দেশের বীর সন্তান শহিদ ! মৃত্যুর খবরে ডুকরে কেঁদে পাগল স্ত্রী, ২ মাসের মেয়েকে রেখে চলল বাবা

Last Updated:
বাবা -মায়ের বাঁচার একমাত্র বাঁচার অবলম্বন
1/6
মাত্র ২ মাস আগেই বাবা হয়েছিলেন হয়েছিলেন ৷ কাশ্মীরের প্রবল ঠান্ড ও বরফের ঝড়ের তিনটি পৃথক ঘটনায় ৷ ভারতীয় সেনাবাহিনীর জওয়ান জওয়ান যার বাড়ি গুরুদাসপুর এলাকায় ৷ মাত্র এক বছর আগে বিয়ে হয়েছিল শহিদ জওয়ানের ৷ ২ মাস আগে ঘর আলো করে মা লক্ষ্মী এসেছে ৷ ছবি সংগৃহীত ৷
মাত্র ২ মাস আগেই বাবা হয়েছিলেন হয়েছিলেন ৷ কাশ্মীরের প্রবল ঠান্ড ও বরফের ঝড়ের তিনটি পৃথক ঘটনায় ৷ ভারতীয় সেনাবাহিনীর জওয়ান জওয়ান যার বাড়ি গুরুদাসপুর এলাকায় ৷ মাত্র এক বছর আগে বিয়ে হয়েছিল শহিদ জওয়ানের ৷ ২ মাস আগে ঘর আলো করে মা লক্ষ্মী এসেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/6
মেয়ের চেহারা না দেখেই দেশের জন্য শহিদ হয়েছেন তিনি ৷ জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় মাছিল সেক্টরে তাঁর ডিউটি ছিল ৷ সবে ২৬ বছর এরই মধ্যে রঞ্জিৎ সিং সলরিয়া ৪৫ তম রাইফেলসের সিপাহী ছিলেন ৷
মেয়ের চেহারা না দেখেই দেশের জন্য শহিদ হয়েছেন তিনি ৷ জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় মাছিল সেক্টরে তাঁর ডিউটি ছিল ৷ সবে ২৬ বছর এরই মধ্যে রঞ্জিৎ সিং সলরিয়া ৪৫ তম রাইফেলসের সিপাহী ছিলেন ৷
advertisement
3/6
জওয়ান রঞ্জিৎ সলরিয়ার ২০১৯ সালের জানুারি মাসে বিয়ে হয়েছিল ৷ ডিসেম্বরে ঘরে জন্ম নিয়েছিল ফুটফুটে কন্যা সন্তান ৷
জওয়ান রঞ্জিৎ সলরিয়ার ২০১৯ সালের জানুারি মাসে বিয়ে হয়েছিল ৷ ডিসেম্বরে ঘরে জন্ম নিয়েছিল ফুটফুটে কন্যা সন্তান ৷
advertisement
4/6
মঙ্গলবার সন্ধেবলায় বাড়িতে ফোন এসেছিল ৷ তাঁর বাবা হরসংশ সিং জানিয়েছেন বরফে চাপা পড়ে মৃত হয়েছেন ৷ তিনি জানিয়এছেন তাঁর ছেলেই একমাত্র বাঁচার অবলম্বন ছিল ৷
মঙ্গলবার সন্ধেবলায় বাড়িতে ফোন এসেছিল ৷ তাঁর বাবা হরসংশ সিং জানিয়েছেন বরফে চাপা পড়ে মৃত হয়েছেন ৷ তিনি জানিয়এছেন তাঁর ছেলেই একমাত্র বাঁচার অবলম্বন ছিল ৷
advertisement
5/6
ঘরের ছেলের শহিদ হওয়ার ঘটনায় পুরো বাড়ির লোকেরা কান্নার স্রোতে ভেসে পড়লেন ৷ শোকের ডুবেছে গোটা গ্রাম ৷ ছেলের কথা বলে গিয়ে বাবা জানিয়েছেন এই তো গত বছরই ছেলের বিয়ে হয়েছিল ৷ ২ মাসের মেয়েকে রেখে কী করে চলে যেতে পারে তাঁর সন্তান ৷ তিনি কিছুই বুঝতে পারছেন না ৷
ঘরের ছেলের শহিদ হওয়ার ঘটনায় পুরো বাড়ির লোকেরা কান্নার স্রোতে ভেসে পড়লেন ৷ শোকের ডুবেছে গোটা গ্রাম ৷ ছেলের কথা বলে গিয়ে বাবা জানিয়েছেন এই তো গত বছরই ছেলের বিয়ে হয়েছিল ৷ ২ মাসের মেয়েকে রেখে কী করে চলে যেতে পারে তাঁর সন্তান ৷ তিনি কিছুই বুঝতে পারছেন না ৷
advertisement
6/6
শহিদ জওয়ানের মরদেহ তাঁর গ্রাম গুরুদাসপুরে নিয়ে আসা হয়েছে বুধবার বেশ রাতেই ৷ পূর্ণ সেনার সম্মানে শেষকৃত্য সম্পন্ন হবে ৷
শহিদ জওয়ানের মরদেহ তাঁর গ্রাম গুরুদাসপুরে নিয়ে আসা হয়েছে বুধবার বেশ রাতেই ৷ পূর্ণ সেনার সম্মানে শেষকৃত্য সম্পন্ন হবে ৷
advertisement
advertisement
advertisement