১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে মাথা কেটে দিয়েছিল দাদা-কাকা! ফাঁসির সাজা আদালতে

Last Updated:
এই বোনই তাকে প্রতি বছর রাখি পরাত । নিজের দাদা সেই বোনকে রেপ করে কাস্তে দিয়ে কেটে ফেলে তার মাথা ।
1/5
• গত বছরের মার্চ মাসের ঘটনা । ১৩ মার্চ সকালে হঠাৎই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ১২ বছরের মেয়েটি । পরে তাঁর মুণ্ডহীন দেহটি উদ্ধার হয় বাড়ির পাশের খেত থেকে । প্রতীকী চিত্র ।
• গত বছরের মার্চ মাসের ঘটনা । ১৩ মার্চ সকালে হঠাৎই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ১২ বছরের মেয়েটি । পরে তাঁর মুণ্ডহীন দেহটি উদ্ধার হয় বাড়ির পাশের খেত থেকে । প্রতীকী চিত্র ।
advertisement
2/5
• ময়নাতদন্তে জানা যায়, খুনের আগে কিশোরীর উপর অকথ্য যৌন নির্যাতন চালানো হয়েছিল । একাধিকবার ধর্ষণ করা হয়েছিল তাকে । ঘটনার বিভৎসতায় শিউরে উঠেছিল গোটা দেশ । প্রতীকী চিত্র ।
• ময়নাতদন্তে জানা যায়, খুনের আগে কিশোরীর উপর অকথ্য যৌন নির্যাতন চালানো হয়েছিল । একাধিকবার ধর্ষণ করা হয়েছিল তাকে । ঘটনার বিভৎসতায় শিউরে উঠেছিল গোটা দেশ । প্রতীকী চিত্র ।
advertisement
3/5
• সেই ঘটনার তদন্তে নেমে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেফতার করে কিশোরীর নিজের দাদা ও কাকাকে । জানা যায়, যৌন লালসা চরিতার্থ করার জন্য নিজের বোনকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল ওই ‘গুণধর’ দাদা । এই বোনই তাকে প্রতি বছর রাখি পরাত । রাতের অন্ধকারে খেতে মধ্যে নিয়ে গিয়ে বোনকে ধর্ষণ করে দাদা ও কাকা মিলে । এরপর প্রমাণ লোপাট করতে কাস্তে দিয়ে মাথা কেটে বোনকে মেরে ফেলে সে । প্রতীকী চিত্র ।
• সেই ঘটনার তদন্তে নেমে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেফতার করে কিশোরীর নিজের দাদা ও কাকাকে । জানা যায়, যৌন লালসা চরিতার্থ করার জন্য নিজের বোনকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল ওই ‘গুণধর’ দাদা । এই বোনই তাকে প্রতি বছর রাখি পরাত । রাতের অন্ধকারে খেতে মধ্যে নিয়ে গিয়ে বোনকে ধর্ষণ করে দাদা ও কাকা মিলে । এরপর প্রমাণ লোপাট করতে কাস্তে দিয়ে মাথা কেটে বোনকে মেরে ফেলে সে । প্রতীকী চিত্র ।
advertisement
4/5
• এই ঘটনাকে আদালত ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে উল্লেখ করা হয় । সরকারি আইনজীবী তাহির খান বলেন, এই অপরাধের একমাত্র শাস্তি হতে পারে মৃত্যু । আদালতে এই মামলায় ২৯ জন সাক্ষ্য দিয়েছিলেন । প্রতীকী চিত্র ।
• এই ঘটনাকে আদালত ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে উল্লেখ করা হয় । সরকারি আইনজীবী তাহির খান বলেন, এই অপরাধের একমাত্র শাস্তি হতে পারে মৃত্যু । আদালতে এই মামলায় ২৯ জন সাক্ষ্য দিয়েছিলেন । প্রতীকী চিত্র ।
advertisement
5/5
• শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের সাগর জেলার দায়রা আদালতের বিচারক উমাশঙ্কর আগরওয়াল ফাঁসির সাজা দেন অভিযুক্তদের । প্রতীকী চিত্র ।
• শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের সাগর জেলার দায়রা আদালতের বিচারক উমাশঙ্কর আগরওয়াল ফাঁসির সাজা দেন অভিযুক্তদের । প্রতীকী চিত্র ।
advertisement
advertisement
advertisement