খরচ ২০ হাজার কোটি, বিশাল এলাকায় থাকছে চার হাজার গাছ, সেন্ট্রাল ভিস্তা উদ্বোধন করবেন মোদি

Last Updated:
বদলে গিয়েছে সেন্ট্রাল ভিস্তা এলাকার চেহারা
1/7
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সেন্ট্রাল ভিস্তা প্রকল্প উদ্বোধন করবেন৷ নয়াদিল্লিতে ভারতের এই প্রশাসনিক এলাকা বদলে গিয়েছে অনেকটা৷ নতুন প্রকল্পের ফলে একে বারে অন্যরকম লাগছে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সেন্ট্রাল ভিস্তা প্রকল্প উদ্বোধন করবেন৷ নয়াদিল্লিতে ভারতের এই প্রশাসনিক এলাকা বদলে গিয়েছে অনেকটা৷ নতুন প্রকল্পের ফলে একে বারে অন্যরকম লাগছে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
advertisement
2/7
মোট ১৯ একরের খাল এলাকা নতুন করে তৈরি করা হয়েছে, তৈরি করা হয়েছে ১৬টি সেতু৷ দু’টি খালে বোটিং করতে পারবেন সাধারণ মানুষ৷ একটি সেতু থাকবে কৃষি ভবনের কাছে একটি থাকবেন বাণিজ্য ভবনের সামনে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
মোট ১৯ একরের খাল এলাকা নতুন করে তৈরি করা হয়েছে, তৈরি করা হয়েছে ১৬টি সেতু৷ দু’টি খালে বোটিং করতে পারবেন সাধারণ মানুষ৷ একটি সেতু থাকবে কৃষি ভবনের কাছে একটি থাকবেন বাণিজ্য ভবনের সামনে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
advertisement
3/7
রাজপথের পাশাপাশি মোট ৩.৯০ লক্ষ স্কোয়্যার কিলোমিটার এলাকা ঢেকে ফেলা হয়েছে সবুজ ঘাসে৷ লাল গ্রানাইটের রাস্তা তৈরি হয়েছে মোট ১৫.৫ কিলোমিটার জুড়ে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
রাজপথের পাশাপাশি মোট ৩.৯০ লক্ষ স্কোয়্যার কিলোমিটার এলাকা ঢেকে ফেলা হয়েছে সবুজ ঘাসে৷ লাল গ্রানাইটের রাস্তা তৈরি হয়েছে মোট ১৫.৫ কিলোমিটার জুড়ে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
advertisement
4/7
এই পার্কিং এলাকায় মোট ১ হাজার ১২৫টি গাড়ি রাখা যাবে৷ এখানে থাকতে পারবে ৩৫টি বাস, ইন্ডিয়া গেটের পাশে এই এলাকা স্থির করা হয়েছে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
এই পার্কিং এলাকায় মোট ১ হাজার ১২৫টি গাড়ি রাখা যাবে৷ এখানে থাকতে পারবে ৩৫টি বাস, ইন্ডিয়া গেটের পাশে এই এলাকা স্থির করা হয়েছে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
advertisement
5/7
রাজপথ জুড়ে মোট ৭৪টি ঐতিহাসিক আলোক স্তম্ভ থাকছে৷ গোটা এলাকায় ৯০০টি আলোক স্তম্ভ থাকছে৷ এ ছাড়া মোট ৯৮৭টি কংক্ট্রিট ব্যালার্ড থাকছে এলাকায়৷ মোট ১৪৯০টি নতুন রকম দেখতে ম্যানহোল থাকছে, যা আগের থেকে বদলে গিয়েছে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
রাজপথ জুড়ে মোট ৭৪টি ঐতিহাসিক আলোক স্তম্ভ থাকছে৷ গোটা এলাকায় ৯০০টি আলোক স্তম্ভ থাকছে৷ এ ছাড়া মোট ৯৮৭টি কংক্ট্রিট ব্যালার্ড থাকছে এলাকায়৷ মোট ১৪৯০টি নতুন রকম দেখতে ম্যানহোল থাকছে, যা আগের থেকে বদলে গিয়েছে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
advertisement
6/7
মোটি আটটি অ্যামিনিটি ব্লক ও চারটি আন্ডারপাস রয়েছে এলাকায়৷ পথের ধারে বসার জন্য ৪২২টি রেড গ্রানাইটে নির্মিত বেঞ্চ থাকছে৷  রাজপথের পাশাপাশি মোট ১ লক্ষ ১০ হাজার ৪৫৭ স্কোয়্যার মিটার এলাকা জুড়ে রেড গ্রানাইটের এলাকা রয়েছে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
মোটি আটটি অ্যামিনিটি ব্লক ও চারটি আন্ডারপাস রয়েছে এলাকায়৷ পথের ধারে বসার জন্য ৪২২টি রেড গ্রানাইটে নির্মিত বেঞ্চ থাকছে৷ রাজপথের পাশাপাশি মোট ১ লক্ষ ১০ হাজার ৪৫৭ স্কোয়্যার মিটার এলাকা জুড়ে রেড গ্রানাইটের এলাকা রয়েছে৷ (ছবি -সিপিডাব্লুউডি)
advertisement
7/7
রেড গ্রানাইটের এলাকা রয়েছে মোট ১.১ লক্ষ কিলোমিটার জুড়ে৷ ১৩৩টি আলোক স্তম্ভ থাকছে রাজপথে, থাকছে মোট ৪ হাজার ৮৭টি গাছ৷ সব মিলিয়ে মোট খরচ হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা৷ (ছবি -সিপিডাব্লুউডি)
রেড গ্রানাইটের এলাকা রয়েছে মোট ১.১ লক্ষ কিলোমিটার জুড়ে৷ ১৩৩টি আলোক স্তম্ভ থাকছে রাজপথে, থাকছে মোট ৪ হাজার ৮৭টি গাছ৷ সব মিলিয়ে মোট খরচ হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা৷ (ছবি -সিপিডাব্লুউডি)
advertisement
advertisement
advertisement