Bizzare News: নদীর পাড়ের বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছিল ঠক-ঠকাং, পুলিশ হানা দিতেই চোখ ছানাবড়া, এ কী কাণ্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bizarre News: সাধারণ একটা বাড়ির ভিতর থেকে ও কী ধরণের আওয়াজ !
advertisement
অবশ্য লখিমপুর খেরি পুলিশের এই বড় সাফল্যের নেপথ্যে সূত্রের দেওয়া টিপসও কাজ করে৷ এক তথ্যদাতার খবরে, তারা নদীর তীরে একটি অবৈধ বন্দুকের কারখানা খুঁজে পায়৷ সোয়াট ও পুলিশের দল যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫০টি সেমিফিনিশড, ১২টি ফিনিশড পিস্তল ও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে৷
advertisement
ঘটনাটি লখিমপুর খেরির ধৌরাহারা থানা এলাকার। এই এলাকা লখিমপুর খেড়ির গঞ্জার নামে পরিচিত। নদী ও বনে ঘেরা এই এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন সময়ে এখানে অপরাধীরা লুকিয়ে থাকে৷ এই এলাকাতেই ঘর্ঘরা নদীর তীরে খাগিয়া ব্রিজের কাছে কুখ্যাত অপরাধী রহিস নির্জন এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল।
advertisement
advertisement
advertisement
