১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে মাথা কেটে দিয়েছিল দাদা-কাকা! ফাঁসির সাজা আদালতে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এই বোনই তাকে প্রতি বছর রাখি পরাত । নিজের দাদা সেই বোনকে রেপ করে কাস্তে দিয়ে কেটে ফেলে তার মাথা ।
advertisement
advertisement
• সেই ঘটনার তদন্তে নেমে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেফতার করে কিশোরীর নিজের দাদা ও কাকাকে । জানা যায়, যৌন লালসা চরিতার্থ করার জন্য নিজের বোনকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল ওই ‘গুণধর’ দাদা । এই বোনই তাকে প্রতি বছর রাখি পরাত । রাতের অন্ধকারে খেতে মধ্যে নিয়ে গিয়ে বোনকে ধর্ষণ করে দাদা ও কাকা মিলে । এরপর প্রমাণ লোপাট করতে কাস্তে দিয়ে মাথা কেটে বোনকে মেরে ফেলে সে । প্রতীকী চিত্র ।
advertisement
advertisement