Operation Sindoor: অপারেশন সিঁদুরে একেবারে থরথরিয়ে কাঁপছে পাকিস্তান, এবার আরও বড় চাপ! মোদি সরকার খুলবে সিন্দুকের দরজা, প্রতিরক্ষা বাজেটে ৫০০০০ কোটি বৃদ্ধি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Budget In Indian Defence: ভারতীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ৫০ হাজার কোটি টাকা বাড়বে, পাকিস্তানে জঙ্গি শিবিরের শিড়দাঁড়া ভেঙে গুঁড়িয়ে দেবে..
নয়াদিল্লি: হিন্দিতে একটি জনপ্রিয় প্রবাদ ‘নিদ উড়া দেগি’ -অপারেশন সিঁদুর কারণে সত্যি সত্যিই পাকিস্তানের ঘুম আসা এবার দায় হতে চলেছে। অপারেশন সিঁদুরের সাফল্যে পাকিস্তান আতঙ্কিত হলেও, ভারত উচ্ছ্বসিত। আর ভারতের এই খুশিই পাকিস্তানকে আরও অস্থির করে তুলেছে। পাশাপাশি উষ্মা বাড়িয়েছে আরও একটি কারণ৷ অপারেশন সিঁদুরের সাফল্য দেখে মোদি সরকার তাদের কোষাগারের তালা খুলতে চলেছে। সূত্র বলছে, অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য ভারতের প্রতিরক্ষা বাজেট ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে।
advertisement
advertisement
advertisement
এই টাকা কোথায় ব্যবহার করা হবে?সূত্র বলছে, ৫০ হাজার কোটি টাকার এই অর্থ প্রতিরক্ষা গবেষণা এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে। এছাড়াও, এই অর্থ সেনাবাহিনীর অন্যান্য চাহিদা পূরণেও ব্যবহার করা হবে। ধারণা করা হচ্ছে, সংসদের শীতকালীন অধিবেশনে ৫০ হাজার কোটি টাকার বরাদ্দ অনুমোদিত হতে পারে।
advertisement
প্রকৃতপক্ষে, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিরক্ষাকে তাদের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। প্রথম বছরে, মোদি সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২.২৯ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে, যা গত দশকে বরাদ্দকৃত অর্থের তিনগুণেরও বেশি। এবার ভারতের মোট বাজেটের ১৩ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। এটি সকল মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ।
advertisement
পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সামরিক প্রস্তুতির উপর এই জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে ২২ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা এবং এরপর 'অপারেশন সিঁদুরের অধীনে ভারতের সামরিক অভিযানের পর। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলিকে টার্গেট করা হয়েছিল। অপারেশন সিঁঁদুর কেবল জঙ্গিদের কোমর ভেঙে দেয়নি, বরং পাকিস্তানের উপর গভীর ক্ষতও তৈরি করতে পেরেছে৷