Flight: ১৯ তারিখ থেকে বিমানে উঠলেই হবে হামলা! যাত্রীদের বেনজির হুমকি, নেপথ্যে কে?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Gurpatwant Pannun Threat's to Air India passengers: 1984 সালের শিখ বিরোধী দাঙ্গার 40তম বার্ষিকীর আগে ফ্লাইটে চড়ার ক্ষেত্রে আন্তর্জাতিক যাত্রীদের হুমকি দিয়েছেন পান্নুন। (Sikhs for Justice) SFJ- এর প্রতিষ্ঠাতা সাফ জানালেন, 19 নভেম্বরের পরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হামলা হতে পারে।
advertisement
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার দ্বৈত নাগরিকত্বের অধিকারী পান্নুনকে দেশদ্রোহিতা ও বিচ্ছিন্নতাবাদের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২০ সালের জুলাই থেকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে। “এয়ার ইন্ডিয়ায় সফর করবেন না। …আমরা শিখ ‘পন্থ’কে এয়ার ইন্ডিয়ায় উড়তে বারণ করেছি। 19 নভেম্বর থেকে বিশ্বব্যাপী অবরোধ হবে। এয়ার ইন্ডিয়াকে পরিষেবা দিতে দেওয়া হবে না। শিখ 'পন্থ', 19 নভেম্বরের পরে এয়ার ইন্ডিয়াতে ভ্রমণ করবেন না", বলেন পান্নুন।
advertisement
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) দ্বারা একাধিক মামলায় অভিযুক্ত পান্নুন ভারতের জাতীয় পতাকার অবমাননা করেছেন বলে অভিযোগ। এবং বেশ কয়েকবার ভারতীয় কূটনীতিকদের হুমকিও দিয়েছেন। ২০২৩ সালে এই সময়ে একই ধরনের হুমকি দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, পান্নুন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ভারতবিরোধী প্রচারের জন্য তাঁর প্রবেশাধিকারের অপব্যবহার করেন।
advertisement
advertisement