CAA-তে নতুন কী নিয়ম...? আপনার কাছে 'এই' কাগজ আছে তো? জানুন 'আসল' সত্যিটা!
- Published by:Sanjukta Sarkar
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
CAA : ২০১৯-এর ডিসেম্বরে সংসদে পাশ হয় সিএবি। রাষ্ট্রপতির সাক্ষরের পর তা সিএএ-তে পরিণত হয়। কিন্তু সেই খবর সামনে আসতেই গোটা দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। বিরোধীরা এই আইনকে ‘বৈষম্যমূলক’ বলে দাবি করে। যদিও কেন্দ্র এই দাবি উড়িয়ে দেয়। স্পষ্ট জানিয়ে দেয়, গোটা দেশে সিএএ লাগু হবেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্যের ডিরেক্টর (সেনসাস অপারেশনস) বা ইউটি সংশ্লিষ্ট। প্যানেলে সদস্য থাকবেন সহ সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর একজন আধিকারিক, বিদেশি আঞ্চলিক নিবন্ধন আধিকারিক, রাজ্য বা ইউটি-এর জাতীয় তথ্যপ্রযুক্তি কেন্দ্রের রাজ্য তথ্যবিদ্যা অফিসার এবং রাজ্য বা ইউটি-এর পোস্ট মাস্টার জেনারেল বা পোস্ট মাস্টার জেনারেল দ্বারা মনোনীত পোস্টাল অফিসার।
advertisement
মন্ত্রক এই ক্ষমতাপ্রাপ্ত প্যানেলের আমন্ত্রিতদেরও নাম দিয়েছে, যার মধ্যে প্রিন্সিপাল সেক্রেটারি (স্বরাষ্ট্র) বা রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অফিসের প্রতিনিধি বা ইউটি, রেলওয়ের এখতিয়ার বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের প্রতিনিধিরা রয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এখতিয়ারভিত্তিক সিনিয়র সুপারিনটেনডেন্ট বা পোস্ট সুপারিনটেনডেন্টের নেতৃত্বে একটি জেলা-স্তরের প্যানেলও থাকবে।