মাঝেই চলছে প্রথম দফার ভোটগ্রহণ। (Photo: Network18)
advertisement
7/11
কড়া নিরাপত্তার ঘেরাটোপেই চলছে ছত্তীসগড়ের প্রথম দফার ভোট।
কড়া নিরাপত্তার ঘেরাটোপেই চলছে ছত্তীসগড়ের প্রথম দফার ভোট।
advertisement
8/11
লাগাতার সংঘর্ষের মধ্যেও ১৮টি কেন্দ্র চলছে ভোটগ্রহণ । মোতায়েন হয়েছে লক্ষাধিক নিরাপত্তাকর্মী। জাতীয় সড়কে নজরদারী চালিয়ে যাচ্ছে আধা সামরিক বাহিনী ।
লাগাতার সংঘর্ষের মধ্যেও ১৮টি কেন্দ্র চলছে ভোটগ্রহণ । মোতায়েন হয়েছে লক্ষাধিক নিরাপত্তাকর্মী। জাতীয় সড়কে নজরদারী চালিয়ে যাচ্ছে আধা সামরিক বাহিনী ।
advertisement
9/11
গ্রামবাসীদের ভোট বয়কটের হুমকিকে উপেক্ষা করেই সকাল থেকেই নানা কেন্দ্রে ভোটারদের লাইন ।
গ্রামবাসীদের ভোট বয়কটের হুমকিকে উপেক্ষা করেই সকাল থেকেই নানা কেন্দ্রে ভোটারদের লাইন ।
advertisement
10/11
কেন্দ্রগুলিতে শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ, জানিয়েছে নির্বাচন কমিশন।
কেন্দ্রগুলিতে শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ, জানিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
11/11
স্পর্শকাতর কেন্দ্রগুলির মধ্যে রয়েছে সুকমা, রাজনন্দগাও, বস্তর, দান্তেওয়ারার মত জায়গাগুলিতে । সকাল থেকে কেন্দ্রগুলিতে নির্বিঘ্নেই ভোটগ্রহণ পর্ব চলছে ।
স্পর্শকাতর কেন্দ্রগুলির মধ্যে রয়েছে সুকমা, রাজনন্দগাও, বস্তর, দান্তেওয়ারার মত জায়গাগুলিতে । সকাল থেকে কেন্দ্রগুলিতে নির্বিঘ্নেই ভোটগ্রহণ পর্ব চলছে ।
advertisement
advertisement
advertisement