অন্যের মল আপনার 'দ্বারে'! সফল থেরাপিতে গায়েব ডায়রিয়া-বদহজম-পেট ব্যথা

Last Updated:
এক ৫০ বছরের মহিলা ও ৭৮ বছরের এক পুরুষের পু থেরাপি সম্প্রতি সফল হয়েছে৷ চিকিত্‍‌সকরা বলছেন, স্পার্ম ডোনারের মতোই পু ডোনারের থেকে মলের নমুনা সংগ্রহ করা হবে৷
1/8
অঙ্গপ্রতঙ্গ প্রতিস্থাপন হয়ে থাকে আকছার৷ বহু মানুষের প্রাণ বাঁচে চিকিত্‍‌সা ব্যবস্থার এই যুগান্তকারী আবিষ্কারে৷ বিশ্ববাসীর অজান্তেই চুপিসারে আরও এগিয়ে গেল চিকিত্‍‌সা বিজ্ঞান৷ এ বার ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করা যাবে মলও৷ হ্যাঁ, ঠিক ধরেছেন অন্যের মল আপনার হবে৷
অঙ্গপ্রতঙ্গ প্রতিস্থাপন হয়ে থাকে আকছার৷ বহু মানুষের প্রাণ বাঁচে চিকিত্‍‌সা ব্যবস্থার এই যুগান্তকারী আবিষ্কারে৷ বিশ্ববাসীর অজান্তেই চুপিসারে আরও এগিয়ে গেল চিকিত্‍‌সা বিজ্ঞান৷ এ বার ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করা যাবে মলও৷ হ্যাঁ, ঠিক ধরেছেন অন্যের মল আপনার হবে৷
advertisement
2/8
একটু বিস্ময় লাগল, তাই না? একটি মানুষের মল আরেকজন কী ভাবে ত্যাগ করবেন? এখানেই বিজ্ঞানের বিস্ময়৷ এই থেরাপির নাম, 'পু ট্রান্সপ্ল্যান্ট'৷ নামেই সব কিছু লুকিয়ে আছে৷ কোলাইটিসের চিকিত্‍‌সায় এই থেরাপি দুর্দান্ত সাফল্য পেয়েছে মার্কিন মুলুকে৷ দুই ক্যান্সার আক্রান্তেরও উপশম হয়েছে পু থেরাপিতে৷
একটু বিস্ময় লাগল, তাই না? একটি মানুষের মল আরেকজন কী ভাবে ত্যাগ করবেন? এখানেই বিজ্ঞানের বিস্ময়৷ এই থেরাপির নাম, 'পু ট্রান্সপ্ল্যান্ট'৷ নামেই সব কিছু লুকিয়ে আছে৷ কোলাইটিসের চিকিত্‍‌সায় এই থেরাপি দুর্দান্ত সাফল্য পেয়েছে মার্কিন মুলুকে৷ দুই ক্যান্সার আক্রান্তেরও উপশম হয়েছে পু থেরাপিতে৷
advertisement
3/8
এক ৫০ বছরের মহিলা ও ৭৮ বছরের এক পুরুষের পু থেরাপি সম্প্রতি সফল হয়েছে৷ চিকিত্‍‌সকরা বলছেন, স্পার্ম ডোনারের মতোই পু ডোনারের থেকে মলের নমুনা সংগ্রহ করা হবে৷
এক ৫০ বছরের মহিলা ও ৭৮ বছরের এক পুরুষের পু থেরাপি সম্প্রতি সফল হয়েছে৷ চিকিত্‍‌সকরা বলছেন, স্পার্ম ডোনারের মতোই পু ডোনারের থেকে মলের নমুনা সংগ্রহ করা হবে৷
advertisement
4/8
মল থেকে তুলে নেওয়া হবে মাইক্রোবায়োটা৷ তারপর কোলনোস্কোপের সাহায্যে তা ইনজেক্ট করা হবে কোলাইটিস বা কোলন ক্যান্সার আক্রান্তের ডাইজেস্টিভ ট্র্যাক্টে৷
মল থেকে তুলে নেওয়া হবে মাইক্রোবায়োটা৷ তারপর কোলনোস্কোপের সাহায্যে তা ইনজেক্ট করা হবে কোলাইটিস বা কোলন ক্যান্সার আক্রান্তের ডাইজেস্টিভ ট্র্যাক্টে৷
advertisement
5/8
তা হলেই পেটের যন্ত্রণা, রক্ত আমাশা বা ডায়ারিয়া, জ্বর, হজমের গোলমাল ও ক্লান্তি ভাব দূর হয়ে৷
তা হলেই পেটের যন্ত্রণা, রক্ত আমাশা বা ডায়ারিয়া, জ্বর, হজমের গোলমাল ও ক্লান্তি ভাব দূর হয়ে৷
advertisement
6/8
এই পদ্ধতি পরীক্ষার আগে স্টাডিতে অংশগ্রহণকারীদের মলের নমুনা সংগ্রহ করেন মার্কিন চিকিত্‍‌সা বিজ্ঞানীরা৷ দেখা যায়, মল প্রতিস্থাপনে কোলাইটিসের ব্যথা দূর হচ্ছে সহজেই৷
এই পদ্ধতি পরীক্ষার আগে স্টাডিতে অংশগ্রহণকারীদের মলের নমুনা সংগ্রহ করেন মার্কিন চিকিত্‍‌সা বিজ্ঞানীরা৷ দেখা যায়, মল প্রতিস্থাপনে কোলাইটিসের ব্যথা দূর হচ্ছে সহজেই৷
advertisement
7/8
ইউনিভার্সিটি অফ টেক্সাসের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ইংহং ওয়্যাং-এর কথায়, 'আমরা পরীক্ষামূলক সাফল্য পেয়েছি৷ মলের মাইক্রোবায়োটা ট্রান্সপ্ল্যান্টে দারুণ উপকার পাবেন মানুষ৷'
ইউনিভার্সিটি অফ টেক্সাসের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ইংহং ওয়্যাং-এর কথায়, 'আমরা পরীক্ষামূলক সাফল্য পেয়েছি৷ মলের মাইক্রোবায়োটা ট্রান্সপ্ল্যান্টে দারুণ উপকার পাবেন মানুষ৷'
advertisement
8/8
ক্রনিক পেটের অসুখ বা বাওয়েল ডিজিজ-এর চিকিত্‍‌সার জন্য কী ভাবে এই নয়া চিকিত্‍‌সা পদ্ধতিকে ব্যবহার করা যায়, তা নিয়ে গবেষণা চলছে৷
ক্রনিক পেটের অসুখ বা বাওয়েল ডিজিজ-এর চিকিত্‍‌সার জন্য কী ভাবে এই নয়া চিকিত্‍‌সা পদ্ধতিকে ব্যবহার করা যায়, তা নিয়ে গবেষণা চলছে৷
advertisement
advertisement
advertisement