#Budget2020: বাজেটে বড় ঘোষণা আয়করে ছাড়, বহুগুণ বাড়তে পারে আপনার আয়
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
৫ লাখের বদলে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% করের প্রস্তাব পেশ করা হয়েছে ৷
দেশের অর্থনীতি তলানিতে ৷ বাড়ছে বেকারত্বের হার ৷ এহেন পরিস্থিতিতে দুঃখ ভোলাতে নির্মলা সীতারমণের দাওয়াই আয়কর ছাঁটাই ৷ আসন্ন বাজেটে মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর অপেক্ষা করছে ৷ আয়করে বিপুল ছাড়ের সম্ভাবনা ৷ বাজেটে আয়করে বড়সড় ছাড় দিতে চলেছে মোদি সরকার বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, ২০২০-২১ অর্থবর্ষে আয়করের স্ল্যাবে বিপুল পরিবর্তন হতে চলেছে ৷
advertisement
advertisement
নতুন প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী, ৫ লাখের ট্যাক্সস্ল্যাবের উর্ধ্বসীমা বাড়িয়ে ৭ লাখ করা হতে চলেছে ৷ অর্থাৎ ৭ লাখ টাকা আয় যার তাঁকে এখন ২০ শতাংশের বদলে কর দিতে হবে মাত্র ৫ শতাংশ ৷ ৭ লাখ টাকা আয় যার, তাঁকে বর্তমানে কর দিতে হয় ৫২,৫০০ টাকা ৷ প্রস্তাবিত কর কাঠামো লাগু হওয়ার পর কর দিতে হবে মাত্র ২২,৫০০ টাকা ৷ অর্থাৎ সঞ্চয়ের পরিমাণ বা বাড়তি আয় হবে ৩০ হাজার টাকা ৷
advertisement
advertisement
advertisement
advertisement