চলন্ত ট্রেনে ঘুরছে বিষধর সাপ! রেগে গিয়ে সাপুড়ের ভয়ানক কাণ্ড, মৃত্যুর মুখে যাত্রীরা!

Last Updated:
Snake: ট্রেনের মেঝেতে ঘুরছে বিষধর সাপ। ভয়ানক কাণ্ড।
1/9
ট্রেনেরে মেঝেতে ঘুরছে বিষধর সাপ। তা দেখে ছুটোছুটি করছেন যাত্রীরা। ভয়ানক কাণ্ড ঘটল চম্বল এক্সপ্রেসে।
ট্রেনেরে মেঝেতে ঘুরছে বিষধর সাপ। তা দেখে ছুটোছুটি করছেন যাত্রীরা। ভয়ানক কাণ্ড ঘটল চম্বল এক্সপ্রেসে।
advertisement
2/9
হাওড়া থেকে গোয়ালিয়র যাওয়ার পথে চম্বল এক্সপ্রেসে ভয়ানক ঘটনা ঘটাল সাপুড়েরা। যাত্রীদের কার্যত মৃত্যুর মুখে ঠেলে দিল তারা।
হাওড়া থেকে গোয়ালিয়র যাওয়ার পথে চম্বল এক্সপ্রেসে ভয়ানক ঘটনা ঘটাল সাপুড়েরা। যাত্রীদের কার্যত মৃত্যুর মুখে ঠেলে দিল তারা।
advertisement
3/9
দূরপাল্লার হোক বা লোকাল ট্রেন, কামরায় ফেরিওয়ালাদের ভিড় লেগেই থাকে। তবে কখনও ট্রেনে হয়তো এমন অভিজ্ঞতা হয়নি কারও!
দূরপাল্লার হোক বা লোকাল ট্রেন, কামরায় ফেরিওয়ালাদের ভিড় লেগেই থাকে। তবে কখনও ট্রেনে হয়তো এমন অভিজ্ঞতা হয়নি কারও!
advertisement
4/9
ট্রেনটি যখন উত্তরপ্রদেশের মোহাবা অঞ্চল দিয়ে যাচ্ছিল, তখন একদল সাপুড়ে ওঠেন ট্রেনে। উঠেই সাপের খেলা দেখাতে শুরু করেন তারা।
ট্রেনটি যখন উত্তরপ্রদেশের মোহাবা অঞ্চল দিয়ে যাচ্ছিল, তখন একদল সাপুড়ে ওঠেন ট্রেনে। উঠেই সাপের খেলা দেখাতে শুরু করেন তারা।
advertisement
5/9
সাপের খেলা কোনো যাত্রী দেখছিলেন, কেউ আবার দেখেও না দেখার ভান করছিলেন। খেলা শেষে সাপুরেরা যাত্রীদের কাছ থেকে টাকা চান। তখনই শুরু হয় ঝামেলা।
সাপের খেলা কোনো যাত্রী দেখছিলেন, কেউ আবার দেখেও না দেখার ভান করছিলেন। খেলা শেষে সাপুরেরা যাত্রীদের কাছ থেকে টাকা চান। তখনই শুরু হয় ঝামেলা।
advertisement
6/9
সাপের খেলা দেখানোর পর অনেক যাত্রী টাকা দিতে চাননি সাপুড়েদের। তাতেই চটে গিয়ে ট্েনে যাত্রীদের মাঝে বিষধর সাপ ছেড়ে দেয় তারা।
সাপের খেলা দেখানোর পর অনেক যাত্রী টাকা দিতে চাননি সাপুড়েদের। তাতেই চটে গিয়ে ট্েনে যাত্রীদের মাঝে বিষধর সাপ ছেড়ে দেয় তারা।
advertisement
7/9
ট্রেনের জেনারেল কামরায় এমন ঘটনা আতঙ্কের পরিবেশ তৈরি করে। অনেকেই লুকিয়ে পড়েন বাথরুমে। ট্রেনের মেঝেতে কিলবিল করতে থাকে সাপ।
ট্রেনের জেনারেল কামরায় এমন ঘটনা আতঙ্কের পরিবেশ তৈরি করে। অনেকেই লুকিয়ে পড়েন বাথরুমে। ট্রেনের মেঝেতে কিলবিল করতে থাকে সাপ।
advertisement
8/9
ট্রেন তখন ছুটছে প্রচণ্ড গতিতে। ফলে কেউ ট্রেন থেকে নামতেও পারছিলেন না। এরই মধ্যে দু-একজন যাত্রী রেলওয়ে কন্ট্রোল রুমে ফোন করেন।
ট্রেন তখন ছুটছে প্রচণ্ড গতিতে। ফলে কেউ ট্রেন থেকে নামতেও পারছিলেন না। এরই মধ্যে দু-একজন যাত্রী রেলওয়ে কন্ট্রোল রুমে ফোন করেন।
advertisement
9/9
বেগতিক বুঝে সাপুড়েরা সাপ নিয়ে স্টেশনে নেমে পড়ে। কিন্তু ততক্ষণে যাত্রীরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিলেন।
বেগতিক বুঝে সাপুড়েরা সাপ নিয়ে স্টেশনে নেমে পড়ে। কিন্তু ততক্ষণে যাত্রীরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিলেন।
advertisement
advertisement
advertisement