বিহারে বাড়ি, বাসস্থানের প্রমাণপত্রের আবেদন ডোনাল্ড ট্রাম্পের! ফর্ম পেয়ে তাজ্জব অফিসারেরা! তারপর যা হল...

Last Updated:
এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। বিহারের সমস্তিপুর জেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাসস্থানের আবেদনপত্রের আর্জি জমা পড়ল।
1/5
ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের মুখে ভারত। ক'দিন আগেই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প এবারও আরও ভয়ঙ্কর হুমকি দিয়ে বসলেন ট্রাম্প।
এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। বিহারের সমস্তিপুর জেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাসস্থানের আবেদনপত্রের আর্জি জমা পড়ল।
advertisement
2/5
কলকাতা: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য ভারতকে ক্রমাগত চাপ দিচ্ছে আমেরিকা। শুক্রবার, ডোনাল্ড ট্রাম্প একটি অদ্ভুত দাবি করে বলেছেন যে তিনি শুনেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না, যা একটি 'ভাল পদক্ষেপ'। ট্রাম্প আরও বলেন যে, এই বিষয়ে তার কাছে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমি জানতে পেরেছি যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি এটাই শুনেছি। আমি জানি না এটি সত্য নাকি মিথ্যা, তবে এটি একটি ভালো পদক্ষেপ।' Photo- Representative
সমস্তিপুরের মহিউদ্দিন নগর জোনে এক অজ্ঞাতপরিচয় অনলাইনে ট্রাম্পের ছবি এবং নাম দিয়ে বাসস্থানের আবেদন জানান।
advertisement
3/5
আধার অ্যাপের প্রযুক্তি। এই অ্যাপটিতে সংযোজন করা হয়েছে ফেস আইডি অথেন্টিকেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। পাশাপাশি রয়েছে কিউআর কোড ভিত্তিক তাৎক্ষণিক যাচাইকরণ সুবিধা।
দেখা যায় সেই আবেদনপত্রে লেখা- নাম ডোনাল্ড ট্রাম্প, গ্রাম- হাসানপুর, ওয়ার্ড- ১৩ নম্বর, পোস্ট অফিস- বাকারপুর পুলিশ স্টেশন- মহিউদ্দিন নগর, জেলা- সমস্তিপুর।
advertisement
4/5
৮) OBC/SC/ST বা অন্য যে কোনও জাতির বৈধ শংসাপত্র। ৯) NRC-র নথি থাকলে (যে রাজ্যে হয়ে থাকবে) ১০) রাজ্য বা স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্তির নথি।
ভেরিফিকেশনে দেখা যায় গোটা ব্যাপারটাই ভুয়ো। ছবি, আধার, নম্বর, বারকোড, অ্যাড্রেস ডিটেইলস সব কিছুই ভুয়ো।
advertisement
5/5
কর্তৃপক্ষ শুক্রাণু ব্যাঙ্ক বা স্পার্ম ব্যাঙ্ক অভিযান চালিয়ে ১৬টি নমুনা বাজেয়াপ্ত করেছে। ক্লিনিকের কর্মী এবং অপারেটর সহ সাত জনকে আটক করা হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে।
মহিউদ্দিন নগরের সার্কেল অফিসার জানিয়েছেন, ইতিমধ্যেই স্থানীয় সাইবার থানায় অভিযোগ জানানো হয়েছে। আইটি অ্যাক্টে মামলা রুজু হয়েছে।
advertisement
advertisement
advertisement