Bizzare News: নদীর পাড়ের বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছিল ঠক-ঠকাং, পুলিশ হানা দিতেই চোখ ছানাবড়া, এ কী কাণ্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bizarre News: সাধারণ একটা বাড়ির ভিতর থেকে ও কী ধরণের আওয়াজ !
: নদীর ধারের আর পাঁচটা জায়গার মতোই জায়গা৷ কিন্তু গ্রামের বাড়ি থেকে আসছিল আওয়াজ৷ পুলিশের সন্দেহ হয় , এরকম গ্রাম্য বাড়ি থেকে এ কী ধরণের আওয়াজ আসছে? আর সন্দেহ মেনে নদীর ধারের সেই কুঁড়েতে হানা দিতেই চক্ষু চড়কগাছ পুলিশের৷ Photo- Representative
advertisement
অবশ্য লখিমপুর খেরি পুলিশের এই বড় সাফল্যের নেপথ্যে সূত্রের দেওয়া টিপসও কাজ করে৷ এক তথ্যদাতার খবরে, তারা নদীর তীরে একটি অবৈধ বন্দুকের কারখানা খুঁজে পায়৷ সোয়াট ও পুলিশের দল যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫০টি সেমিফিনিশড, ১২টি ফিনিশড পিস্তল ও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে৷
advertisement
ঘটনাটি লখিমপুর খেরির ধৌরাহারা থানা এলাকার। এই এলাকা লখিমপুর খেড়ির গঞ্জার নামে পরিচিত। নদী ও বনে ঘেরা এই এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন সময়ে এখানে অপরাধীরা লুকিয়ে থাকে৷ এই এলাকাতেই ঘর্ঘরা নদীর তীরে খাগিয়া ব্রিজের কাছে কুখ্যাত অপরাধী রহিস নির্জন এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল।
advertisement
খবর পেয়ে পুলিশ ও সোয়াট টিম ঘেরাও অভিযান চালালে অবৈধ অস্ত্র কারখানায় পিস্তল তৈরির সময় ঘটনাস্থলে দুই কারিগরকে আটক করা হয়। বাকি তিন অপরাধী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ৫০টি সেমিফিনিশড পিস্তল, ১২টি ফিনিশড পিস্তল ও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
advertisement
লখিমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পবন গৌতম বলেন, 'অভিযুক্তরা ঘর্ঘরা নদীর তীরে খাগিয়া সেতুর কাছে একটি নির্জন জায়গায় একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সেমিফিনিশড পিস্তল ও ফিনিশড পিস্তল উদ্ধার করা হয়েছে।
advertisement